মায়ের আঁচল
- সুনিকেত চৌধুরী
জাগ্রত স্বত্বা তো তখন সমুদ্র
ভ্রমণের লোভে অস্বীকার
করেনি মায়ের আঁচল 
করুণার কারণিক হয়ে
দিনযাপনের তসবি হাতে
দস্তখত করেনি নিয়োগ পত্রে 
বেসুরো গানের রেকর্ড 
বেজেছে সারাদিনমান তবুও 
বলেছে "আহা!" 
করেনি বঞ্চনা প্রতিবেশীর
হৃদয়ের কৌলিন্যে বলীয়ান
আরো ক'টা অস্তিত্বের জোট 
বাঁধা গগনে 
অনির্বানের পরাকাষ্ঠা দেখিয়ে 
পথহারা পথিকের অভিনয় 
তো করেনি। 
একমুঠো স্বপ্ন আর মায়ের
ছেড়া আঁচল সম্বল করে সেই 
যে পথ চলা
সেতো শেষাবধি মিশেছিল 
বাড়ীর আঙিনায় !
কিন্তু নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো 
অতঃপর সেই যে শুরু হলো 
কাঠবেড়ালীর লাফালাফি আর 
সূর্যোদয়ের লাল গালিচায় 
ওদের বাদাম খাওয়া 
যা দেখে বিস্ময়ে আমাদের 
জেগে থাকা সারাটা সকাল
- তোমার, আমার, সকলের!
http://www.alokrekha.com

 


 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 






মায়ের আঁচল- সুনিকেত চৌধুরী অনন্য তুলনাহীন কবিতা।জীবনের যাপনের সাথে মায়ের অঞ্চল এ অতীব সত্য। কবির দারুন শব্দ শৈলী। ভাব উপমা ও গভীর স্পর্শানুভূতি দিয়ে রচিত এই কবিতা এই কবিতা ! অসাধারণ কবিতা। কবিকে অভিনন্দন।
ReplyDeleteমায়ের আঁচল- সুনিকেত চৌধুরীর লেখা বেশ কদিন পরেই পেলাম। অপ্রতিম কবিতা। মায়ের আঁচলে জীবন বাঁধা কবিতায় ।শব্দ ভাব উপমা ও গভীর অপূর্বস্পর্শানুভূতি নিয়েই কবিতা অসাধারণ । কবিকে শুভেচ্ছা
ReplyDeleteসুনিকেত চৌধুরীর-মায়ের আঁচল বরাবরের মতই অসাধারণ কবিতা। একমুঠো স্বপ্ন আর মায়ের ছেড়া আঁচল সম্বল করে সেই যে পথ চলা সেতো শেষা বধি মিশেছিল
ReplyDeleteবাড়ীর আঙিনায় -এই চরণগুলো জীবনের অতীব সুচারু রূপে প্রতিবিম্বিত। একটা ভালো লাগার কবিতা। কবিকে শুভেচ্ছা ও আলোকরেখাকে ধন্যবাদ।
বেশ কিছূদিন নতুন লেখা পাইনা ! অগত্যা চর্বিত চর্বণ করছি! আশা করি শিঘ্রই নতুন কিছু পাবো! অপেক্ষায় রইলাম !
ReplyDelete