একান্ত ব্যক্তিগত
মেহরাব রহমান
আমার অনুচিন্তনে অনুক্ষণ  
নিমগ্ন আরাধনা তুমি। 
আনন্দ অবগাহন প্রতিদিন ;
নীলবসনা জোস্ননা প্লাবন ।
হে আমার নীলাভ রাত্রির অরণ্য ;
সুখতমা, চিন্ময়ী তিলোত্তমা  
ক্ষমা করো এক বিলাসী পুরুষের 
বিমর্ষতা,এক কৃষ্ণ অন্ধকার । 
জানি আমি তোমার ভিতরে বাহিরে
পলে পেলে জমেছে যুগান্তরের ধুলোবালি  ;
নুতন -পুরাতন অভিমান
পাহাড় সমান ।  
হে আমার চির নবীনা
নতজানু প্রার্থনা তোমার কাছে ।
ক্ষমহে মোর দীনতা । 
রোমাঞ্চ রমণী আমার ;
ভুলে যাও ক্রোধকণ্ঠ
ভুল শব্দাবলী । 
দয়া করো দয়া করো হে । 
পাঠ করো পবিত্র অভ্যন্তর, 
রাশিরাশি রংধনু রং । 
ঘরের ভিতর ঘর 
তার অতল তলে
গোপন সিন্দুকে আঁটা 
গোলাবী রঙের গোলাপমহল ।  
কাঁটা নয়, শুধু ভালোবাসো 
গোলাপের মৌ মৌ সৌরভ । 
প্রিয়তমা হে, তোমাকে বিনম্র  অভিবাদন ।   
আনত অভিনন্দন তোমাকে। 
হে সুন্দরীতমা, আনন্দতমা 
ভুলে যাও সব অবহেলা সব যন্ত্রনা । 
কেবল মনে রাখো পূজার অর্ঘ্য, উপঢৌকন । 
অবচেতনে পাঠ করো 
আমার জয়তুন-জপমালা;  
ওগো সুন্দরী,  
মনেকি পড়ে 
হঠাৎ আগুন চুম্বন, 
চুক্তিহীন ভূমিকম্প প্রেম
 ঝড়ের রাত
নিবুনিবু-বাতি-অন্ধকার
অবাক আনন্দ এক ;
 রবিশঙ্করেরে অনিন্দ সেতারে ঝঙ্কার 
উন্মাতাল ঝড় ওঠে 
 শুষে নেয় তোমার 
একান্ত আমি থেকে 
বিস্তর আকাঙ্খা 
যেনবা আকণ্ঠ হৃদয় পান।   
জানো তুমি জানি আমি  
এই বাড়ি এই সং- সংসার 
ছুটির দিনের সকালের 
তোমাকে আঁকড়ে ধরে 
পড়ে পড়ে ঘুম
দারুন খরায় পোড় খাওয়া দুপুরের 
ঝাঁ ঝাঁ রদ্দুর 
বৃষ্টিভেজা সোনালী বিকেল কিংবা 
এক কাপ অপূর্ব সন্ধ্যার জলে
ডোবানো মচমচে জাদুকরি- টোস্ট  
কেবল তোমারি আরাধনায় 
চাঁদ পূর্ণীমার এক বিমূর্ত রাত্রি
এইযে যাপিত জীবন
শেষমেষ স্বপ্নঘরে ঘুমাবে অন্তহীন ।  
http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 








0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ