অনুর
ভিতর পরমাণু
মেহরাব
রহমান
ভেঙে
পড়ে নদীর
পোড়
খাওয়া;
দুঃখ
দেয়াল l
মিউজিয়ামে
ইতিহাস
সময়ের
মমি l
মনে
পড়ে
সেই
নদী ;
যেখানে
বাউন্ডেলে
স্রোতের
ভেতর নির্বাসিত
শ্রাবন্তীর
প্রেম, আধখোলা
প্রবাল
রঙা ব্লাউজ,
জরিবুটি
কারুকাজ
লীলায়িত
শাড়ি
হায় ! খুলতে যেয়েও পিকাসোর তৈলরং
চিত্র
হয়ে থমকে দাঁড়ায় l
নদী
ভাঙে
চাঁদ
ভাঙে
স্বপ্ন
ভাঙে
মধ্যিরাতে
এখানেই যাপিত জীবন ;
জীবনের
দ্রুতলয় জলপ্রপাত l
এখানে
সুরের সাতরং খেলা
খুব
অবেলার পিয়ানোর বিনম্র নকটার্ন l
১৯
জুন, ২০১৮
http://www.alokrekha.com
কবি মেহরাব রহমানের কবিতা হৃদয়ের অতলান্তিকে ভালো লাগার জোয়ার টানে। অনুর ভিতর পরমাণু 'র সব কয়টি কবিতা মনের মধ্যে দাগ কেটে আছে। আমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা আবার মধ্যিরাতে এখানেই যাপিত জীবন ;জীবনের দ্রুতলয় জলপ্রপাত lএখানে সুরের সাতরং খেলা খুব অবেলার পিয়ানোর বিনম্র নকটার্ন কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.
ReplyDelete"এখানে সুরের সাতরং খেলা
ReplyDeleteখুব অবেলার পিয়ানোর বিনম্র নকটার্ন "
কি সুন্দর কথা ,
মেহরাব রহমানের কবিতা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি ,কবিতা বহু বার পড়তে ইচ্ছে করে। ! কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর অভিনন্দন
অনুর ভিতর পরমাণু
ReplyDeleteমেহরাব রহমান।
"ভেঙে পড়ে নদীর
পোড় খাওয়া;
দুঃখ দেয়াল l
মিউজিয়ামে ইতিহাস
সময়ের মমি ল"
দারুন ভাব ,চমৎকার ভাষা
আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
কবি মেহরাব রহমানের অনুর ভিতর পরমাণু এক উচ্চ মার্গ কবিতা নয় জীবনের কাছাকাছি নিয়ে যায়। দেয় অন্য ধরণের এক অব্যক্ত অনুভূতি যা সকল কিছুই বয়ান করে। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
ReplyDelete