"কাট"!!!!
- আশরাফ আলী 
এফডিসির তাবৎ চিত্রপরিচালকদের কাছে গিয়ে
আজ আমার একটি কথা জানতে ইচ্ছে করছে - 
আপনার সবাই মিলে একযোগে "কাট " বলে দিলেই তো 
আপনাদের সবাইকে শুধাতো "শট টা ভালো হয়েছে তো?
নাকি আরেকটা নেবেন?" 
তাঁর চিরায়ত সত্যের কাছাকাছি অভিনয়ে 
মায়ের চরিত্রে আয়েশা আখতার এর কান্না থামাতে  
যেমন দিয়েছিলো বাড়িয়ে সে তার নিজের রুমাল 
আপনাদের "কাট" শুনে চোখ মেলে উঠে দাঁড়িয়ে নায়ক রাজ
তো তাহলে থামিয়ে দিতো আমাদের সবাইর কান্না! 
বাবুল চৌধুরীর মত আপনারাও তখন সহকারীদের বলে উঠ্তেন 
"এর পরের শট টা এখান থেকে নাও, মাহফুজ!" 
আমরা তখন আর শোক বার্তা কে দিলো কে দিলো না 
তা নিয়ে ঝগড়া না করে মেকআপ ম্যানকে তাড়া দিতাম 
পরের শট এর প্রস্তুতিতে !    
টরন্টো 
২২শে আগস্ট ২০১৭
http://www.alokrekha.com

 


 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







আশরাফ আলী "কাট"!!!! সুন্দর অভিব্যাক্তি ! স্বল্প কথায় একজন নায়করাজকে প্রকাশ করার সত্যিই নন্দিত।কবি আশরাফ আলীর লেখায় এই গুনটি
ReplyDeleteবিরাজমান।
খুব কাছের মানুস না হলে এই সব কথা লেখা যায় না। আশরাফ চৌধুরীর "কাট ! কবিতাটা পড়লেই বঝা যায় উনি খুব কাছ থেকে নায়ক রাজকে দেখেছেন। এভাবেই কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন চেনা অজানা সকল মানুসের মাঝে।
ReplyDelete