আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও বেঁচে আছি স্বপ্নমানুষ --মহাদেব সাহার ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    বেঁচে আছি স্বপ্নমানুষ --মহাদেব সাহার









    বেঁচে আছি স্বপ্নমানুষ 

    মহাদেব সাহার

    আমি হয়তো কোনোদিন কারো বুকে
    জাগাতে পারিনি ভালোবাসা,
    ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের
    শিকড়ের একটু জল-
    ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল
    আমি তাই অন্যের বন্ধু বলেছি;
    আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না,
    বন্ধু ছিলো না,
    ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না,
    আমি ভাসমান শ্যাওলা ছিলাম,
    শুধু স্বপ্ন ছিলাম;
    কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে
    এভাবে প্রেমিকা ভেবে,
    কারো সুখকে এভাবে বুকের মধ্যে
    নিজের অনন্ত সুখ ভেবে,
    আমি আজো বেঁচে আছি স্বপ্নমানুষ।

    তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের
    সকল প্রেম
    আমি সারি সারি চারাগাছের মতন আমার বুকে
    রোপণ করেছি,
    একাকী সেই প্রেমের শিকড়ে আমি
    ঢেলেছি অজস্র জলধারা।
    সকলের বুকের মধ্যেই একেকজন নারী আছে,
    প্রেম আছে,
    নিসর্গ-সৌন্দর্য আছে,
    অশ্রুবিন্দু আছে
    আমি সেই অশ্রু, প্রেম, নারী স্বপ্নের জন্যে
    দীর্ঘ রাত্রি একা জেগে আছি;
    সকলের বুকের মধ্যে যেসব শহরতলী আছে,
    সমুদ্রবন্দর আছে
    সাঁকো সুড়ঙ্গ আছে, ঘরবাড়ি
    আছে
    একেকটি প্রেমিকা আছে, প্রিয় বন্ধু আছে,
    ভালোবাসার প্রিয় মুখ আছে
    ভালোবাসার প্রিয় মুখ আছে
    সকলের বুকের মধ্যে স্বপ্নের সমুদ্রপোত আছে,
    অপার্থিব ডালপালা আছে
    আমি সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বপ্ন
    সেই রূপকথার
    জীবন্তমানুষ হয়ে আছি;
    আমি সেই স্বপ্নকথা হয়ে আছি, তোমাদের
    প্রেম হয়ে আছি,
    তোমাদের স্বপ্নের মধ্যে ভালোবাসা হয়ে আছি
    আমি হয়ে আছি সেই রূপকথার স্বপ্নমানুষ। 

     http://www.alokrekha.com

    5 comments:

    1. বাসন্তী গুহJuly 21, 2017 at 3:37 PM

      স্বনাম ধন্য কবি মহাদেব সাহার আলকরেখায় প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

      ReplyDelete
    2. দাউদ রহমানJuly 21, 2017 at 4:04 PM

      আলকরেখা প্রধান প্রতিপাদ্য এটা একটি সংগ্রহশালা। কবিতা পেয়ে তাই প্রমানিত। আলকরেখা এই উদ্যগ প্রশংসনীয় ।

      ReplyDelete
    3. দাদা অসম্ভব ভাললাগা সহজিয়া একটি কবিতা
      মন ছুঁয়ে গেলো

      ReplyDelete
    4. কবিতা রায়July 21, 2017 at 4:43 PM

      খুব ভাল লাগার কবিতা।কবি মহাদেব সাহার! প্রেমের কবি প্রানের কবি। আলকরেখাকে অনেক ধন্যবাদ!

      ReplyDelete
    5. অনুপ সেনJuly 21, 2017 at 7:47 PM

      আলকরেখার কাছে আবেদন যেন কবি মহাদেব সাহার ও অন্য কবিদের লেখা প্রকাশ করে।যাতে বহু জায়গায় না ঘুরে এক জায়গায় পাই!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ