সোনার সিন্দুক
মেহরাব রহমান
কিচিরমিচির পাখিডাকা ভোর
ধীরলয়ে প্রবাহিত জীবনকোলাহল
জাগছে নীলাম্বর নীল
আনন্দবিষ
আমি জেনেশুনে বিষ
করেছি পান
ঐযে ঐখানে শুয়ে
আছে বিলুপ্ত
নগর
স্বপ্নের ভেতর স্বপ্নঘর
ঘরের ভেতর সোনার
সিন্দুক
তালাচাবি আঁটা আমার
পদ্মফুল অন্তর
স্মৃতির দেরাজে এইমাত্র
তুলে রেখেছি
বিম্বিত
এক অতিপ্রাকৃতিক শহর
স্বপ্ন বিচ্ছেদ ছিল
তাই হয়তো চাঁদেরকণার
সাথে
জেগেছি রাতভর
এখন পরিষ্কার আকাশ
ঝুলবারান্দার অবকাশ
সোনালী সকাল
এককাপ স্বর্ণাভ চা
চুমুকে চুমুকে মাতাল
আমি এক আকণ্ঠ
মদ্যপ
বিভক্তি বিভাজনে
খুচরো পয়সার মতো
ছড়িয়ে ছিটিয়ে যাওয়া
মনটাকে
এই অমৃত চায়ের
জল
আবার তুলে নিলো
বুকপকেটে
এখন করটির ভেতর
উন্মাদনা
খেলা করে এক
অধরা দিবস
অতএব এবং অথবা
এবং
এবং এবং এবং
ও আমার প্রিয়
সঙ্গে চাই
কড়কড়ে মচমচে গনগনে
এইমাত্র আগুনে ঝলসানো
পোড় খাওয়া
নতজানু প্রার্থনা,উপাসনা
কিংবা পূজার অর্ঘ্য
অপূর্ব যা পূর্বে
কখনও ঘটেনি
তেমনি শেষবারের মত
দগ্ধ,তপ্ত,অম্লমধুর
দীর্ঘ দীর্ঘ দীর্ঘ
সত্যিকার চুমুর মত
চুম্বন
আমি চাই প্রিয়
নীলয় গহণে
এঁকে দাও তুমি
রক্তজবা ক্ষত চিহ্ন
ক্ষতিকি ভেসে যাব
আমি
ঘনো কালো গাঢ়
অন্ধকারে
হতে পারে মেঘে
ঢাকা আকাশ
তবুও আমি মহাশূণ্যে
আলোর মেলায়
তোমাকে নিয়ে ভাসবো
আরবার বারবার
যখন তুমি নীলাম্বর
নীলবিষ
সোনালী সকাল
পাখিডাকা ভোর
বিস্ময়কর সোনার সিন্দুক
যখন তুমি নিমগ্ন
প্রার্থনায়
এঁকে দেবে আমার
খুব গাঢ়
অন্ধকারে
রক্তজবা চুম্বন
তখন চুমুকে চুমুকে
মাতাল আমি
আমি এক মদ্যপ
তোমাকে সহ আকণ্ঠ
পান করবো
দীর্ঘ দীর্ঘ একটি
সুদীর্ঘ সুবর্ণ
সকাল
সোমবার, ৩১ জুলাই,
২০১৭
টরন্টো
http://www.alokrekha.com



লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে অনেক ভাল লাগলো। প্রতিটি শব্দ হৃদয় নিংড়ানো,দক্ষ ও নৈপুণ্য ভাষা।প্রগাঢ় প্রাণবন্ত ধারার লেখা। অনুরঁজন শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা কবি মেহরাব রহমান আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ
ReplyDeleteকি অদ্ভুত অপূর্ব সুন্দর শব্দের খেলা। অভিনব ব্যঞ্জন ভাবের আদান। দারুন প্রতিভার কবি ! সোনার সিন্দুকে প্রাচুর্য্যের কবিতার সম্ভার! আলোকরেখাকে ধন্যবাদের অন্ত নেই এই সোনার সিন্দুকের সন্ধান দেবার জন্য। কবি মেহরাব রহমানের কবিতায় আলোকিত হলাম ! ভালো আরো ভাল লিখুন! আরো ভাল থাকবেন ! অপলা মজুমদার
ReplyDeleteহাবীব ভাই শুধু আপনিই নন এ মাতাল হাওয়া এখানেও ! সত্যিই দারুন উপমা প্রেমে টইটুম্বুর! আমরা সবাই চিন্তায় আছি কে কার আগে সোনার সিন্দুক খুলবে ! এই কবিতা দিয়েই বাজিমাত !
Delete"তোমাকে সহ আকন্ঠ পান করে দীর্ঘ দীর্ঘ একটি সুদীর্ঘ সুবর্ণকাল" কথায় শব্দে ভাবে অনন্য! এমন কবিতা সোনার সিন্দুকেই মানায় ! প্রেম ভাবে মদ্যপ কবি! আর আমাদেরও মাতাল করলেন কবি মেহরার রহমান?
ReplyDeleteমেহরাব রহমানের "সোনার সিন্দুক " এমন একজন কবির পক্ষেই প্রকৃতিকে এমন ভাবে দেখা ও এমনভাষায় প্রকাশ করা সম্ভব। চমত্কার , যত প্রশংসা করি কম হবে।
ReplyDeleteকবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। ভালো থাকবেন। আরো এমন অন্তর ছোয়া কবিতার অপেখ্যায় রইলাম
মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে মনটা জুড়িয়ে গেল। প্রতিটি শব্দ হৃদয় কে ছোয়া ,চমত্কার ভাষা। অপূর্ব শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
ReplyDeleteপ্রকৃতি , প্রেম - আরাধনা ও জাগতিক বস্তুর তুলনায় উদাহরনে কবি মেহরাব রহমানের কবিতা অনন্য মাত্রা দান করে!শুধু ভাব বা শব্দ নিয়ে রচিত নয়! কবিতার সকল গুণ বিদ্যমান তাঁর কবিতায়! তাঁর প্রতিটি কবিতায় চমক থাকে সোনার সিন্দুক অনন্য রচনা! অনেক ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকি অপরূপ সুন্দর শব্দের মেলা । কবিতাটি কত অপূর্ব ভাবে ভরা !এই কবিতা সোনার সিন্দুকে মানায়। কবিতাটি পড়লে মনটা কোথায় যেন হারিয়ে যায়। কবিকে অনেক অভিনন্দন আর ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইলো
ReplyDeleteকবি মেহরাব রহমানের কবিতায় সকল গুণ বিদ্যমান!তাঁর প্রতিটি কবিতা অনবদ্য সোনার সিন্দুক অনন্য রচনা!অনেক ধন্যবাদ কবি!শুভেচ্ছা রইল!
ReplyDelete“মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে ভাবনার জগতে হারিয়ে গেলাম । ঋদয় ছোয়া ভাষা আর ভাবনা , সুন্দর শব্দ চয়ন । শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। আগামী কবিতাটা দিতে বেশি দেরি করবেন না যেন। অধীর অপ্পখায়ে রইলাম
ReplyDeleteমেহরাব রহমানের "সোনার সিন্দুক " প্রতিটি শব্দ মনের গভীরে পৌঁছে যায়। কি ,অসাধারণ ভাষা। তুলনাহীন শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন
ReplyDeleteসোনার সিন্দুক
ReplyDeleteমেহরাব রহমান
"কিচিরমিচির পাখিডাকা ভোর
ধীরলয়ে প্রবাহিত জীবনকোলাহল
জাগছে নীলাম্বর নীল আনন্দবিষ
আমি জেনেশুনে বিষ করেছি পান
ঐযে ঐখানে শুয়ে আছে বিলুপ্ত নগর
বিস্ময়কর চাঁদ চন্দ্রিমা;
স্বপ্নের ভেতর স্বপ্নঘর
ঘরের ভেতর সোনার সিন্দুক"
কি দারুন শব্দ চয়ন ,
অসাধারণ ভাষা।
কবিকে ধন্যবাদ আর ভালোবাসা
সুহৃদ পাঠক বন্ধুরা
ReplyDeleteআপনাদের সকলের ভাললাগা আমাকে আরও ভাল কবিতা লেখায় উৎসাহ দেয়
আপনাদের সুন্দর মন্তব্যের জন্যে আমি কৃতজ্ঞ