সানজিদা রুমি 
বহু
দূরে বাজে 
একাকিনী
বাঁশী করূণ এক সুরে-
 চাঁদের কণার চষক হাতে দাড়িয়ে দিনরাত
 পদধূলিতে
খেয়ালী পাখিদের
অপেক্ষার
ভোরে।
হারিয়ে
ফেলেছি সোনালী সে দিন
তোমার  প্রিয়
মুখ,
মনেতে  গচ্ছিত
কত কথা আজ,
বুকের
মাঝেতে আগলিয়ে রেখে 
বাড়িয়েছি
শুধু দুখ ।
শীতের
নরম ওম ভরা ভোরে
মনে পড়ে যায়
রেখেছি জমিয়ে বুকের গহীনে 
স্বর্ণালী
স্মৃতি -
দুজনে
মিলে কত যে খেলেছি
একাকী
খেলার সাথী।
বালুকাবেলায়
দূরের পথে 
তাকিয়ে
অনুক্ষণ-
উত্তপ্ত  বিগলিত
বেদনার স্ফুলিঙ্গ দেখে
কেঁদে
উঠেছিল মমতায় 
এক
পথিক মন ।
মরন্ত
মত্তপ্রায় ডুবন্ত মানুষ এবং পৃথিবীর
ধুলোতে  ক্রমশই
হারিয়ে যাচ্ছে বিভ্রম
আনন্দ-যজ্ঞের স্বর্গবেশ্যালয়ে--
সকল
অন্ধকার- পা’র নূপুর হারানো
আক্ষেপ,
অর্ধ-উলঙ্গ এই পৃথিবীর নৃত্যের
তুফান,
আকাশে-পাতালে অচেনা আলোয়ে।
কোটি
বছর পুরনো সেই ক্ষতবিক্ষত উঠানে,
আজও
ফেরে তোমায় ,
ভাবনার
দোলনায় বিস্ময়-বিভোর একলা পথিক
কারণে-অকারণে।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com


লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ