আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও বসন্ত বন্দনা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    বসন্ত বন্দনা















    বসন্ত বন্দনা
     – নির্মলেন্দু গুণ

    হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে,
    হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
    বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি
    তবুও ফুটেছে জবা,—দূরন্ত শিমুল গাছে গাছে,
    তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।

    এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরন,
    মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে
    অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে, মৃত্তিকার বুকে
    নিমজ্জিত হতে চায়। হায় কি আনন্দ জাগানিয়া।

    এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ,
    যতই এড়াতে চাই তাকে, দেখি সে অনতিক্রম্য।
    বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্যখানি
    নবীন পল্লবে, ফুলে ফুলে। বুঝি আমাকেও শেষে
    গিলেছে খল-নারী আপাদমস্তক ভালোবেসে।

    আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরূপ তাহার,
    সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার।


    http://www.alokrekha.com

    1 comments:

    1. "এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ,
      যতই এড়াতে চাই তাকে, দেখি সে অনতিক্রম্য"- অসাধারন এই প্রকাশ ! প্রকৃতির মন ভোলানো রুপ, বাতাসের উদাসী আহ্বান- আপাদমস্তক ভালোবেসে বুঝি আমাকেও শেষে গিলেছে! আয়রে বসন্ত ...!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ