আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অসমাপ্ত ইকারুস............ ঈশাত আরা মেরুনা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অসমাপ্ত ইকারুস............ ঈশাত আরা মেরুনা

    অসমাপ্ত ইকারুস

    ঈশাত আরা মেরুনা



    এমন বহুদিন গেছে
    আকাশে কোন মেঘ করেনি
    না চাইতেই জলের মতো
    টুপটাপ ভিজিয়েছে জলপ্রপাত শব্দেরা।
    আদর খুঁটে পায়রা ঠোঁট
    ডানায় করে উড়ে নিয়ে এসে
    বসেছে কাঁধে
    রেখে গেছে অসহ্য পরশ।

    এমন অনেক সকাল দুপুর বিকেল সন্ধ্যা
    শুভ রাত হয়েছে ভোর ভীষণ পাগলামিতে।

    কবিতা হেঁটে গিয়ে দাঁড়িয়েছে ভীরু পায়ে

    পরাণ তখন বাউল
    কন্ঠ ছেড়ে উত্তাল
    দু'লাইন গান শোনার বায়নায়
    পুঁজিবাদী কফিতে চুমুক দ্বিতীয় পেয়ালায়
    রৌদ্রছায়া ফিক
    প্রণয়চুমুক এতো বিশ্রী!
    চোখ কটমট
    কখনো পাতাল ট্রেনে ভুঁইফোড় জমিদারের মতো
    দাহকাল ঢেকে বিভোর আগামী
    মগ্ন কথকতায় গন্তব্য ভুলে
    চলে আসে পরের স্টেশন...
    যৌথ গল্প ফণা তোলে।

    আলো হাতড়ে বেড়ানো চোখ,
    তাকিয়ে থাকতে থাকতে
    ক্রমশঃ
    একটি ছোট বিন্দুতে মেলে দৃষ্টি।
    নাকি মন!

    আকুলি-বিকুলি ছুট বরাদ্দ সীমানা ছেড়ে;
    সুতীব্র উচ্ছ্বাসে
    আহ্লাদিত পিছু পিছু!

    কী এক সম্মোহনে তাড়িয়ে নিয়ে যায় ---
    ধরতে গেলেই আলো নেই!

    আহা ইকারুস,
    শুধু ধরার বাসনায় নিরন্তর ভ্রমণ

    ধরতে গেলেই...

    নেই!

     http://www.alokrekha.com

    7 comments:

    1. জাহাঙ্গীর নোমানJuly 7, 2018 at 7:18 PM

      কবি ঈশাত আরা মেরুনার "অসমাপ্ত ইকারুস" অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. সালাউদ্দিন কাদেরJuly 7, 2018 at 8:42 PM

      অসমাপ্ত ইকারুস,
      ঈশাত আরা মেরুনা,
      বহুদিন পর সুন্দর এইটা ভিন্নধর্মী কবিতা পড়লাম,
      কবিকে অনেক অভিনন্দন আর সাধুবাদ

      ReplyDelete
    3. বিলকিস বেগমJuly 7, 2018 at 8:56 PM

      অসমাপ্ত ইকারুস
      অন্য ধরণের এক অব্যক্ত অনুভূতি যা সকল কিছুই বয়ান করে।
      দারুন ভাব ,চমৎকার ভাষা।
      দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। !
      আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।”

      ReplyDelete
    4. ইফ্ফাত আরা দিওয়ানJuly 7, 2018 at 9:11 PM

      অসমাপ্ত ইকারুস
      চমৎকার ভাব ,
      অসাধারণ ভাষা ,
      গভীর ভাব ,
      ভিন্ন মার্গের এক বিরল কবিতা।
      কবিকে অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    5. বাহ্ ভিন্ন মাত্রার কবিতা
      অনেক গুলো জোরালো চিত্রকল্প
      আর চিত্রকল্প হ'ল কবিতার প্রাণ
      কবিকে অনেক অভিনন্দন
      আলোকরেখার কাছে অনেক কৃতজ্ঞতা

      ReplyDelete
    6. অনুভবের গভীরতা, স্বতঃস্ফূর্ত ও সঠিক শব্দাবলীর সুবিন্যস্ত গাঁথুনী "অসমাপ্ত ইকারুস"কে বসিয়ে দিয়েছে উন্নত শ্রেণীর কবিতার সারিতে। জলপ্রপাতের মতো আপন গতিতে নেমে আসা শব্দাবলী, উপমার অভিনবত্ব ও বক্তব্যের স্পষ্টতায় কবিতাটি অনেক সুন্দর ! কবিকে অভিনন্দন!

      ReplyDelete
    7. কামরুজ্জামান হীরাJuly 8, 2018 at 3:04 PM

      কবি ঈশাত আরা মেরুনার "অসমাপ্ত ইকারুস" দারুন অনবদ্য কবিতা ! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!কবি এখানে জীবনের অপরূপ দিক অঙ্কিত করেছেন! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ