আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও লোনা পানির শপথ ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    লোনা পানির শপথ !

    লোনা পানির শপথ !
    - সুনিকেত চৌধুরী

    সমুদ্রটাকে ভালোবাসতে পারোনি তুমি
    কেন মিছে লোনা পানির শপথ নাও
    মাটির সাথে মিশে মাটির গন্ধ নিতে সেদিন যখন 
    বাঁধনহারা বৃষ্টি এলো আকাশ ছেপে
    তুমি তখন টিভির পর্দায় ভালোবাসা দেখছিলে 
    আর  স্ট্যাটাস দিয়েছিলে ফেসবুকে
    কবিতাকে অযথা ডাকাডাকি করে 
    ঘুম থেকে জাগিয়ে পাড়া মাথায় করেছিলে !


    সবুজটাতো সবুজই ওর তো আর কোনো নাম নেই 
    নেই অন্য্ কোনো রং এর আবরণ
    আকাশ থেকে নেমে আসা সিঁড়ি দিয়ে
     ওপরে ওঠার চেষ্টাটাই শুধু করা যায়
    পৌঁছানো যায়না স্বর্গধামের অনিন্দ্য কুঠুরির 
    স্নিগ্ধ বিছানায় শত কিংবা হাজার বারেও !
    অথচ এই দ্যাখ গান গাইতে গাইতে 
    কেমন রুদ্রাক্ষের মালাটা জয় করে নিলো মালতি
    আর পাড়ার সকল যুবকের যত প্রিয় মানসী 
    সকলের যত ওম যত স্পন্দন যত কান্না
    সব মিলে দুর্দান্ত এক বিস্ফোরক বানিয়েছে
     চকক্রান্তকারী হলুদ পাখীটা !
    অন্যদিকে পরিতোষ দোকান সাজায় পরিপাটি 
    সারাটা সকাল -দুপুর-সন্ধ্যা শেষে রাত্রিভর
    আম বাগানের মুকুল আসেনি বসেনি বাজার 
    প্রতিদিন রাস্তার মোড়ে মোড়ে
    দিন যাপনের উদ্দীপনায় সওয়ার হয়েছে 
    শুধু বর্তমানটার পিঠে মুহূর্তের নোটিসে।
    কবি কবি ভাব অভাব 
    শুধু শব্দ নিয়ে খেলার মাঠ আর লেপানো উঠোন,
    বস্তা ভরা চেয়ে থাকা আর এটমের বুকের মধ্যিখানে বেজে ওঠা গান !
    সীমান্ত প্রহরী যদি খোঁজে নিষিদ্ধ বর্ণমালা আর উদ্ধত নিঃস্বাস
    ভান কোরো তুমি যেন জাননা কিছুই সব কিছুতেই অবিশ্বাস !

    জলের মত স্বচ্ছ যত ছবির পরে ছবি তোমার কেমন করে বুঝি
    আমি জানি তুমি জান পথের শেষে কোন গাড়ীর সওয়ার হবে তুমি
    যাবে নিরানন্দ শহরের সীমানা ছাড়িয়ে মরুদ্যানকে সামনে রেখে
    যেই পথে গিয়েছে সবাই স্বর্গধাম না হোক 
    মর্তধামের কোনো সুদৃশ্য টিলায় !

    5 comments:

    1. আলোকরেখা অনেক ধন্যবাদ আমাদের প্রিয় কোবো সুনিকেত চৌধুরীর পর পর দুটি কবিতা প্রকাশ করার জন্য। কবির কবিতাগুলো দিন দিন আরো পরিণত হচ্ছে। লোনা পানির শপথ !অতি উন্নত মানের কবিতা-

      ReplyDelete
    2. আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর পর পর দুটি কবিতা। এতদিনের অপেক্ষা সার্থক হল। কবির কাছে যাতে চাই উনি কিভাবে বাস্তব ও হৃদয়ের কাছাকাছি কবিতা লিখেন? আলোকরেখা অনেক ধন্যবাদ!

      ReplyDelete
    3. আমাদের সবার প্রিয় কবি সুনিকেতের লোনা পানির শপথ ! কবিতা আমারদের মনের কথা বলেন। ওনার কবিতায় বিমূর্ত বাস্তবতা। যেমন শব্দ চয়ন তেমনি ভাব তত্ত্ব। অনেক ভালো বাসা কবি -

      ReplyDelete
    4. কবি সুনিকেতের লোনা পানির শপথ ! কথাগুলো হৃদয়গ্রাহী- কি অপর্ব বর্ণনা। শব্দ চয়ন তেমনি ভাব তত্ত্ব। বুকের রক্ত ক্ষরণ হয়। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    5. কবি সুনিকেতের লোনা পানির শপথ !শেখায় অনেক যা কিছু নিত্যদিনের তা আবার দেখতে হৃদয়ের ধারণ করতে । মর্মস্পর্শী --ভাবাবেগ সমুদ্রের লবনাক্ত জলে শপথ ? আমরা আকাশ সূর্য তারা লক্ষত্রেরের শপথ করি। অনেক শুভেচ্ছা কবি। ভালো থাকুন ! আরো ভালো লিখুন এই শুভাশীষ রইল।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ