---++++++++++--গীতালি দাশগুপ্তা।
সকাল থেকে বেলা গড়িয়ে যাচ্ছে ,
আলোকিত নরম সকাল , এক সময় বিষন্ন প্রায়।
উদ্ভ্রান্ত বাসনার প্রহর, বেলা গড়াবার সাথে সাথে
নিস্তব্ধ লয়ে ঝিমিয়ে আসে, তারপর , ধীরে ধীরে
নিথর হ'য়ে পরে।
এ সময়টা অপরাহ্ন বেলা ।
তেজদীপ্ত মেঘমুক্ত আকাশ স্তিমিত প্রায়,
তারুণ্যের দাম্ভিক ভঙ্গিমার অবসরের পালা।
কিছু পরে কালো কাপড়ের আচ্ছাদনে, নিঃশব্দ পায়ে,
এগিয়ে আসবে প্রমিত সন্ধ্যা !
অথচ , লুব্ধ বাসনার চাদরটা এখনো গা থেকে
সরানো যাচ্ছে না।
ও যেন অস্থি-মজ্জার সাথে এঁটে বসেছে,
অহর্নিশ পেতে চায় কিছু ।
তাইতো জাগে বিস্ময় !
কৃষ্ণপক্ষ অতি ধী-রে গ্ৰাস করে নেয় পূর্ণ শশীকে,
ঠি..ক তেমনি ভাবে চলে মানব জীবন।
জন্ম থেকে কৃষ্ণ পক্ষের অদৃশ্য হাত
ঠেলে নেয় অদৃশ্যের পথে।
তারুণ্যের ভরা পূর্ণিমার পরিপূর্ণতা পেয়েও
মিশে যেতে হয় বিলুপ্তির বুকে,
তবুও , সঙ্গ ছাড়ে না জীবনের লুব্ধ অভীপ্সা !
গভীর আঁধারে ডুবে যাবার মূহূর্তেও করে
বেঁচে থাকার প্রবল চেষ্টা !
*************
http://www.alokrekha.com
গীতালি দাশগুপ্তা'র লুব্ধ অভীপ্সা" একটি ভিন্ন ধর্মী কবিতা। খুব ভালো লাগলো। সময়ের সাথে মানবের যে তুলনা করেছে তা অনন্য। শব্দ চয়ন অনবদ্য। ভালো থাকবেন কবি।
ReplyDelete