আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নয় লক্ষ(৯,০০,০০০) পাঠক ধন্য আলোকরেখা ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নয় লক্ষ(৯,০০,০০০) পাঠক ধন্য আলোকরেখা !

    নয় লক্ষ(৯,০০,০০০) পাঠক ধন্য আলোকরেখা !


    আমাদের যে ইদানীং, আমাদের পারিপাশের যে বর্তমান, আমাদের যে এই মুহূর্ত তার সবকিছুতে কেমন যেন একটা অস্থিরতা - কেমন যেন একটা অনিশ্চয়তা ! কিন্তু এর মাঝেও মাত্র চার সপ্তাহে এক লক্ষ পাঠক "আলোকরেখা" পড়েছেন!

     একটা সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে "আলোকরেখা" ক্ষুদ্র প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করেছেন! চারদিকের ঘনীভূত অমানিশায় একটা নিশ্চিত আলোকরেখার সম্ভাবনার মিছিলে যোগ দিয়ে একটা নতুন সকালের আশাবাদ ব্যক্ত করেছেন! এই মহেন্দ্র ক্ষণে আমি এই আশাবাদ ব্যক্ত করতে সাহস পাই যে আমরা এখন একটা নতুন দিগন্ত উন্মোচনের উৎসবের প্রস্তুতি নিতে পারি !

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    21 comments:

    1. মমতা শংকরDecember 28, 2018 at 5:59 PM

      আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।

      ReplyDelete
    2. আহমেদ শফিকDecember 28, 2018 at 6:07 PM

      আজ আলোকরেখা ৯, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।

      ReplyDelete
    3. রেহানা সুলতানাDecember 28, 2018 at 6:09 PM

      অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে !

      ReplyDelete
    4. কামরুজ্জামান হীরাDecember 28, 2018 at 6:11 PM

      আলোকরেখা ৯, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    5. কবিতা রায়December 28, 2018 at 6:13 PM

      আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন

      ReplyDelete
    6. অন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!

      ReplyDelete
    7. অল্প সময়ে আলোকরেখা এত জনপ্ৰিয়তা পাবার কারণ সাঞ্জিদা রুমির একাগ্রতা ও লেখার মান। আরো সুশোভিত নয়নাভিরাম ওয়েব সাইট। এতো সুন্দর সাজানো গোছালো। আসলেও সংগ্রহ শালা। গৌতম বুদ্ধের সুসজ্জিত ছবি তাঁর বাণী, সত্যজিৎ রায় ,রবিঠাকুরের গীতবিতানের সাথে সমাজের সথেকে ৰাচ্চিত বৃহন্নলাদের কথা অন্য মাত্রা দান করেছে।আলোকরেখা আমাদের সব সময় প্রিয় ও থাকবে যতদিন এর ম্যান বজায় থাকবে।সত্য ও সুন্দরের জয় হোক ! অভিনন্দন

      ReplyDelete
    8. মৃণাল কান্তি দেDecember 28, 2018 at 6:22 PM

      আলোকরেখাকে আন্তরিক অভিনন্দন !আমি খুবই আনন্দিনত যে আলোকরেখা'র আজ ৯ লক্ষ পাঠক ! আমিও তাদের একজন ! অবশ্যই অসুস্থতা সত্ত্বেও সানজিদা রুমির অক্লান্ত পরিশ্রমে আজ এই বিজয় ও সফলতা। তবে তার প্রতি সম্মান রেখেই বলতে চাই ,যেখানে দেবব্রত সিংহ, মহাদেব সাহা ,জয় গোস্বামী ,আল মাহমুদ ,সুনীতি দেবনাথ,মেহরাব রহমান ,সুনিকেত চৌধুরী ,বিষ্ণু প্রিয়া অমিয় চ্যাটার্জি প্রমুখগণ লিখবেন তা এমনিতেই জনপ্রিয়তা পাবে ! আর তাই আমরা আলোকরেখা পড়ি !

      ReplyDelete
    9. আহসান হাবিবDecember 28, 2018 at 6:25 PM

      সানজিদা তোমাকে কি ভাষায় শুভেচ্ছা দেব ! আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ৯০০.০০০ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন

      ReplyDelete
    10. সানজিদা তোমাকে কি ভাষায় শুভেচ্ছা দেব ! আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ৯০০.০০০ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন

      ReplyDelete
    11. মাসুম রেজাDecember 28, 2018 at 6:35 PM

      সানজিদা তোমাকে অনেক শুভেচ্ছা ! আলোকরেখার সেদিন যাত্রা ৯০০.০০০ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন !আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!

      ReplyDelete
    12. মেহতাব খানDecember 28, 2018 at 7:10 PM

      “সানজিদা তোমাকে শুভেচ্ছা আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ৯০০.০০০ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন!

      ReplyDelete
    13. আজ আলোকরেখা ৯০০,০০০পাঠক সংখ্যায় পদার্পন করলো। আলোকরেখার পক্ষ থেকে সকল লেখক, কবি,পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
      আমার সীমিত চেষ্টায় আলোকরেখা যে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে ছিলো তা ছিল-আলোর মতো উজ্জ্বল যা,যা সুন্দর,যা স্বাধীন,যা স্বনির্ভর,যা ভালোবাসা আর যা সত্য,তা প্রতিভাত হবে-রেখা আঁকবে!এক-জনের হলেও মনে দাগ কাটবে,ভাবাবে!১ থেকে শুরু করে এই ক্ষণে রেখা ৯০০,০০০ দূরত্বে পৌঁছে গেলো!এই আনন্দ শুধু আমার শুধু একার না-আলোকরেখার যাত্রাপথে সাথে রইলেন তাদের সবার!আমার আশা ও বিশ্বাস আপনারা সবাই ডানে-বামে,উত্তর-দক্ষিণ -পূর্ব-পশ্চিমের সবাইকে এই আলোকিত পথযাত্রায় যোগ দেবার নিমন্ত্রণ দেবেন!

      ReplyDelete
    14. অভিক চৌধুরীDecember 28, 2018 at 7:22 PM

      সানজিদা এ তোমার একার আনন্দ ওঃ সফলতা নয়। গোটা বাংলা ভাষী বাঙ্গালির। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। আলক রেখার চলার পথ সুন্দর সুললিত হক এই কামনা করি

      ReplyDelete
    15. চারুলতা সেন গুপ্তাDecember 28, 2018 at 7:26 PM

      কি যে ভাল লাগছে এ সফলতা আমাদের । সানজিদা আমার মনে আছে মাত্র কিছুদিন আগে তুমি শুরু করলে একক হাতে ।আমি তোমায় কেবল উৎসাহ দিয়েছি ।কিন্তু আজকের এই কৃতিত্ব একাই তোমার । অনেক অনেক ভালবাসা ও শুভাশিস ।তমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল ।তাই তোমায় ভাল থাকতে হবে।থাকতে হবে সুস্থ । আবার অভিনন্দন ওঃ শুভেচ্ছা

      ReplyDelete
    16. ডঃ অজিত গুহDecember 28, 2018 at 7:30 PM

      আলকরেখার প্রতিশ্রুতি “ সুদীপ্ত জ্ঞানের অন্বেষণে” একটি পরিবার তথা সমাজ প্রগতির প্রতিজ্ঞা। এই ক্ষেত্রে আলক রেখা সফলকাম। কিন্তু থেমে থাকলে হবে না , দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল সানজিদা তুমি এর গুরুত্ব বোঝ ? এ এখন সীমানা পেরিয়ে সারা বিশ্বে । তোমার এই শরীর নিয়ে সাহসিকতার সাথে তুমি যে কি বড় একটা কাজ করেছে তার জন্য শুধু প্রশংসা যথেষ্ট নয়। ভাল থেক! অনেক অনেক ভালবাসা ও শুভাশিস

      ReplyDelete
    17. সেলিনা হোসেনDecember 28, 2018 at 7:33 PM

      বাংলা ভাষা চর্চা বিহীন জীবন শিকড় ছাড়া একটি গাছের মত।আমিও বলতে চাই সানজিদা এ তোমার একার আনন্দ ও সফলতা নয় এই সফলতা গোটা বাংলা ভাষীদের। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। তোমার এই শরীর নিয়ে সাহসিকতার সাথে তুমি যে কি বড় একটা কাজ করেছে তার জন্য শুধু প্রশংসা যথেষ্ট নয়। আমি ভাষাহীন।শুধু প্রার্থনা ভাল থেক কারন তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল । আবার অভিনন্দন ও শুভেচ্ছা সানজিদা

      ReplyDelete
    18. বুদ্ধদেব বসুDecember 28, 2018 at 7:37 PM

      আলোকরেখা ৯, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    19. মেধা বন্দোপাধ্যায়December 28, 2018 at 7:40 PM

      আজ আলোকরেখা ৯, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।

      ReplyDelete
    20. সুপ্রিয় রুমি ,

      তোমার নিরলস ও অক্লান্ত পরিশ্রমের অকৃত্রিম ফসল আলোকরেখার চলমান সফলতা l
      আমি যারপরনাই আনন্দিত , আপ্লুত l
      অন্তহীন কৃতজ্ঞতা তোমার ও আলোকরেখার প্রতি আমাকে বিরাট এক পাঠক সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য l
      আর পাঠক আপনাদের কাছে অসীম কৃতজ্ঞতা আলোকরেখা পড়বার জন্য
      আপনাদের নিয়েই আলোকরেখার আজকের সফলতা l

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ