আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তবু, থেকে যেতেই হবে – সুদেব ভট্টাচার্য ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তবু, থেকে যেতেই হবে – সুদেব ভট্টাচার্য


     তবু, থেকে যেতেই হবে
    সুদেব ভট্টাচার্য

    আমি যাচ্ছি।
    বহুদূর যেতে হবে । কতক্ষণের পথ?
    কতটা সঠিক জানা নেই, তবে সময় অফুরন্ত
    ইতি টেনে যাই জীবন-চিঠির শেষে।
    হ্যা, এই শেষ যদি মনে করো, তবে করো ।
    খবরদার, হেদিয়ে মোরো না যেন
    নাকের জলে, চোখের জলে আমি ভাসতে চাই না আর


    আমি যাচ্ছি। হয়ত অচীনপুরেই।
    আর ফেরা হবে না কোনোদিন জানি।
    তবু ইচ্ছে করছে আরো একটুখানি থাকতে
    চোট্টামি করে মিশে যেতে কোনো ভীড়ে।
    যাদের মুখ দেখলেই বিবমিষা হত অ্যাদ্দিন
    তাদের গালেও চুমু দিতে বড় সাধ হচ্ছে।

    যে মালা দিয়েছ, ভাবছি সাথে নেব কী করে?
    এই কি তবে আমার চামেলীর শেষ ঘ্রাণ?
    যে খই ছড়িয়ে গেল রাস্তায়, কীছু গেল উড়ে,
    তা আর কোনোদিন দাঁতে কাটা হবে না
    রোদ নিকোনো ঝুলবারান্দায় বসে?
    তবু আমি যাচ্ছি জেনেশুনেই।

    আমি যাচ্ছি, তবে যেতে চাইছি না।
    শুধু যেতে হবে তাই যাওয়া
    আমি না ফিরি, ইচ্ছেরা কি ফেরে?
    আমার তবে ইচ্ছেরা বেঁচে থাক সোদা মাটির গন্ধে
    নয়নতারার কুড়িতে, রোদ মাখা কার্নিশে
    আমি থেকে যাব অতীতের অ্যালবামে
    বিগত শতাব্দীর মুহূর্তে মুহূর্তে আমি ছবি
    আমাকে মোছার রবার কোথাও নেই ।

    আমি যাচ্ছি। আমি যাচ্ছি।
    এই সফরে অনুতাপ নেব না সাথে
    না পাওয়াদের রেখে গেলাম, তোমাদের মাঝে
    কেউ না কেউ তা পাবে একদিন ঠিকই
    অতীত থেকে উকি মেরে আমিও পেয়ে যাব সেইসব
    চলে যাচ্ছি, তবু নিশ্চই থেকেও গেলাম।

    আমার এই থেকে যাওয়াটাই মনে রেখে দিও
    আমার সবুজ পৃথিবী ভাল থেকো, ভাল থেকো মানুষ
    ভালো থেকো চাঁদ, তারা, সকাল, রোদ, স্বপ্ন
    ভালো থেকো জল, গাছ, মেঘ, দেশ, ভালবাসা
    ধুপের ধোওয়া ফুরিয়ে আসছে বুঝি
    আমাকে বিদায় দাও বন্ধু, আজ আসি।
    http://www.alokrekha.com

    7 comments:

    1. শিহাব সরকারJune 23, 2018 at 6:27 PM

      খুব সুন্দর একখানা কবিতা।শেষ যাত্রার বর্ণনা অনিন্দ্য। ভাল লাগলো পড়ে ।অভিনন্দন কবিকে।

      ReplyDelete
    2. হুসনে আরা সাহেদJune 23, 2018 at 8:51 PM

      তবু, থেকে যেতেই হবে
      – সুদেব ভট্টাচার্য
      চমত্কার কবিতা, চলে যাওয়ার
      সুন্দর বিবরণ ,অপরূপ ভাবনা
      আর ভাষা। কবিকে অভিনন্দন
      আর ভালোবাসা. আলোকরেখাকে
      ধন্যবাদ

      ReplyDelete
    3. ইফ্ফাত আরাJune 23, 2018 at 9:02 PM

      তবু, থেকে যেতেই হবে
      – সুদেব কবি হৃদয়ের প্রসারিত প্রকাশ এই কবিতায়। বলিষ্ঠ ভাব ও সঠিক শব্দ চয়ন কবিতাকে করেছে অনন্য।চমত্কার লাগলো পোড়ে। আরো কবিতার আশায় রইলাম। কবিকে অনেক ভালোবাসা সাধুবাদ

      ReplyDelete
    4. মনিকা আলীJune 23, 2018 at 9:09 PM

      তবু, থেকে যেতেই হবে
      – সুদেব ভট্টাচার্য

      আমি যাচ্ছি।
      "বহুদূর যেতে হবে । কতক্ষণের পথ?
      কতটা সঠিক জানা নেই, তবে সময় অফুরন্ত
      ইতি টেনে যাই জীবন-চিঠির শেষে।"

      কি অসাধারণ চিন্তা আর অপরূপ প্রকাশ।
      বার বার পড়তে ইচ্ছে হয়।
      কবিকে অনেক ভালোবাসা

      ReplyDelete
    5. হেলাল মেহরানJune 23, 2018 at 9:25 PM

      অভিব্যক্তি ও উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।

      ReplyDelete
    6. শাহনাজ মুন্নিJune 23, 2018 at 9:31 PM

      "তবু, থেকে যেতেই হবে"
      খুব ভালো লাগলো নুতন মাত্রার কবিতা পড়ে। আশা করবো কবির আরো নতুন নতুন কবিতা দিয়ে আমাদের ভালো লাগার পরিধি বাড়াবেন। কবিতার উপমা ও অভিব্যক্তি অপরূপ ও আলঙ্কারিক । অনেক অনেক শুভ কামনা কবি।
      আলোকরেখাকে অনেক ধন্যবাদ

      ReplyDelete
    7. বাহাউদ্দিন সরকারJune 23, 2018 at 10:10 PM

      তবু, থেকে যেতেই হবে – সুদেব ভট্টাচার্য-এর কবিতায় মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীর মায়ায় যতই জরিয়ে পরিয়ে না কেন তবু, থেকে যেতেই হবে ।জীবনের এমন ভাবনা, প্রতিফলন ও তার ।যেমন ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ