আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শুধু চাই - ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শুধু চাই - !

     শুধু চাই - !
    - সুনিকেত চৌধুরী


    স্রোতস্বীনীর স্রোতধারায় সতত ধাবমান
    আমাদের প্রতিটা দিন
    আঁচড় দিয়ে দিয়ে মনের গহীনে
    এঁকে যায় সহস্র চিত্রকল্প আর মোনালিসা মুখ !
    অমলিন হাসি, পরিশ্রান্ত চণ্ডালিকা, আর
    সবুজাভ চত্বর ! সেইসাথে থাকে
    অবাক করা এই বেঁচে থাকা !
    তাই গতকাল আমি চাই না,
    চাইনা আগামীকাল! শুধু চাই
    তোমার পাশে এই এখনের
    স্নিগ্ধ এই বিকেল!


     http://www.alokrekha.com

    8 comments:

    1. পাঠকদের অনুরোধে বিশেষ করে আদরণীয় মৃন্ময়ীর জন্য কবি সুনিকেত চৌধুরীর এই কবিতাটা প্রকাশ করলাম। আলোকরেখায় প্রিয় পাঠকদের পছন্দ অপছন্দ বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সম্মানিত পাঠক আছে তাই আলোকরাখা আছে। বিশেষ কারণ বশতঃ যখন নতুন কোন লেখা প্রকাশিত হয়নি তখন তাঁরা পুরোনো লেখা পড়ে আলোকরেখাকে উজ্জবীত রেখেছেন। তার জন্য আমি যার পর নেই কৃতজ্ঞ। সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা।

      ReplyDelete
    2. সিফাত শাহরিয়ারNovember 1, 2022 at 5:16 PM

      প্রতিদিনই প্রায় আলোকরেখা খুলে বসি। অভ্যেস বলতে পারা যায়। হতাশ হই যখন নতুন কিছু পাই না তখন খুঁটে খুঁটে পুরোনো লেখায় পড়ি। ভালো লাগে তবুও। আজ প্রিয় কবি সুনিকেত চৌধুরীর পর পর দুটো কবিতা পেয়ে আনন্দিত হলাম। খুব ভালো লাগার কবিতা। অনেক ভালোবাসা কবিকে।

      ReplyDelete
    3. দিল আফরোজ দিলুNovember 1, 2022 at 5:23 PM

      কবি সুনিকেত চৌধুরীর শুধু চাই - ! অনবদ্য এক প্রেমের কবিতা। খুব ভালো লাগলো বেশ কিছুদিন পর আলোকরেখায় কিছু প্রকাশিত হল তাও কবি সুনিকেতের কবিতা যা আমাদের আনন্দ দান করে। সত্যিই জীবনে সেইসাথে থাকে অবাক করা এই বেঁচে থাকা। প্রিয়জন পাশে থাকলে চাইনা আগামীকাল! শুধু চাই তোমার পাশে এই এখনের স্নিগ্ধ এই বিকেল তাই গতকাল আমি চাই না! অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    4. মিরানা জামানNovember 1, 2022 at 5:47 PM

      শুধু চাই - কবি সুনিকেত চৌধুরীর অনন্য কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরী আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা ব্যবহারে সুদক্ষ ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ঘটে তাঁর কবিতায়।অনেক অনেক শুভ কামনা আর অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।

      ReplyDelete
    5. কবি সুনিকেত চৌধুরীর কবিতা পড়ে খুব ভালো লাগলো পরপর দুটো কবিতা প্রকাশ করার জন্য আলোকরেখাকে অনেক ধন্যবাদ।

      ReplyDelete
    6. ডঃ অজিত গুহNovember 1, 2022 at 7:51 PM

      সুনিকেত চৌধুরীর "শুধু চাই ! অনুপম, অপ্রতিম ভালো লাগার কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরীর মত আমরাও অনুভব করি অনায়াসে গতকাল আমি চাই না,চাইনা আগামীকাল! শুধু চাই তোমার পাশে এই এখনের স্নিগ্ধ এই বিকেল! অপরূপ উপমা যা শুধুই প্রশংনীয়। শুভ কামনা।

      ReplyDelete
    7. মৃন্ময়ীNovember 2, 2022 at 3:23 AM

      সকালে আলোকরেখা খুলতেই চোখে পড়লো প্রিয়তম কবি সুনিকেতার লেখা কবিতা। মনটা আনন্দে ভরে উঠলো। আমি কবিতা প্রেমী মানুষ কবিতা পড়তে আমার ভালো লাগে তার উপর যদি হয় আমার প্রিয় কবির কবিতা তবেতো সোনায় সোহাগা। শুধু চাই - ! কবিতায় কবি জীবন ধারার ধাবমান স্রোতস্বীনীর স্রোতধারা ,জীবনের নানান অধ্যায় সত্ত্বেও আমাদের প্রতিটা দিন আঁচড় দিয়ে দিয়ে মনের গহীনে শতত কর্ম তারপরেও শুধু কবি সুনিকেতই বলতে পারেন তাই গতকাল আমি চাই না,চাইনা আগামীকাল! শুধু চাই তোমার পাশে এই এখনের স্নিগ্ধ এই বিকেল!কবিকে আমার ভালবাসা নিরন্তর। আর সানজিদা রুমি আমার মান রেখেছেন। সুন্দর মন্তব্যে আমার নাম উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ। আলোকরেখার চলার পথ সুগম হোক।

      ReplyDelete
    8. রীতা নজরুলNovember 2, 2022 at 4:22 PM

      প্রিয় কবি সুনিকেতার লেখা কবিতা শুধু চাই পড়ে মনটা আনন্দে ভরে উঠলো। অনেক ধন্যবাদ। আলোকরেখার চলার পথ সুগম হোক।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ