আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তোমাকে জানি বলে ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তোমাকে জানি বলে !




    তোমাকে জানি বলে !
    - সুনিকেত চৌধুরী 

    তোমাকে জানি বলে আমি প্রকৃতিকে জানি, চিনি,
    আর কালকের দিন আরেকটা দিন             
    এই আশায় নিদ্রা যেতে পারি ঘুম পরীদের সাথে

    স্বপ্নপুরীর রাজকন্যার মতো !

    তোমার কণ্ঠে আমার নাম শুনি বলেই কর্ণ কুহর
    এখনো সুরের মূর্ছনা শুনতে পায় 
    দেখতে পায় আমার চোখ পৃথিবীর তাবৎ রংধনু রং
    আর পারে চোখ ভাসিয়ে কাঁদতেও!
    তোমাকে ছুঁয়েই তো আমি গুনি 
    হৃদয়ের কম্পন - ষাট থেকে একশ' !
    এই তুমি সেই তুমি আদিগন্ত ছড়িয়ে থাকো,
    বাতাসে যেমন অক্সিজেন! 
    আলো জ্বলা সন্ধ্যাবেলা তোমার ধ্যানে মগ্ন হতে ভালো লাগে,
    ভালো লাগে তোমায় পেতে 
    ব্যস্ত দিনের শেষে অবশেষে

    নিজের অস্তিত্বে ফেরা ক্লান্ত পাখীর মত ! 






    http://www.alokrekha.com

    10 comments:

    1. হঠাত আলক রেখা তার পাঠকদের উপর এত সদয় হোল । কয়েকদিনের মধ্যেই আবার সুকিকেত চৌধুরীর নতুন কবিতা ? জয় গুরু !

      ReplyDelete
    2. আমাদের প্রতি রবিবার কবিতার আসব ' বসে! দেশি বিদেশী বাংল বা ইংরেজী| আমাদের আজকের কবিতা ' তোমাকে জানি বলে কবি সুনিকেত চৌধুরী! কবিতার ভাব বিশ্লেষনে গেলাম না কারন সবাই কবিতার ভাব ভাষা সব ডাইসেক্ট করে এই সিদ্ধান্তে উপনিত হয়েছে এই কবিতাটা পড়ুয়ার নিযমনুযায়ী এই কবিতাটা এই সপ্তাহের শ্রেষ্ঠ কবিতায় ভুষিত হোয়েছে! আমরা ছোট আমাদের পরিসর ছোট কিন্তু আমাদের লক্ষ্য বড় !অভিনন্দন কবিকে পড়ুয়ার পক্ষ থেকে

      ReplyDelete
    3. কদিন আলোকরেখার যাওয়া হয় নাই বাস্ততোয়| আজ দেখলাম যেতেই আমি আমার প্রিয় কবির কবিতা | কবি যে এত রমন্টিক তা জানা ছিল না ভালবাসা কবি

      ReplyDelete
    4. কবি যে রোমান্টিক জানতাম না! দারুণ কবি !দারুণ কবিতা !দারুণ শব্দ !দারুন ভাব !দারুন ভাষা! দারুণ! দারুণ !দারুণ! দারুন! দারুন!!!!

      ReplyDelete
    5. তোমাকে জানি বলে ! কবি সুনিকেত চৌধুরীর কবিতা এত রোমান্টিক ,আমার খুব ভালো লেগেছে। কবির জন্য অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    6. সত্যিই কি এমন করে কেউ ভাবে ? না। এ খালি কবির কল্পনাতেই হয়। হয় কবির কবিতায় আর তাই "তোমাকে জানি বলে ই থাকেন।"

      ReplyDelete
    7. একবার এই ভালোবাসা যদি পেতাম কি দারুন হত ,অপেক্ষায় থাকি কেউ যদি বলে "তোমাকে জানি বলে ই, শুভেচ্ছা কবি সুনিকেত

      ReplyDelete
    8. অন্তমা আপনি বসে আছে কেউ যদি আপনাকে বলতো --তোমাকে জানি বলে ! আর আমি যদি এমন কেউকে পেতাম যাকে আমি বলতে পারতাম তোমাকে জানি বলে !

      ReplyDelete
    9. আলোকরেখায় লিখতে লিখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। কবি সুনিকেত চৌধুরীর কবিতা পাই না কেন ? অধীর অপেক্ষায় আছি। আলোকরেখার এই ব্যাপারে কেন এত উদাসীন ? আমাদের দাবি কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশিত না হলে আমরা আলোকরেখা ত্যাগ করবো।

      ReplyDelete
    10. আমাদেরও দাবি কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশিত না হলে আমরাও আলোকরেখা ত্যাগ করবো। কবি সুনিকেত চৌধুরীর কবিতা অনেক ভালোবাসি ! তাঁর কবিতার কারণেই কিন্তু আলোকরেখার এত পাঠক।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ