আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নার্সিসাসের আয়না! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নার্সিসাসের আয়না!









    নার্সিসাসের আয়না!

    আশরাফ আলী

    সেদিন সকালের সেই শান্ত লেকের জলে
    যখন আমায় তুমি প্রথম পেলে
    সেই থেকে  অবিচ্ছেদ্য আমি-তুমি, নার্সিসাস !
    আমি তোমার হৃদ-স্পন্দন, তোমার পুষ্টি, তোমার নিঃশ্বাস !
    আমি বিনে অস্তিত্বহীন তুমি নিকষ কালো আঁধারে
    জনপদে, জনারণ্যে, জনাকীর্ণ জনসভায়,
    তোমার প্রিয় শহরে !
    চোখ মুদে ঘুমের দেশে যাত্রা যখন কর
    স্বপ্নের ট্রেনে বসেও তুমি আঁকড়ে আমায় ধর !
    আমায় নিয়েই বাঁচা তোমার, মরণ আমি বিনে
    এখন জানি এই পৃথিবীর সকল মানুষ তোমায় কেন চেনে !
    চেনে কিনা ঘরের মানুষ সেসব কথা থাক
    এবার বলি আমার কথা , শোনো নার্সিসাস!
    তোমার সাথে এই যে আমার দীর্ঘ বসবাস
    এই যে তোমার সকল গ্লানির দীর্ঘ কারাবাস!
    লুকানো সব ময়লা তোমার আমার আঁচল তলে
    আয়না হয়ে তোমার সাথে চলেছি সমান তালে !
    আজ সকালে মনটা আমার হঠাৎ যেন চায়
    আয়না হয়ে আমারো তো দেখতে ইচ্ছে হয় !
    নার্সিসাস, নিত্যদিনে দেখে দেখে তোমার সকল চাওয়া
    কখন জানি মনের মাঝে
    সাধ জেগেছে নিজের কিছু পাওয়া।
    আর তাই প্রার্থনা নয়, দাবী আমার
    শুধু আয়না হয়েই রইবোনা আর !
    তোমার মতো চাই আমিও দেখতে আমায় আয়নায়
    নার্সিসাস, তুমি যা করতে পার হবেনা কেন আমার বেলায় !


     http://www.alokrekha.com

    6 comments:

    1. মেহবুব সেজাদMay 22, 2017 at 3:16 PM

      কবি আশরাফ'র আলী নার্সিসাসের আয়না!খুব ভালো কবিতা , সুষ্ঠু, পরিচ্ছন্ন ভাষার প্রয়োগ ! অপূর্ব ভাব সিদ্ধ । প্রতীত বিষয় বস্তু। সব মিলিয়ে চমৎকার কবিতা। শুভেচ্ছা কবি অলোকরেখাকে অনেক ধন্যবাদ আবারো। এমন কবিতা পোতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

      ReplyDelete
    2. মিতালিMay 22, 2017 at 3:36 PM

      আশরাফ আলীর নার্সিসাসের আয়না! অপূর্ব কবিতা ! সুষ্ঠু, সুরুচিসম্পন্ন কবিতা !অপূর্ব ভাব। অনুক্ত বিষয় বস্তু। পড়ার জন্য চমৎকার কবিতা। অলোকরেখাকে অনেক ধন্যবাদ আবারো।শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    3. সোবহান মালিকMay 22, 2017 at 3:51 PM

      আশরাফ আলী! সুদর্শন কবির সুন্দর কবিতা "নার্সিসাসের আয়না!" অনন্য ভাব ! বিষয় বস্তু আপেক্ষিক! ভাষা ও শব্দে অনবদ্য। অলোকরেখাকে অনেক ধন্যবাদ! এই কবিতা পড়ার অবকাশ করে দেওয়ার জন্য। শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    4. মোতাহার আলীMay 22, 2017 at 9:50 PM

      আশরাফ আলীর নার্সিসাসের আয়না! অপূর্ব কবিতা ! প্রশংসাবাদী কবিতা ! অপূর্ব ভাব। অভূতপূর্ব বিষয় বস্তু। চমৎকার কবিতা। অলোকরেখাকে অনেক ধন্যবাদ ।শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    5. মিনহাজ আহমেদMay 22, 2017 at 10:15 PM

      আশরাফ ভাই যে এতো ভাল কবিতা লেখেন তা জানা ছিল না নার্সিসাসের আয়না! না পড়লে বিশ্বাস করতাম না। অলোকরেখাকে অনেক ধন্যবাদ। অপূর্ব চমৎকার কবিতা ! কবিতার বিষয় অন্যন্ত সময় অনুসারী। প্রশংসা না করে পারা যায় না। আশরাফ ভাইকে অনেক শুভেচ্ছা কবিতা !

      ReplyDelete
    6. কবি আশরাফ আলীর নার্সিসাসের আয়না! কবিতাটি পড়লাম , বেশ ভালো লাগলো। তোমার মতো চাই আমিও দেখতে আমায় আয়নায়
      নার্সিসাস, তুমি যা করতে পার হবেনা কেন আমার বেলায় !
      বাহ্ , কি সুন্দর কথা। কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ