আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আজকের সন্ধ্যার সফল সভা ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আজকের সন্ধ্যার সফল সভা !

    আজকের সন্ধ্যার সফল সভা !

    - সুনিকেত চৌধুরী

    সমাজের সব'টা সমাজপতি সদ্যাগত সমুদয় সামগ্রীকে
    স্বাগত জানালেন আজকের সন্ধ্যার সফল সভায়।
    সভাপতি পরম তৃপ্তির ঢেকুর তুললেন এই বলে -
    দুঃখের দিন শেষ হলো আজ থেকে আমাদের এই মহল্লায়
    প্রাচীরের এই পাশে নগর তোরণ পেরিয়ে
    দেবদারু গাছটার ছায়া যেখানে
    সেখানে থামিয়ে দেয়া হবে যত অবিচার,
    নিরাশা বহনকারী যত গাড়ী
    নিরাপত্তা প্রহরী  ঠেকিয়ে দেবে 
    এই তল্লাটে আসে যদি বেদনা পাচারকারী!
    আলোকে করে দেয়া হবে কর মুক্ত,
    বাতাসে ভর্তুকি দেয়া হবে  অক্সিজেন। 
    জরিমানা করা হবে কারাবাসে পাঠানো হবে কান্না আর তার দলবল।
    ভালোবাসার ট্রাফিক লাইট অবমাননার শাস্তি হবে
    আদরবিহীন সহস্র রাত্রি
    অবহেলা নির্মূল অভিযান চলবে বাড়ী বাড়ী
    গাছতলার সকল বিদ্যাগৃহে
    সকল শিশুদের প্রতিদিন অবহেলা নিরোধক
    পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া হবে!
    বিকেন্দ্রীকরণ এর আওতায় আনা হবে 
    হাসি বিক্রির যত দোকান-পাট
    গানের ওপর থেকে তুলে নেয়া হবে সকল নিষেধাজ্ঞা!

     http://www.alokrekha.com

    13 comments:

    1. কবি সুনিকেত সত্যি একজন প্রতিভাবান কবি। কি চমৎকার লেখা। কবিতায় এমনটি খুব কমই লেখা যায়। আশা বাদের বিষয় দারুন উপমার ব্যবহার এই কবিতার মাধুর্য্য। অনেক ভালো থাকুন। ভালো লিখুন। আমার শুভাশীষ রইল।

      ReplyDelete
    2. Gabrial Rozario ,Sutrapur , DhakaMay 17, 2017 at 11:10 PM

      কেবল ভাবছিলাম কবি শুনিকেটের আর একটা কবিতা কখন আসবে , বলতে বলতে এসে গেল আর একটি অপূর্ব সৃষ্টি "আজকের সন্ধ্যার সফল সভা" , কবিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ

      ReplyDelete
    3. Mehjabeen Shigufta ChowdhuryMay 17, 2017 at 11:31 PM

      "আজকের সন্ধ্যার সফল সভা" , কি অদ্ভুত কথামালা , মন জুড়িয়ে গেল। কবিকে অভিনন্দন। থামবেন্না যেন , খুব শিগ্গিরি ধেকতে চাই আর একটি কবিতা

      ReplyDelete
    4. নাঈম নোমানMay 17, 2017 at 11:44 PM

      আমি সকালেই উঠেই পত্রিকাগুলোর উপর চোখ বুলাই পেশাগত কারণে আর অনলাইন এ কোথায় কে কি লিখছে দেশি নাসাগর কারণে। আলোকরেখা এখন দ্বিতীয় চলে এসেছে। আজকের লেখাটা দারুন। আমি কবি সুনিকেত চৌধুরীকে সাধুবাদ জানাই সময়োযোগী ও অত্যন্ত আশা ব্যক্ত লেখার জন্য। আমরা বিশেষ করে তরুণ সমাজ হতাশায় ডুবে যাচ্ছে। সত্যি যদি এমনটি করা যেত। অনেক উপকৃত হতাম। আমি কবিতা বুঝি না কবির কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়ে কথা বলা আমার জন্য ধৃষ্টতা হবে। অনেক শুভকামনা।

      ReplyDelete
    5. কবি শুনিকেতের "আজকের সন্ধ্যার সফল সভা" , কবিতাটি এত জলন্ত পড়লে মনে হয় আমিও যেন সেই সন্ধ্যার সভায় ছিলাম। চমত্কার। কবিকে ধন্যবাদ।

      ReplyDelete
    6. প্রতিভাবান কবি সুনিকেত চৌধুরীর চমৎকার লেখা কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় আশাবাদ দারুন! সময়োযোগী বিষয় উপমার ব্যবহার এই কবিতার সৌন্দর্য্য। আমি কবি সুনিকেত কে সাধুবাদ জানাই আশা ব্যক্ত লেখার জন্য। আমরা তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমনটি করা যেত তাহলে অন্য পথ ধরতে হত না। এতো কবিতা!স্বপ্ন! তাও কবি কে জানাই সাধুনাদ ও শুচ্ছে এমন করে ভাবার জন্য।

      ReplyDelete
    7. আজ দিনটা ভালো যাবে। সকাল সকাল কবি শুনিকেতের চমত্কার কবিতা "আজকের সন্ধ্যার সফল সভা" পড়লাম। এমন আশাবাদী কবিতা দিয়ে দিনটা শুরু করতে পারলাম বলে কবিকে ধন্যবাদ

      ReplyDelete
    8. পাঠকসমাবেশ, আজিজ মার্কেটMay 18, 2017 at 12:17 AM

      কবি সুনিকেত চৌধুরীর চমৎকার কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় দারুন প্রত্যাশা ! কবিকে সাধুবাদ জানাই প্যানপ্যান প্রেম কবিতা নয় -আজকের সমস্যা নিয়ে লিখেছেন। তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমন ব্যবস্থা থাকতো। আজীবন কবি বা সাহিত্যিকরা লিখেছে আর বৈজ্ঞানিকরা তা সম্ভব করেছেন। অনেক আশায় বুক বাঁধলাম কবির কবিতায়। এ যেন শুধু কবিতা ! অলীক স্বপ্ন ! না থাকে। একদিন এ সভা বসবে।

      ReplyDelete
    9. মৃদুলা চক্রবর্তীMay 18, 2017 at 12:24 AM

      কবি সুনিকেত চৌধুরীর অতি চমৎকার কবিতাখানি । কি দারুন প্রত্যাশা কবিতায়! আজগের সমস্যা তাই শুধু হতাশায়। সত্যি যদি এমন সভা হট কি ভালোই না হত। তবুও ভালো লাগচে- অনেক আশা কবির কবিতায়। এ যেন শুধু কবিতা পৃথিবীকে বদলে দেবে তাগিদ ! বড্ড ভালো ! ভাল থাকবেন ! অনেক শুভ কামনা !

      ReplyDelete
    10. কবি শুনিকেতের চমত্কার অপূর্ব কবিতা "আজকের সন্ধ্যার সফল সভা" আমাদের মতো যুবকদের মনে নুতন আশার আলো যোগাবে। এমন লেখা আলোকরেখাকে আলোকিত করে, কবিকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

      ReplyDelete
    11. আজকের সন্ধ্যার সফল সভা কবিতাটি আমাদের মনে জাগায় নুতন আসার আলো. এই বিষণ্ণতার জগতে এমন ইতিবাচক কবিতা বিরল , তাই কবিকে জানাই ধন্যবাদ আর অভিনন্দন

      ReplyDelete
    12. কবি সুনিকেত চৌধুরীর চমৎকার কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় দারুন প্রত্যাশা ! কবিকে সাধুবাদ জানাই! আজকের সমস্যা নিয়ে লিখেছেন। তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমন ব্যবস্থা থাকতো। অনেক আশায় বুক বাঁধলাম কবির কবিতায়।এ যেন শুধু কবিতা ! একদিন এ সভা বসবে। ”

      ReplyDelete
    13. " অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
      দেব তোমার এবারের জন্মদিনে !" কবি আমাকে চিন্তায় ফেলে দিলেন। ভাবছি কি দেব আমি আমার প্রমিকে। অপরূপ ভাবনা ,চমৎকার ভাষায় প্রকাশের জন্য কবি সুনিকেটকে অনেক আর ধন্যবাদ। আগামী কবিতার আশায় রইলাম


      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ