আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তোমার দুর্গা আমার দুর্গা – সুব্রত পাল ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তোমার দুর্গা আমার দুর্গা – সুব্রত পাল

    তোমার দুর্গা আমার দুর্গা  সুব্রত পাল




    তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়
    আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়।
    তোমার দুর্গা অকালবোধন একশো আটটা ফুল
    আমার দুর্গা দূর থেকে দ্যাখে খিচুড়ির ইস্কুল।




    তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার
    আমার দুর্গা ঘর দোর ভাসা বাঁধ ভাঙা বন্যার।
    তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মা বাড়িতেই
    আমার দুর্গা মা কোলে পিঠেবাবার খবর নেই।




    তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে

    আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে।

    তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার

    আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার।



    তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে

    আমার দুর্গা চা বানাচ্ছে, তিন রাস্তার মোড়ে।
    তোমার দুর্গা বহুজাতিকের বহুজনহিতায়চ
    আমার দুর্গা কালকে যেমন, আজো তথৈব



    তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে

    আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে।

    তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাম্ কুড় কুড় ঢাকে

    আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে।




    তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়
    আমার দুর্গা দিন আনাআনি কিছু নেই সঞ্চয়।

    তোমার দুর্গা কুলকুল নদী, স্নেহের প্রথম পাঠ

    আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ।



    তোমার দুর্গা অস্ত্র শানায় সিংহবাহিনী রূপ

    আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক, নিশ্চুপ।

    তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে

    আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে।




    আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে ?

    আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে !!

    তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো
    আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারেই কুঁজো।



     http://www.alokrekha.com

    4 comments:

    1. মেঘনা গুহOctober 1, 2017 at 4:04 PM

      সুব্রত পালের- তোমার দুর্গা আমার দুর্গা –পড়ে চোখ খুলে গেল।কি দারুন তুলনা তোমার আমার দুর্গার উপমা। ছবিসহ আরও প্রতীত হয় এই ব্যবধান এই অনুরূপতা, উপমিতি।অনেক অনেক ধন্যবাদ আলকরেখাকে এই আজকের দিনে এই কবিতা প্রকাশ করার জন্য ।

      ReplyDelete
    2. মিথিলা আহমেদOctober 1, 2017 at 4:10 PM

      তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে
      আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে।
      তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার
      আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার।কি দারুন তুলনা

      ReplyDelete
    3. আনিসুল হকOctober 1, 2017 at 11:14 PM

      দারুন!! হৃদয় নিংড়ানো কথা। এতো সুন্দর কবিতা- যা মোটেও সহজ লভ্য নয় কিন্তু কি সত্য সাবলীল। ধন্য কবি ! আর ধন্যবাদ আলোকরেখাকে এমন একটা মর্মস্পর্শী কবিতা প্রকাশ করার জন্য। তাইতো আলোকরেখা আমাদের সবার এতো প্রিয়। এখানে মেটে প্রজ্ঞা আর জ্ঞানের আসনা।

      ReplyDelete
    4. মিনারা রোজিOctober 1, 2017 at 11:29 PM

      নিদারুন হৃদয় মর্মস্পর্শী কবিতা। আর আলোকরেখা ছবিসহ উপস্থাপনা করে আরো হৃদয়গ্রাহী ও জীবন্ত করে তুলেছে। এ যেন জীবন্ত ছায়াছবি ! ধন্যবাদ আলোকরেখা আর ধন্য আমরা আলোকরেখার পাঠক ভক্ত !আলোকরেখা আমাদের সবার প্রিয়। আনিসুল হক-এর ভাষায় বলতে চাই "এখানে মেটে প্রজ্ঞা আর জ্ঞানের আসনা। "

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ