আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও প্রিয় পাঠকবৃন্দ দুঃখিত ও ক্ষমা প্রার্থী। । ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    প্রিয় পাঠকবৃন্দ দুঃখিত ও ক্ষমা প্রার্থী। ।

    প্রিয় পাঠকবৃন্দ,

    আপনাদের অনিচ্ছাকৃত সাময়িক অসুবিধার জন্য "আলোকরেখা " পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি আপনাদের অবগতির  জন্য একটি প্রজ্ঞপ্তি  দিয়েছিলাম।সেখানে উল্লেখ ছিল "আজ সকাল থেকেই "আলোকরেখা"কে হ্যাক করে অচল করে দেয়া হয়েছিল। আমাদের কারিগরী সাহায্যদাতা ভিন দেশ থেকে আমাদের জানালেন এই কানাডায় বাঙালী  পাড়ায় অবস্থিত হ্যাকারের  আর আই পি এড্রেস যেখান থেকে "আলোকরেখা" ওপর আক্রমণ চালানো হয়েছে! ! এই লেখার মাধ্যমে আমি তাদেরকে  সতর্ক করে দিতে চাই এই কাজ  যারা করেছেন তা যদি পুনরায় ঘটে তবে আমি বাধ্য হবে  তাদের সকল তথ্য দলিল নিয়ে  কানাডা সাইবার ক্রাইম -এর আশ্রয় নিতে। আজকের এই দিনে সারা বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশে আমরা যত বাঙালী আছি আমরা তোমাদের জানিয়ে দিতে চাই "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা  না!"
    আবারও আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করছিলামহ্যাকারদের কিছু বাজে ধরণের ভাইরাভ - আলোকরেখা আক্রন্ত হয়েছিল। তখন এই ভাইরাস সম্পর্ন রূপে নির্মূল করতে কিছু কিছু অংশ বন্ধ  রাখতে হয়েছিল।সে জন্য দুঃখিত। তবে আপনাদের ভালোবাসায় আলোকরেখা সম্পূর্ণ ভাইরাস মুক্ত। আমি আপনাদের ক্ষোভের সাথে একাত্মতা জ্ঞাপন করছি আরো কয়েকটি বিষয় আপনাদের  মন্তব্যে উঠে এসেছে যেমন প্রতিশ্রুত লেখা। আসলে এটাও হ্যাকিঙের কারণে।যেহেতু এটা একটা ঐতিহাসিক  নিবন্ধ তাই এর আকার কবিতার থেকে বড় নির্ভুল তথ্য দিন সন তারিখ ভিত্তিক। তাই টাইপ করা কালীন বার বার অন্য বাজে ওয়েব সাইটে নিয়ে যাচ্ছিল। নির্ভুল সত্যতা রক্ষার কারণে প্রকাশিতkora  নি।আমি হলপ করে বলতে পারি, কোন স্বাধীনতা বিরোধী চক্রের  কাজ। যারা চায় না নতুন  প্রজন্মকে সত্য ইতিহাস জানাতে। কিন্তু জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁর বাণীতে আমাদের এক অমোঘ সত্য কথা শিখিয়ে গেছেন। "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা  না!"
    তাই  আলোকরেখার কে দাবিয়ে রাখতে পারেনি।আলোকরেখা কোরো রক্ত চক্ষুর কাছে হার মানেনি। এখন থেকে আপনাদের কোন অভিযোগ করার সুযোগ দেব না। আপনাদের জন্যই আলোকরেখার জন্ম।আপনারা ভালবেসে পড়েন এই কৃতজ্ঞতা রাখার জায়গা নেই। আপনারা আছেন বলেই  আছে।  এখন থেকে আপনারা তালিকা ভুক্ত সব বিষয়ে লেখা পাবেন।        
    আবার আন্তরিক ধন্যবাদ আলোকরেখাকে   ভালবেসে উপরের দিকে উঠানোর জন্য। অলোকরেখার পাঠক সংখ্যা লক্ষের উপরে সেতো পাঠক আপনাদেরই দান। ভালো থাকবেন!ভালো থাকাটাই সব--ভাল থাকার মানে- হল জীবন্ত উৎসব। আরো বেশি বেশি করে আলোকরেখা পড়ুন মূল্যবান মন্তব্য দিন।
    ধন্যবান্তে

    সানজীদা রুমি

    (আলোকরেখার পক্ষ হতে )



    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    4 comments:

    1. আমরা ঠিক বুঝদে পারছিলুম , কোন একটা ঘটনা ঘটেছে।সন্জীদা তোমার জন্য বড্ড চিন্তায় পড়েছিলুম জানো। মানুষ মানুষের স্ত্তুর হয় ? এ কেমন ধরণের ব্যাপার বোলো তো। কলি কাল !ঘোর কলি !

      ReplyDelete
    2. আমাদের হয়তো ক্ষণিক অসুবিধা হয়েছে। কিন্তু সানজিদা রুমি আপনার উপর দিয়ে খুব ঝড় গেল। মানুষ কেনেকজনের ভালো দেখতে পারে না। যাক শেষ পর্যন্ত আলোকরেখা ঝামেলা মুক্ত হল। অনেক অভিনন্দন ,সূবর্ণ

      ReplyDelete
    3. মানুষ কেন এত কূচক্রী ! আমরার বাঙালিরা কেউ কারো ভালো দেখতে পারি না।যাই হোক শেষ পর্যন্ত আলোকরেখা মুক্ত হল। অনেক অভিনন্দন

      ReplyDelete
    4. এরকম সাহসী উদ্যোগের আমি
      প্রশংসা করি

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ