অসমাপ্ত ইকারুস
ঈশাত আরা মেরুনা
এমন বহুদিন গেছে
আকাশে কোন মেঘ করেনি
না চাইতেই জলের মতো
টুপটাপ ভিজিয়েছে জলপ্রপাত শব্দেরা।
আদর খুঁটে পায়রা ঠোঁট
ডানায় করে উড়ে নিয়ে এসে
বসেছে কাঁধে
রেখে গেছে অসহ্য পরশ।
এমন অনেক সকাল দুপুর বিকেল সন্ধ্যা
শুভ রাত হয়েছে ভোর ভীষণ পাগলামিতে।
কবিতা হেঁটে গিয়ে দাঁড়িয়েছে ভীরু পায়ে
পরাণ তখন বাউল
কন্ঠ ছেড়ে উত্তাল
দু'লাইন গান শোনার বায়নায়
পুঁজিবাদী কফিতে চুমুক দ্বিতীয় পেয়ালায়
রৌদ্রছায়া ফিক
প্রণয়চুমুক এতো বিশ্রী!
চোখ কটমট
কখনো পাতাল ট্রেনে ভুঁইফোড় জমিদারের মতো
দাহকাল ঢেকে বিভোর আগামী
মগ্ন কথকতায় গন্তব্য ভুলে
চলে আসে পরের স্টেশন...
যৌথ গল্প ফণা তোলে।
আলো হাতড়ে বেড়ানো চোখ,
তাকিয়ে থাকতে থাকতে
ক্রমশঃ
একটি ছোট বিন্দুতে মেলে দৃষ্টি।
নাকি মন!
আকুলি-বিকুলি ছুট বরাদ্দ সীমানা ছেড়ে;
সুতীব্র উচ্ছ্বাসে
আহ্লাদিত পিছু পিছু!
কী এক সম্মোহনে তাড়িয়ে নিয়ে যায় ---
ধরতে গেলেই আলো নেই!
আহা ইকারুস,
শুধু ধরার বাসনায় নিরন্তর ভ্রমণ
ধরতে গেলেই...
নেই!
http://www.alokrekha.com
কবি ঈশাত আরা মেরুনার "অসমাপ্ত ইকারুস" অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteঅসমাপ্ত ইকারুস,
ReplyDeleteঈশাত আরা মেরুনা,
বহুদিন পর সুন্দর এইটা ভিন্নধর্মী কবিতা পড়লাম,
কবিকে অনেক অভিনন্দন আর সাধুবাদ
অসমাপ্ত ইকারুস
ReplyDeleteঅন্য ধরণের এক অব্যক্ত অনুভূতি যা সকল কিছুই বয়ান করে।
দারুন ভাব ,চমৎকার ভাষা।
দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। !
আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।”
অসমাপ্ত ইকারুস
ReplyDeleteচমৎকার ভাব ,
অসাধারণ ভাষা ,
গভীর ভাব ,
ভিন্ন মার্গের এক বিরল কবিতা।
কবিকে অনেক শুভেচ্ছা
বাহ্ ভিন্ন মাত্রার কবিতা
ReplyDeleteঅনেক গুলো জোরালো চিত্রকল্প
আর চিত্রকল্প হ'ল কবিতার প্রাণ
কবিকে অনেক অভিনন্দন
আলোকরেখার কাছে অনেক কৃতজ্ঞতা
অনুভবের গভীরতা, স্বতঃস্ফূর্ত ও সঠিক শব্দাবলীর সুবিন্যস্ত গাঁথুনী "অসমাপ্ত ইকারুস"কে বসিয়ে দিয়েছে উন্নত শ্রেণীর কবিতার সারিতে। জলপ্রপাতের মতো আপন গতিতে নেমে আসা শব্দাবলী, উপমার অভিনবত্ব ও বক্তব্যের স্পষ্টতায় কবিতাটি অনেক সুন্দর ! কবিকে অভিনন্দন!
ReplyDeleteকবি ঈশাত আরা মেরুনার "অসমাপ্ত ইকারুস" দারুন অনবদ্য কবিতা ! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!কবি এখানে জীবনের অপরূপ দিক অঙ্কিত করেছেন! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete