আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সম্পর্ক........... তাসরীনা শিখা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সম্পর্ক........... তাসরীনা শিখা



    সম্পর্ক
    তাসরীনা শিখা

    আজকাল কি কারনে কি ঘটে-
    কিছুই বুঝি না।
    বুকের ভেতরটা চিনচিন করে,
    কেমন যেনো একটা কষ্ট সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় ।
    কেনো এমন হয়?
    হৃদয়ের এপাশ ওপাশ
    উলট পালট করে দেখি।
    বুকের এ শাখায় সে শাখায় ঘুরে বেড়াই –
    কই কিছুতো খুঁজে পাইনা।
    তাহলে?
    তাহলে কেনো এমন হয়?
    এমন অনুভূতির জন্য এযে বড্ড অসময় ।
    সময় তো সে কবে পেড়িয়ে গেছে।
    তাহলে?
    তাহলে কি জীবনের এটাও আরেকটি অধ্যায়?
    বুকের মাঝে চিনচিন করা-
    হৃদয়টা খণ্ড বিখন্ড হয়ে যাওয়া
    ভীষণ রকম একটা কষ্টে।
    হারিয়ে যাওয়া সম্পর্ক গুলো খুঁজে বেড়াবার।
    আসলে সম্পর্ক কি কখনো হারিয়ে যায়?
    না যায় না।
    তাহলে?
    সম্পর্ক গুলো দূরে চলে যায় ,
    কথা হয় না, দেখা হয় না।
    তারপরও সম্পর্ক গুলো হৃদয়ের এক কোণে থেকেই যায় ।
    সম্পর্ক কখনো হারিয়ে যায় না।
     
    http://www.alokrekha.com

    4 comments:

    1. নবদ্বীপ স্যান্নালNovember 18, 2021 at 3:07 PM

      আলোকরেখায় নতুন কবির লেখা পেয়ে ভালো লাগলো । লেখাটা সম্পর্কের উপর। সম্পর্ক এমন একটা ব্যাপার যা আপেক্ষিক। আমার কাছে কবির ভাষায় একমত হয়ে বলতে চাই সম্পর্ক কখনো হারায় না। সম্পর্কে টানা পড়োন থাকে। কখন আড়ালে চলে যায় আবার কখনো দূরে কিন্তু সব কিছুর মাঝে সম্পর্কটা রয়েই যায়। খুব ভালো হয়েছে কবিতাটা। ভালো থাকবেন কবি আরো নতুন নতুন কবিতা উপহার দেবেন এই কামনা করি।

      ReplyDelete
    2. কামরুজ্জামান হীরাNovember 18, 2021 at 3:42 PM

      আলোকরেখায় নতুন কবির লেখা পেয়ে ভালো লাগলো ।তাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আলোকরেখা আমাদের খুব প্রাণের কাছাকাছি একে সচল দেখলে খুব ভালো লাগে। আলোকরেখা কবিতার ভান্ডার। তাই নতুন নতু কবিতা দিয়ে আশা করবো আমাদের মননকে সমৃদ্ধ করবে।

      ReplyDelete
    3. মিতালী মুখার্জিNovember 18, 2021 at 4:47 PM

      তাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সাধারণ সাবলীলভাবে তিনি তাঁর মনের প্রকাশ তুলে ধরেছেন। এমন সব কথাই আমাদের মনে উঁকি দেয় আমরা তা খুঁজে ফিরি। কবির এখানেই সৌন্দর্যের প্রকাশ। অনেক অভিনন্দন ও শুভ কামনা। মিতালী মুখার্জি

      ReplyDelete
    4. কবিতাকুঞ্জNovember 18, 2021 at 4:58 PM

      তাসরীনা শিখার সম্পর্ক কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। প্রতিদিন কয়েকবার আলোকরেখায় বিচরণ আমাদের । এখনতো প্রায়ই নতুন কোন লেখা পাইনা তাই পুরোনো গুলিই নেড়ে চেড়ে দেখা। তবুও আলোকরেখা এখন যত অনলাইন কবিতার ওয়েব সাইট আছে তার মধ্যে অন্যতম বলা যায়। আশা করি আমাদের প্রত্যাশা ভঙ্গ হবে না। নতুন কবিতা পাবো।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ