আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও দহন ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    দহন












    দহন
    অনীত রায়

    তোমার বুকেও এতটা দহন
    শীতল আগুন ক্রমশ কল্লোল
    সূর্যের বুকের কিছুটা উত্তাপ
    ছিঁড়ে নিয়ে যায় তোমার মানুষ
    অসীম তৃপ্তিতে নিমীলিতচোখ
    এখানে আকাল থাকে বারোমাস
    বেজেছে আকালে সুর কখনো
    'জিও মেরে লাল' অমিয় সাগরে
    সেদিন যেমন অমর্ত্য হয়েছে
    আকুল যুবক মরণবাসরে
    তার চরণের থেকে মুছে দ্যায়
    মর্ত্যধূলিকণা প্রিয় দগ্ধ বুক
    প্রশান্তি বেজেছে বেহালার ছড়ে
    সরগম শুধু সেধেছে কোকিল
    আকালের মাঝে শুধু একদিন
    এমন বসন্ত আকাশে ভেসেছে
    পঞ্চমে মাঘ-বুকে মাথা রাখো
    শীতল দহন সরে যাও তুমি
    পঞ্চম সময়ে বিমল বসন্ত


     http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ