আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও চিল ----- -হাফিজ ইফতেখার ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    চিল ----- -হাফিজ ইফতেখার







     চিল
    -হাফিজ ইফতেখার

    ওগো রুপালি পাখার চিল
    উড়ে বেড়াও তুমি 
    আপন মনে
    এক রাশ নীলের মাঝে
     আকাশের এক প্রান্ত থেকে
    আর এক প্রান্তে ,
    কখনও রোদের সোনালী আলোয়
    কখনও সাদা সাদা মেঘের আশেপাশে
    কত স্বাধীন তুমি
    অতি প্রাচীন  ,তবুও
    চিরন্তন মুক্ত বিহঙ্গ।

    নিচে, অনেক নিচে
    জগতের শত কোলাহল মাঝে
    প্রেম ভালোবাসা অথবা ঘৃণা ,
    অভাব প্রাচুর্য , শান্তি কিংবা যুদ্ধ বিদ্রোহ
    যুগ যুগের আরো কত অসংখ ঘটনার
     তুমি নীরব সাক্ষী। 
    আজও রুপালি কীর্তনখোলা  নদীর
    পাশ দিয়ে
    অথবা অচেনা কোনো ঝাউ বোনে
    হাটতে হাটতে অবাক উদাসীন দৃষ্টিতে
    তাকাই তোমার দিকে,
    তুমি যেন মুক্ত জীবনের
    চূড়ান্ত প্রতীক,
    পৃথিবীর মায়া জালে বাধা
     মানুষকে বার বার দেখাও স্বপ্ন
    আর জানাও
    মুক্তির আহ্বান

    http://www.alokrekha.com

    4 comments:

    1. মোহন সিরাজীJuly 2, 2018 at 5:55 PM

      চিল কবিতায় হাফিজ ইফতেখার জীবনের এক অদ্ভুত রূপ অংকিত করেছেন। সকল কালের স্বাক্ষী চিল। সে মুক্ত বিহঙ্গ তবুও নিচে, অনেক নিচে জগতের শত কোলাহল মাঝে
      প্রেম ভালোবাসা অথবা ঘৃণা ,অভাব প্রাচুর্য , শান্তি কিংবা যুদ্ধ বিদ্রোহ যুগ যুগের আরো কত অসংখ ঘটনার নীরব সাক্ষী। অনবদ্য ! এক কথায় চমৎকার। শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    2. রফিকুল ইসলামJuly 2, 2018 at 6:20 PM

      চিল কবিতায় হাফিজ ইফতেখার বর্ণনা করেছেন রুপালি কীর্তনখোলা নদীর পাশ দিয়ে উড়ে বেড়ায় খোলা আকাশে অথবা অচেনা কোনো ঝাউ বোনে হাটতে হাটতে অবাক উদাসীন দৃষ্টিতে তাকায় কবি রুপালি ডানার চিলের দিকে আর মনে মনে সাধ হয় নিঃসীম আকাশে বিহঙ্গ হতে। কবিরাই পারে এমন স্বপ্নে ভাসতে। অভিনন্দন কবি .

      ReplyDelete
    3. সমীরণ চ্যাটার্জিJuly 2, 2018 at 6:39 PM

      চিল কবিতায় হাফিজ ইফতেখার বর্ণনা ও কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা যদি ক্ষুদার্থ বাজে পাখির মত আঁকড়ে ধরে.কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.

      ReplyDelete
    4. কামরুজ্জামান হীরাJuly 2, 2018 at 7:20 PM

      চিল কবিতা কবি হাফিজ ইফতেখার-এর মন ও মননের সুগভীর অনুচিন্তন আশাবাদ,ভাব, প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী অনিন্দ্য এক কবিতা।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ