আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আজ আলোকরেখা ১,০০,০০০পাঠক সংখ্যায় পদার্পন করলো। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আজ আলোকরেখা ১,০০,০০০পাঠক সংখ্যায় পদার্পন করলো।



    আজ আলোকরেখা ১,০০,০০০পাঠক সংখ্যায় পদার্পন করলো। আলোকরেখার পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।এর জন্ম হয়েছিল একটি ছোট্ট পরিসরে। আজ  সারা বিশ্বে আলোকরেখার পাঠক। আলোকরেখা  তাঁদের কাছেও কৃতজ্ঞ। বিষয়ে করে আলোকরেখায় স্বনামধন্য লেখক ও কবিরা তাঁদের মূল্যবান লেখা দিয়ে আলোকরেখাকে করেছে সমৃদ্ধ। সবার শুভাশিস কামনা করি ....

    ভোরে সূর্যের আলোকরেখা রাতের অন্ধকার দূর করে। তেমনি জ্ঞানের  রশ্মিরেখা জীবনকে উদ্ভাসিত করে। প্রজ্ঞা  আলো  এবং অজ্ঞতা অন্ধকার।  জ্ঞান ছাড়া  অতীত ইতিহাস , আত্ম অন্বেষণ, উৎপত্তি ,সংস্কৃতি চর্চা ,মুক্তচিন্তা ,নিরপেক্ষ চেতনা সম্ভব নয়।

    জ্ঞানই শক্তি। জ্ঞানহীন জীবন  শিকড় ছাড়া একটি গাছের মত। জ্ঞানের সুদীপ্ত প্রভা   পরিবার তথা  সমাজ প্রগতির প্রতিজ্ঞা। অন্ধকার  অন্ধকারকে  দূরভিত করতে পারে  না। অজ্ঞতাও  পারে না  ঘৃণা ,হিংসা দ্বেষ পেরিয়ে ভালোবাসতে শেখাতে। "মানুষ মানুষের জন্য" শিখতে চাই  জ্ঞানের প্রতীতি অন্বেষণ। "আলোক রেখা" শুধু  একটি সাইট বা ব্লগ নয়। এটিকে  একটি সংগ্রহশালা বলা যেতে পারে। ব্যস্ততম জীবনে নানা জায়গায় দৌড়ে বা খোঁজ তল্লাশি  না করে একটু স্বস্তিতে নিজেকে আলোকিত ও প্রজ্ঞাময় করার জন্য এক জায়গায় অনেকগুলো বিষয়ের উপর আলোকপাত করার জন্য আলোকরেখা"র "এই অনলাইন প্রয়াস। আশা করি এই ওয়েবসাইটে মাধ্যমে আমাদের  ধুলায়  ঢেকে  থাকা সত্তা  , ছন্দহীন জীবন, ঘুমের জালে জড়িযে  থাকা চেতনা  ,মনের কোণের সব দীনতা মলিনতা দূর করে মুক্ত আলোর জাগরণী ছুঁইয়ে দেবে। " আলোকরেখা" স্বাধীন ও মুক্ত চেতনার  ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ওয়েবসাইট ।

    পৃথিবীতে  ধর্মের নাম যে অধর্ম চলছে তার বিরুদ্ধেই আমার "আলোকরেখা"  জন্ম। আলোকিত চেতনার  বীজ বপন করতে হলে সোচ্চার হতে হবে শুধু ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমে তা সম্ভব হয় না। এই সব মাধ্যম অনেকটাই শেলফি, স্বীয় প্রদর্শনী, আত্ম মহিমান্বয়ন,বস্তুবাদই বেশি।তাই আত্ম পরিতৃপ্তি বা তুষ্টির জন্য দরকার নিজস্ব আন্দোলনের জায়গা আর সেই ভাবনা থেকেই  "আলোকরেখা" র  যাত্রা  শুরু । এর মূল ভিত্তি হচ্ছে দার্শনিকপ্রকৃতিবাদ, নৈতিক মূল্যবোধ,   সামাজিক রীতি, প্রথা অনুশাসন ও গোঁড়ামির শৃঙ্খলমুক্ত মানবতাবাদ।


    আলোকরেখা মূলত আমার দেখা ও জানা ৭১'র যুদ্ধ ,বাংলাদেশের  স্বাধীনতার স্মৃতি, আমার রবীন্দ্রনাথ যেভাবে আমি রবীন্দ্রনাথ কে দেখি ভাঙি গড়ি বা অন্যেরা তাদের রবীন্দ্রনাথকে কিভাবে দেখে,আপন দর্পণ নিজস্ব চিন্তা চেতনার প্রতিফলন ,আমার প্রকাশিত অপ্রকাশিত লেখা ,বাংলা সাহিত্য,বাংলা সংস্কৃতি যা তথাকথিত ধর্মের করাঘাতে হারাতে বসেছে ,কবি ও তাঁদের  জীবনী , দর্শন তত্ত্ব,লালন, গল্প ,প্রেমাখ্যান, কবিতা ও কবিতা পাঠ,বৃহন্নলা, সমপ্রেমী দের কথা, ভালো  ছবি, ছায়াছবি বা  বিশ্বের খবরাখবর  ইত্যাদি  বিভিন্ন বিষয়ে আলোকপাত করে।আরেকটি  বিশেষ  প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাদের লেখা।  এখানে আপনারা লেখা পাঠাতে পারেন। যে কোন মুক্ত চিন্তার লেখা যা আপনার চেতনাকে প্রকাশ করে ও অন্যকে সম্মৃদ্ধ করে।





    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    8 comments:

    1. সানজিদা এ তোমার একার আনন্দ ওঃ সফলতা নয়। গোটা বাংলা ভাষী বাঙ্গালির। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। আলক রেখার চলার পথ সুন্দর সুললিত হক এই কামনা করি

      ReplyDelete
    2. কি যে ভাল লাগছে এ সফলতা আমাদের । সানজিদা আমার মনে আছে মাত্র ৩/৪ মাস আগে তুমি শুরু করলে একক হাতে ।আমি তোমায় কেবল উৎসাহ দিয়েছি ।কিন্তু আজকের এই কৃতিত্ব একাই তোমার । অনেক অনেক ভালবাসা ওঃ শুভাশিস ।তমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল ।তাই তোমায় ভাল থাকতে হবে।থাকতে হবে সুস্থ । আবার অভিনন্দন ওঃ শুভেচ্ছা ।

      ReplyDelete
    3. আলকরেখার প্রতিশ্রুতি “ সুদীপ্ত জ্ঞানের অন্বেষণে” একটি পরিবার তথা সমাজ প্রগতির প্রতিজ্ঞা। এই ক্ষেত্রে আলক রেখা সফলকাম। কিন্তু থেমে থাকলে হবে না , দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল সানজিদা তুমি এর গুরুত্ব বোঝ ? এ এখন সীমানা পেরিয়ে সারা বিশ্বে । তোমার এই শরীর নিয়ে সাহসিকতার সাথে তুমি যে কি বড় একটা কাজ করেছে তার জন্য শুধু প্রশংসা যথেষ্ট নয়। ভাল থেক! অনেক অনেক ভালবাসা ও শুভাশিস,

      ReplyDelete
    4. বাংলা ভাষা চর্চা বিহীন জীবন শিকড় ছাড়া একটি গাছের মত।আমিও বলতে চাই সানজিদা এ তোমার একার আনন্দ ও সফলতা নয় এই সফলতা গোটা বাংলা ভাষীদের। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। তোমার এই শরীর নিয়ে সাহসিকতার সাথে তুমি যে কি বড় একটা কাজ করেছে তার জন্য শুধু প্রশংসা যথেষ্ট নয়। আমি ভাষাহীন।শুধু প্রার্থনা ভাল থেক কারন তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল । আবার অভিনন্দন ও শুভেচ্ছা সানজিদা

      ReplyDelete
    5. তুমি যে কি বড় একটা কাজ করেছে তার জন্য শুধু প্রশংসা যথেষ্ট নয়। আমিও ভাষাহীন।শুধু প্রার্থনা ভাল থেক কার আবার অভিনন্দন ও শুভেচ্ছা

      ReplyDelete
    6. সেদিন আমিও তোমাকে কোন সাহায্য করতে পারিনি তুমি প্রকাশকদের ওপর রাগ করে এই সংগ্রশালা তৈরি করলে। আমিও বলেছিলাম তুমি পারবে না, তুমি আমাকে ভুল প্রমানিত করলে ।হারতে যে এত আনন্দ কি করে বোঝাবো।অনেক শুভ কামনা আর স্নেহাশিস।

      ReplyDelete
    7. আজ আলোকরেখা ১,০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। যদিওএর জন্ম হয়েছিল একটি ছোট্ট পরিসরে এখন কিন্তু আর ফাঁকি দেওয়া চলবে না , আর অনেক ভাল ভাল লেখা চাই । কবি সুনিকেত চৌধুরী ও আনিনা তাহিন নেভিলা কবিতা নিয়মিত চাই চাই ,অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।

      ReplyDelete
    8. চোখের ক্ষুধায় দেখে মনে হয় সুস্বাদু এমন খাবার প্লেটে বেশী করে তুলে নিয়ে প্রথম একটু মুখে দিয়ে বিপাকে পড়েছেন এরকম ঘটনা তো প্রায় সবার অভিজ্ঞতায়ই আছে ! বার বার এরকম অবস্থার সম্মুখীন হলে বিতৃষ্ণা আসবে এবং নিরাশ হবেন সেটা নিতান্ত স্বাভাবিক! বর্তমান সময়ের এই সামাজিক যোগযোগের মাধ্যমগুলো ক্রমান্বয়ে অসহনীয় হয়ে ওঠার ফলে বিতৃষ্ণা আর হতাশা যখন চরম আকার ধারণ করতে যাচ্ছিলো সে সময়টাতে সনজীদা রুমীর "আলোকরেখা" এক টুকরো নির্মল বাতাস! আমরা আপনার পেছনে আছি ! আমাদের আশা আরো অ - নে - ক তৃষ্ণার্ত মন খুঁজে পাবে তাদের নির্মল আকাশ আর বুক ভরে নেবার একটুখানি বিশুদ্ধ বাতাস আলোকরেখার মাঝে !

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ