ফিরে আসে আলো!
- আশরাফ আলী
আলোর সাথে আত্মীয়তা আমার
জন্মের সেই মহেন্দ্রক্ষণ থেকে !
অমিতাভ হয়ে অহরাত্রি অঞ্জলি দিয়ে
আঁধারের সাথে আঁতাতে অপারগ
চোখ মুঁদে আলোকের কাছে সমর্পনে
স্বত্তা আমার সতত সপ্রতিভ।
গ্রীষ্মের ঘামঝরা দিনের শেষে
মিনিট মিনিট করে ক্রমান্বয়ে
ছোট হয়ে আসা দিন
বিষাদের মেঘে আবৃত করে
আমার সবগুলো সকাল-সন্ধ্যা
মলিন করে দেয় স্বপ্ন দিয়ে গাঁথা
আমার সকল নক্সী কাঁথা।
নিরলস নিশিদিন তখন
শুধু চেয়ে থাকা
কোনদিন সেইদিন শুরু হবে বড়দিন !
অবশেষে একদিন
ভেসে আসে ঘন্টাধ্বনি
আসন্ন বড়দিন !
শুভ হোক বড়দিনের শুরু
শুভ হোক নতুন বছর!
http://www.alokrekha.com
কবি আশরাফ আলীর ফিরে আসে আলো! পড়ে খুব ভালো লাগলো। আলোর সাথে যে আমাদের চেতনা তার অপরূপ বর্ণনা করেছেন অত্যন্ত নিপুণতার সাথে। অনেক শুভ কামনা।
ReplyDeleteখুব ভালো লাগলো কবি আশরাফ আলীর ফিরে আসে আলো! পড়ে । অনন্য উপমা ব্যবহারে সুদক্ষ ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। অনেক অনেক শুভ কামনা আর অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।
ReplyDeleteকবি আশরাফ আলীর ফিরে আসে আলো! পড়ে খুব ভালো লাগলো। বহুদিন পর কবি আশরাফ আলীর কবিতা পেয়ে খুব আনন্দিত হলাম । আলোর সাথে আমাদের মিতালি আর অন্ধকারে বিষন্নতা। এই অনুভূতি খুব সুন্দর করে তুলে ধরেছেন তার কবিতায়। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteভালো লাগলো কবি আশরাফ আলীর "আলোয় ফেরা" কবিতা পরে। আলোর সাথে আমাদের মন ভালো হওয়ার সম্মন্ধ। আর আঁধারের সাথে বিষণ্ণতা। সুন্দর উপমা আর শব্দমালায় কবি তার কবিতায় প্রয়োগ করেছেন তা প্রশংসনীয়। আর কবির সুরে সুর মিলিয়ে বলতে চাই শুভ হোক বড়দিনের শুরু !!শুভ হোক নতুন বছর!
ReplyDeleteআশরাফ বড় দিনের আশায় আমিও অপেক্ষায়
ReplyDeleteদারুন চিত্রকল্প
বেশ ভালো লেগেছে