আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও জীবন যেমন ---------------- দীপক মুখোপাধ্যায় ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    জীবন যেমন ---------------- দীপক মুখোপাধ্যায়

    জীবন যেমন 
    দীপক মুখোপাধ্যায়
    ॥ ॥ ॥ ॥ ॥ ॥ 

    নিদ্রাহীন রাত কাটে 
    আজকাল , 
    বিছানায় জেগে থাকি 
    শ্বাস পতনের শব্দ শুনি
    শরীরী গন্ধ পাই তোমার ;
    মৌন হয় না মুখ 
    শরীর আর শরীরের সঙ্গে 
    কথা বলে না । 
    মনে হয় কতো যোজন দূরে আমি .....
    দিগন্তের ওপারে নিদ্রাহীন । 
    গাঢ় অনীহায় শরীর কখনও 
    শরীর ছুঁলে 
    এখন আর শিহরিত হই না 
    অনেক , অনেক যোজন দূরে 
    বাস করি আমি ------, নিদ্রাহীন ।

    @ দীপক
     http://www.alokrekha.com

    15 comments:

    1. শিশির দত্তJanuary 7, 2021 at 8:36 PM

      কবি দীপক মুখোপাধ্যায় "জীবন যেমন" কবিতায় জীবনের যে তত্ব তুলে ধরেছেন তা অনন্য। খুব ভালো লাগলো পড়ে। আশা করবো তার আরো লেখা নিয়মিত পাবো। শুভ কামনা।

      ReplyDelete
      Replies
      1. নমস্কার ভালো থাকুন | আর এভাবেই পাশে থাকুন |

        Delete
    2. শফিক রায়হানJanuary 7, 2021 at 8:44 PM

      কবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো । ভালো থাকবেন।

      ReplyDelete
      Replies
      1. ভালোবাসা রইলো

        Delete
    3. মিতা রহমানJanuary 7, 2021 at 8:51 PM

      কবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আলোকরেখাকে আর একটি মাত্রা দান করেছে।খুব ভালো লাগলো পড়ে।

      ReplyDelete
    4. মমতা শংকরJanuary 7, 2021 at 11:10 PM

      কবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আলোকরেখাকে সমৃদ্ধ করেছে। জীবনের এই হালচাল অপরূপ ভাবে তুলে ধরেছেন ,যেমন বিনিদ্র রজনী বিছানায় জেগে থাকা শ্বাস পতনের শব্দ শোনা শরীরী গন্ধ পাওয়া শরীর আর শরীরের সঙ্গে মনে হয় কতো যোজন দূরে কথাগুলো কবিতাকে নিয়েগেছে বাস্তবের এক সত্য পর্যায়। খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
      Replies
      1. শুভেচ্ছা নিরন্তর

        Delete
      2. ভালোবাসা রইলো |

        Delete
    5. বাহ্ ! চমৎকার চিত্রকল্প
      নির্দ্বিধায় দারুন সত্য প্রকাশ
      মানবিক ঘ্রান পাই
      কবি আমার অভিবাদন গ্রহণ করুন

      ReplyDelete
      Replies
      1. ভালোবাসা রইলো

        Delete
    6. আমার ভালোবাসা আর শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন সকলে ।

      ReplyDelete
    7. বাহ্ ! নির্দ্বিধায় নিদারুন সত্যিগুলো বলে ফেললেন কবি। খুব সুন্দর !

      ReplyDelete
      Replies
      1. শুভেচ্ছা নিরন্তর |

        Delete
    8. অনেক ধন্যবাদ সকলকে । শুভেচ্ছা নিরন্তর । এভাবেই পাশে থাকুন ।

      ReplyDelete
    9. Khub bhalo porlam

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ