আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও চব্বিশ লক্ষ মিলে মিশে একাকার ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    চব্বিশ লক্ষ মিলে মিশে একাকার

    দিগন্তের ওই আলোকরেখা !


    প্রমোদ ভ্রমণে গিয়ে প্রশান্ত সাগরের ওপর প্রমোদ তরী চড়ে, সাগরের তীরে বসে পরস্পরের হাতে হাত রেখে সূর্য্যোদয় সূর্য্যাস্ত দেখে ঘরে ফিরে মনের কোণে কোনো ভয় কিংবা আশংকার আঁচড় তো লাগেনা। কল্পনায় তো আসেনা প্রশান্ত এই সাগর আমাদের এই জনপদ, আমাদের আবাস আমাদের এই দিন-রাত্রি নিমেষে ডুবিয়ে দিতে পারে - প্লাবিত করে দিতে পারে আমাদের আহমে গড়া অহং প্রাসাদ আর সৌকর্য্যের অট্টালিকা !
    আমাদের ঘুম ভাঙ্গে যখন প্রকৃতি উন্মত্ত, enough is enough ঘোষণা দিয়ে প্রশান্ত সাগর ফুঁসে উঠে নেমে পড়েছে শুদ্ধি অভিযানে ! ডান-বাম, ওপর-নিচ, ধলা-কালো, ধনী-নির্ধন, শক্তিহীন-শক্তিশালী নির্বিশেষে সবাইকে এনে দাঁড় করায় এক সারিতে। এহেন একটা ক্রান্তিকালে আমরা উদ্বাহু আকাশের দিকে চাই, তাকাই দিগন্তের ওই আলোকরেখার বিচ্ছুরিত প্রভা কি এখনো দেখা যায়! চোখ কচলে আরেকবার দেখে নেই আমাদের পারিপাশ, আমাদের চারপাশ আর উপলব্ধি করি আমরা সবাই কোন এক জাদুর পরশে হয়ে গেছি একেকটি আলোকবর্তিকা ! তখন এক আর চব্বিশ লক্ষ মিলে মিশে একাকার

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    2 comments:

    1. মমতা শংকরApril 4, 2020 at 8:50 PM

      আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।

      ReplyDelete
    2. আহমেদ শফিকApril 4, 2020 at 9:19 PM

      আজ এই দুর্দিনে আলোকরেখা ২৪ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন খুব ভাল লাগলো । আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ