স্বমর্পনের দলিল
- সুনিকেত চৌধুরী
তোমাকে বলে বলে ক্লান্ত
আমি ভালোবেসনা সমুদ্রটকে
ভালোবেসনা গোধুলী বেলার
সূর্যটাকে।
ঘন্টাধ্বনি শোনার অপেক্ষায় থেকে
ঘন্টাধ্বনি শোনার অপেক্ষায় থেকে
পূর্ব থেকে পশ্চিমে যাবে তোমার সূর্য,
সমুদ্র তোমাকে তলানি ছোয়ার ক্ষমতা দেবেনা কোন দিন।
মহিয়সী নারী কিংবা বীর-পুরুষ ,পরিচয় তোমার যা-ই হোক
মহিয়সী নারী কিংবা বীর-পুরুষ ,পরিচয় তোমার যা-ই হোক
বিমূর্ত ভাবনা স্থবির হয়ে
মহাকালের উদ্দীপনায় বিলীন হবে!
চিৎকার করে আকাশের সবক'টা জানালা
খুলে দিয়ে
"উদোম গায়ে ভদ্রাসনে বসে"
সবার জন্যে প্রার্থনার
আসর বসাতে পারো
যদি চাও,
সকাল-সন্ধ্যায়
আরো ভালো হয় যদি নিরবতা
পালন কর, কর ব্রতচার।
এখানে-ওখানে-সেখানে
সুদূর গহনে
উচ্চারিত হৃদয় আবেগে আপ্লুত যখন
শংকা ছেড়ে স্বমর্পনের দলিলে
দস্তখত দেবার সময় হয়তো তখন!
http://www.alokrekha.com
আমার সুনিকেত চৌধুরীর লেখা খুব ভালো লাগে কি সুন্দর বর্ণনা ভালবাসার অনেক বড় বড় কবিরা অনেক বেশী শব্দে যা বর্ণনা করতে সক্ষম হয়না ওনার লেখা কবিতার বই কোথায় পাবো ?জানালে উপকৃত হব কবিকে জানাই আমিও দলিলে সই কর 'তে চাই
ReplyDeleteসমর্পনের দলিলে সই করা কি এতো সোজা? কবি কাছেও কি জানতে চাই ?
ReplyDeleteস্বমর্পনের দলিল আমার খুব ভাল লেগেছে। কবির কাছে আত ভাল লেখা পাবার প্রত্যশা করি
ReplyDeleteঅনেক ভালো তথ্য জানতে পারলাম।
ReplyDelete