কোথায় যাবো বল !
- সুনিকেত চৌধুরী
কোথায় যাবো বল
http://www.alokrekha.com
কোথায় যাবো বল
এই নদীটার শুকিয়ে যাওয়া ক্ষীণ তটি ছেড়ে ?
কোথায় যাবো বল 
তোমাদের ছেড়ে, এই আঙিনা ছেড়ে 
এই বকুল তলা, এই তুলসী তলা ছেড়ে ?
শাপলা আর শালুকের ম্রিয়মান রং বিছানো 
এই কান্নাভরা পুকুরের পাড় ছেড়ে 
পড়ন্ত বেলার ঘরে ফেরা মানুষের 
এই অনন্ত মিছিল ছেড়ে 
একটুকু মান, একটুকু ভালোলাগা, একটুকু তুমি 
একেক টুকরো হীরের মত 
জমা হতো যদি আমার সঞ্চয়ী খাতে 
তড়িঘড়ি বাঁধা যেত বাক্স-পেটারা যত 
ধরা যেত পরবর্তী রাজধানী এক্সপ্রেস।  
বেনু ব্যানার্জী আর রহমতুল্লাহ স্যারের স্মৃতিমাখা 
সেদিনের সেই সকালগুলো 
আর চড়ুইভাতির নির্মল একত্বতার 
স্বর্গীয় অনুপ্রেরণা ছেড়ে
আমি কোথায় যাবো বল!
এইবারে হেরে যদি যাই 
এইবারে তোমাকে যদি না পাই 
আরবার বারবার জন্ম নেব 
এই আঙিনায়, এই পুকুর পাড়ে 
এই শাপলা আর শালুকের রংয়ে 
রঞ্জিত হয়ে, এই তুলসীতলায় !
http://www.alokrekha.com

 


 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 






বরাবরের মতই কবি সুনিকেত চৌধুরীর কোথায় যাবো বল !অনন্য কবিতা। পড়ে খুব ভালো লাগলো।আসলেও শুকিয়ে যাওয়া ক্ষীণ তটি ছেড়ে কোথায় যাবো বল এই আঙিনা ছেড়ে তোমাদের ছেড়ে, কথাগুলো সত্যি আমাদের জীবনে। পুরো কবিতাটা খুব সুন্দর। ভালো থাকবেন আমাদের প্রিয় কবি।
ReplyDeleteপ্রতিটি কবিতায় কবি সুনিকেত চৌধুরীর এক এক রূপ দেখতে পাই কোথায় যাবো বল !কবিতাটা তার থেকে ব্যতিক্রম না। অনন্য কবিতা। পড়ে খুব ভালো লাগলো।কবি সুনিকেত জীবনের কথা বলে প্রেমের কথা বলে। এই কবিতা জীবনধর্মী সাথে সাথে প্রেমের কথা বলে। অনেক শুভেচ্ছা কবি.
ReplyDeleteকোথায় যাবো বল ! কবিতায় আমরা সুনিকেত চৌধুরী'র অন্য এক রূপ দেখতে পেলাম। জীবনের শব্দ মালায় গ্রথিত কবিতা। জীবন ধারার যে চিত্র তিনি এঁকেছেন তা অনবদ্য। খুব ভালো লাগলো।
ReplyDelete'কোথায় যাবো বল'- সুনিকেত চৌধুরীর কবিতা হৃদয় স্পর্শ করা অভিব্যাক্তির এক অনন্য প্রকাশ। স্হজ সরল শব্দ শৈলী, ছন্দের মিশ্রণে জীবনের অপ্রাপ্তির বেদনার বিষয়টা অনবদ্য ভাবে ফুটে উঠেছে-'পড়ন্ত বেলার ঘরে ফেরা মানুষের এই অনন্ত মিছিল ছেড়ে
ReplyDeleteকোথায় যাবো আমি! প্রণয়ের ব্যর্থতা, পাওয়া, না পাওয়ার কষ্ট এক অসাধারণ আকুতিতে মন ছুঁয়ে গেছে । শুভকামনা নিরন্তর!