আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সদ্যজাত একটি কবিতা ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সদ্যজাত একটি কবিতা !

    সদ্যজাত একটি কবিতা !
    সুনিকেত চৌধুরী।

    তোমাকে সংজ্ঞায়িত করে সীমাবদ্ধতার আধারে
    আগলে রাখার বাসনাটা তীব্রতর একটা অশনি সংকেতের মত
    তাড়িত করেছিল যেদিন, আমি হারিয়েছি তোমাকে সেদিন!
    আকাশটা তো নীলই ছিলো,গাঙচিলেরা উড্ডীয়মান
    মেঘেদের ছিলোনা কোন তাড়া তাড়াহুড়ো কোথাও যাবার।
    সস্তাদরের দস্তরখান বিছিয়ে ধ্যানমগ্ন হবার ব্যর্থ চেষ্টা
    মাদুলীর মন্ত্র মোল্লাবাড়ীর মহার্ঘ ভাতা উজাড় হয়েছিলো সব -
    তবুও ফেরোনি তুমি! সেই থেকে গণনা শুরু মুহূর্ত, মধ্যাহ্ন
    আর মন্বন্তরের। মাথার ভেতরে শব্দাবলী সংকেত দেয়
    দুর্যোগপূর্ণ আবহাওয়ার - বুকের ভেতরে বয়ে চলে শীতলক্ষ্যা!
    "আমি ভালোবাসা" এই জপ এই তপস্যা এই মগ্নতা
    উচ্চারিত মন্দিরে মন্দিরে সেই থেকে
    সেই দুপুরের রোদ্দুর পেরিয়ে সোনামাখা সন্ধ্যার শুরুতে।

     http://www.alokrekha.com

    8 comments:

    1. সমীরণ চ্যাটার্জিJanuary 19, 2018 at 6:09 PM

      কবি সুনিকেতের লেখা বহুদিন পর পড়ে এটাই প্রতীয়মান যে তিনি সত্যি একজন প্রেমের কবি। তার লেখা কবিতায় প্রতিটি শব্দ হৃদয়ে কড়া নাড়ে।কবি অনেক অনেক ভালবাসা ! আশা করি আর অন্তর্ধান হবেন না। নিয়মিত লেখা পাবো। ভাল থাকবেন !

      ReplyDelete
    2. আতিকুর রহমানJanuary 19, 2018 at 7:17 PM

      প্রাণ জুড়িয়ে গেল ভ্যালবাসার আরেক রূপ দেখে -এক কথায় অপূর্ব

      ReplyDelete
    3. মহুয়া রায়January 19, 2018 at 7:28 PM

      প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতাটা পড়ে মনটা ভরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা কি করে লেখেন কবি এমন কবিতা ? অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।আশা করি আলকরেখায় নিয়মিত লেখা পাবো। ভাল থাকবেন !

      ReplyDelete
    4. প্রেমা বাগচিJanuary 19, 2018 at 7:53 PM

      কবি সুনিকেত চৌধুরীর লেখা আমার বরাবরই ভালো লাগে। বহুদিন পর কবিতা পেলাম। "এতদিন কোথায় ছিলেন"..এই কবিতায়' দৃঢ় বক্তব্য আর শব্দ দিয়ে ভাবার প্রয়োগ। প্রাণকাড়া ভাব।,দারুন কবিতা ,অনেক শুভেচ্ছা কবি !”

      ReplyDelete
    5. সুব্রত পালJanuary 19, 2018 at 9:11 PM

      চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    6. ভালো লাগলো অনেক ভালো
      কোথায় যেন হারানো বিষন্নতা সানাই বাজালো

      ReplyDelete
    7. মোহন সিরাজীJanuary 19, 2018 at 9:55 PM

      কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা শুধু নয় ভালবাসার এক জোরাল বক্তব্য আছে । ভালবাসা মানে কেবল আগলে রাখা নয় আঁকড়ে ধরা নয় ।ভালবাসা জপ আরতি করা ।

      ReplyDelete
    8. বরাবর-ই কবি সুনিকেত চৌধুরীর কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবা,জ্ঞান, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । তাই অতি অল্প সময়েই তাঁর কবিতা জনপ্রিয়তা লাভ করে। অনেক ধন্যবাদ ও ভালোবাসা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ