আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নীলিমার হিসেব ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নীলিমার হিসেব

    নীলিমার হিসেব। 
    সুনিকেত চৌধুরী

    স্বপ্ন স্বপ্ন মনে হয় , কিংবা মতিভ্রম,
    অথবা দিবাস্বপ্ন! সে যা- হোক -
    ভালো তো লাগে এই আশায় আশায় থাকা।
    তুমি হয়তো বলবে, আর কতকাল এই বাউনডুলে জীবন?
    ভালো লাগেনা ভালো থাকার স্বপ্ন দেখতে আর!
    এসো এবারে আলিঙ্গন করি বাস্তবকে,
    মেঘের কোল থেকে নেমে আসি মাটিতে -
    কাগজ-কলম নিয়ে বসি হিসেব লিখতে।   

    নীলিমা, তোমার কথায় আমি রাজী, এক পায়ে খাড়া। 
    শুধু একটি আবেদন আমার
    পাই-পয়সার হিসেব মেলাতে ভালোবাসার জন্যে দেয়া
    সময়গুলোর দাম কত ধরবে তুমি সেটা বলো  আগে। 
    চাল-ডাল-আলু আর তরকারির মানে মান যদি দাও
    ভালোবাসার মুহূর্তগুলোর -
    সে হিসেব মানতে রাজী হবেনা আমার মন। 
    তুলাদন্ডে বিচার যদি করতেই চাও
    বাস স্টান্ডে মাইনাস তিরিশের ঠান্ডায়
    জমে যাওয়া বরফে আমার ভালোবাসা তপ্ত হৃদয়
    যে উত্তাপ তোমাকে দিয়েছিলো  সেদিন - ওজনে ওটা কত ভারী 
    সেটার মাপ চাই সবার আগে।  





     http://www.alokrekha.com

    5 comments:

    1. সকালে উঠেই আলোকরেখায় নতুন কি এলো দেখাটা এখন অভ্যেস .তার উপর প্রিয় কবির কবিতা যেন নাস্তায় নেহারী

      ReplyDelete
    2. সত্যি যদি কেউ আমার ভালবাসার মূল্যায়ন এমন করে করতো.কবি সুনিকেত সত্যিকার এই মূল্যায়নে বিশ্বাস করেন নাকি কবিতার জন্য শুধু?

      ReplyDelete
    3. Piro kobir prio kobita pore khub Bhalo laglo. Ami alokrekhar eknisto vokto. Kobi k dhonybad

      ReplyDelete
    4. আপনি যেমন চোখ খুলেই আলোকরেখা পড়েন আমি আবার সারাদিনের কর্মকাণ্ড সেরে পড়তে বসি .নতুন কিছু ?এলো কবি সুনিকেতের লেখা কবিতাটা দারুন.

      ReplyDelete
    5. আজ সারাদিন বাংলাদেশে নেট সমস্যা করেছে অফিসের কাজে বিঘ্ন আলোকরেখাও পড়া হয়নি Thank GoD এখন Net problem ঠিক হয়েছে. নতুন কবিতাটা ভাল লাগলো

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ