ঘোষণা
!
- সুনিকেত
চৌধুরী।
অবাক
বিস্ময়ে তাকিয়ে দেখলাম এক দুর্দান্ত সাহসিক
পদক্ষেপ নিয়েছে আমার বন্ধু ! অনেক দিনের আগের বৃষ্টিস্নাত দিনের কদম ফুলের মৌ মৌ গন্ধ
আর কাজলের গভীর নিমগ্নতায় একদা আলোকিত হয়েছিলো যে ভুবন সেই
সেখানে বন্দী থেকে নিশিদিন নিরানন্দে কাটিয়েছে আমার একান্ত কাছের হৃদয়ের উষ্ণতার কাছাকাছি একটা নগরের অধিবাসী সেই আত্মা এই গতকাল অবধি।
আজ
কাজের শেষে নিজের কাছে ফিরে এসে হঠাৎ করে দেখি খান খান ঘর-দোর ! উদ্ভাসিত
আলোক বন্যায় প্লাবিত চৌহদ্দি ! অবাক বিস্ময়ে চেয়ে দেখি পাটভাঙ্গা পোশাকের বিসর্জন দিয়ে চারপাশে হৃদয় পিদিমের স্নিগ্ধ আলোয় চেয়ে আছে পৃথিবীর দিকে বন্ধু আমার ! দিগন্তের দিকে যেন চেয়ে আছে তার চোখ, একেবারে খাঁটি আর মেলে ধরা
হৃদয়ের ধ্যানমগ্নতায় কি
অপূর্ব সৌন্দর্য্যের বন্যায় সয়লাব চারদিক ! সয়লাব আমিও!
বন্ধু
আমার! তোমার এই অনুচ্চারিত ঘোষণার
অপেক্ষায়ই ছিলাম এতদিন ! আমি এখন জানি তোমার সজীবতায় আশ্রয় নেবে তোমার চারপাশের সকল তৃষিত হৃদয় আর সেদিনের সেই
দম্ভিত যুবক !
http://www.alokrekha.com
এই লেখায় লেখক লেখায় এক অভিনব ভাবে নিজেকে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়। প্রতিটি শব্দ ভাষায় ফুটে উঠেছে সুনিপুন কারুকার্য। ভিন্ন ধর্মী এক লেখা গতানুগতিক নয় এখানেই লেখকের সার্থকতা।
ReplyDeleteএতদিন কবি হিসাবেই সুনিকেত চৌধুরীকে জেনেছি । "ঘোষণা" লেখার মাধ্যমে তার এই প্রতিভার প্রকাশ । একজন গুণী লেখক তার লেখার মান সর্বক্ষেত্রে সমান পারদর্শী। লেখক ও কবি সুনিকেতকে আন্তরিক শুভেচ্ছা।
ReplyDelete"ঘোষণা" লেখনীর জন্য সুনিকেত চৌধুরীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা পাট পাট জীবনের রুদ্ধ দ্বারে নিজেকে আবদ্ধ রাখি নিশিদিন। রাখি বৃষ্টিস্নাত দিনের কদম ফুলের মৌ মৌ গন্ধ আর কাজলের গভীর নিমগ্নতায় নিরানন্দে। যেদিন সেই আবদ্ধ চারপাশ ভেঙে বেরিয়ে আসি উদ্ভাসিত আলোক বন্যায় প্লাবিত হয়। দারুন অনবদ্য লেখা ! কবিকে অনেক শুভেচ্ছা।
ReplyDelete"ঘোষণা" র মাধ্যমে সুনিকেত চৌধুরীকে লেখক হিসাবে আবিষ্কার করলাম। এতদিন কবি হিসাবেই আমাদের প্রিয় কবিকে পেয়েছি।আজ পেলাম ভিন্ন রূপে। দারুন অনিন্দ্য লেখা ! কবিকে অনেক শুভেচ্ছা।
ReplyDelete