আকাঙ্খা
 – আবুল হাসান
তুমি
কি আমার নদী হবে?
যার
নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে
তরী
বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে ।
তুমি
কি আমার জোছনা হবে?
যার
মায়াজালে বিভোর হয়ে
নিজেকে
সঁপে দেব সকল বাস্তবতা ভুলে ।
তুমি
কি আমার কবর হবে?
যেখানে
শান্তির শীতল বাতাসে
বয়ে
যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।
http://www.alokrekha.com

 


 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







স্বল্প জীবনকালের কবি আবুল হাসান আমাদের কাব্যজগতে ৬০ দশকের কবি । মাত্র ১০ বছর তাঁর কাব্য জীবন। ২৯ বছর তাঁর জীবনকাল। আবুল হাসানের কবিতায় উদ্দাম যৌবনের গান ছড়িয়ে ছিটিয়ে আছে। আবুল হাসান তাঁর সৃষ্টিতে আজো স্বতন্ত্র। তার স্বর ভিন্ন। তিনি বেঁচে থাকলে হয়তো আরও ঋদ্ধ প্রকাশ ও নির্মাণ লক্ষ করতে পারতাম -
ReplyDeleteষাটের দশকের অন্যতম জনপ্রিয়, মেধাবী কবি-প্রতিভা আবুল হাসান। মাত্র ২৮ বছরের জীবনকাল। এর মধ্যে আমরা তার কাছ থেকে পেয়েছি তিনটি কাব্যগ্রন্থ ও অগ্রন্থিত বেশ কিছু কবিতা। এছাড়াও রয়েছে গল্প ও কাব্যনাটক। বহুলপঠিত এই কবির রচনা থেকে ৩০টি কবিতা
ReplyDelete