অনুর ভিতর পরমাণু
মেহরাব রহমান
কাব্যগ্রন্থ : নীল বিষ নীল অজগর
হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
অচেনা বৈদেশ মাটি I
হঠাৎ চমকে উঠি
ভোরের কাক ডাকে ;
কা-কা-কা কা-কা-কা
সানি ধাপা মাগা রেসা
বিষাদ কণ্ঠস্বর অনেকটা খাদে ;
বুকের কিনারে জাগে ভূমিকম্প-বিস্ময় ;
বিমূর্ত কালো কাকটা মূর্ত হয় মুহূর্তে
কা-কা-কা কা-কা-কা l
উড়ে যায় এক গাছ থেকে অন্য গাছে
পরদেশ থেকে
যাপিত জীবনের জাহাজ ভিড়ে
স্বদেশের বন্দরে l
আহা সেই শীতের সকাল,
ভোরের আনন্দকাক আমার পরম বন্ধু
আমার শৈশব, কৈশোর. যৌবন
সেই নন্দিত হাওয়া উড়ে উজানে l
সোনারং ধুলো উড়ে ;
তরুণ ঢাকার বুকের
উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি l
ঘোড়ার খুরের শব্দ
খটাং খটাং খট
খটাং খটাং খট
আজও যেকোনও নিভৃত সন্ধ্যায়
কিংবা একান্ত দিবালোকে
রোমাঞ্চ জাগায় অন্তর্মহলে l
নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
ঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
আমাদের পায়ে পায়ে বেড়ি l
শৃঙ্খলিত সবাই নিয়মের,
ধর্মীয় অনুশাসনের কাছে l
কতবার কারাগার ভেঙে
উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I
একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
নীলজোসনায় নীলাভ রাত্রিতে
অথবা উজ্জ্বল সূর্যদিনে
রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
ফিরে যাবো নতজানু হয়ে
চির চেনা উৎসে আমার ;
শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে I
কবি মেহবার রহমানের কবিতা সব সময় ভিন্ন ধর্মী। অনুর ভিতর পরমাণু কবিতা পরে খুব ভালো লাগলো। বিদেশ ও দেশের যে চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteকবি মেহবার রহমানের অনুর ভিতর পরমাণু কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteকবি মেহবার রহমানের "অনুর ভিতর পরমাণু " পড়ে খুব ভালো লাগলো।অনন্য উপমা ও শব্দের প্রয়োগ কবিতাকে ভিন্ন মাত্রা দান করেছে। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteকবি মেহবার রহমানের "অনুর ভিতর পরমাণু " পড়ে খুব ভালো লাগলো।যাপিত জীবনের চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়।অনন্য উপমা ও উপযুক্ত শব্দাবলী কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। অনেক শুভ কামনা কবি।
ReplyDelete