ভালোবাসাধন্য
হৃদয় !
- সুনিকেত চৌধুরী।
ভালোলাগে ভাবতে
ভাবছে কেউ আমার কথা এই বিকেলে,
"নিরাপদ
হোক যাত্রা" বার্তা
যখন আসে দূরালাপনীর অপর প্রান্ত থেকে !
ফিকেরং মেঘলা
আকাশ
ভারাক্রান্ত
হৃদয়ের কারণ
আর থাকেনা তখন,
কান্না তখন থাকেনা বোবা হয়ে
উচ্চকিত কন্ঠ ঘোষণা দেয়,
ভালোবাসাধন্য
আমার হৃদয়!
http://www.alokrekha.com
এতদিন পর প্রেমের কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেলাম। খুব ভালো লাগছে। ভালোবাসাধন্য হৃদয় !- সুনিকেত চৌধুরীর মিষ্টি একটা ছোট্ট কবিতা। সত্যিই খুব ভালো লাগে ভাবতে কেউ আমার কথা ভাবছে আমার কুশলের জন্য অধীর আগ্রহে বসে আছে। এই কবিতায় কবি হৃদয় আকিঞ্চনে গেঁথেছেন। অনেক ভালো বাসা কবি। আপনার আরো লেখা চাই।
ReplyDeleteএতদিন পর প্রেমের কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা ভালোবাসাধন্য হৃদয় ! পড়ে খুব ভালো লাগছে। একটা ছোট্ট কবিতা। কি তার গভীরতা। অনেক দীর্ঘ কবিতায় মনের ভাব প্রকাশে অসর্মথ থাকে কবি। অথচ কিছু বাক্যে কবি সুনিকেত ফুটিয়ে তুলেছেন মনের কথা। হৃদয় স্পর্শী অনবদ্য কবিতা। এই করোনা কালে সাবধানে থাকবেন কবি। ভালো থাকুন এই কামনা কবি।
ReplyDeleteএতদিন পর আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা ভালোবাসাধন্য হৃদয় ! পড়ে খুব ভালো লাগছে। কতদিন পাইনি কবিতা তাঁর। আমি উম্মুখ হয়ে বসে থাকি কবি সুনিকেতের একখানা কবিতার জন্য। আমি নতুন কবিতা না পেয়ে পুরানো কবিতাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবুও মন মানে না। আজ নতুন কবিতা পেলাম তাও ভালোবাসায় ধন্য। আমি খুব উৎফুল। অনেক অনেক ভালোবাসা হৃদয়ের অন্তোষস্থল হতে।
ReplyDeleteবহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা ভালোবাসাধন্য হৃদয় ! পড়ে খুব ভালো লাগলো। ভালো বাসার এজহার করার জন্য দিস্তা দিস্তা লেখার প্রয়োজন হয় না তার প্রমান কবি সুনিকেতের কবিতা। ভালো লাগে কেউ যখন আমার কথা ভাবে তখন আকাশের ফিকে রং উজ্জ্বল হয়ে ওঠে মন বলে ওঠে ভালোবাসাধন্য আমার হৃদয়! অশেষ শুভ কামনা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর ভালোবাসাধন্য হৃদয় ! ছোট কবিতা অথচ কি গভীর। ভালোবাসার কি অনুপম প্রকাশ। খুব ভালো লাগলো। কবির প্রতি ভালোবাসার কারণ কবির রচনা যা সচারচর দেখা যায় না। ভালোবাসা কবি।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর ভালোবাসাধন্য হৃদয় ! কবিতাটা পরে খুব ভালো লাগলো। আমি আলোকরেখার নুতুন পাঠক। খুব ভালো লাগলো এই ওয়েব সাইটটা। এক জন পাঠকের জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য উপযুক্ত। বিশেষ করে কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা। আলোকরেখার মঙ্গল কামনা করি।
ReplyDeleteইমরান ওয়াসেক আলোকরেখায় আপনাকে সুস্বাগতম। আমাদের চেষ্টা থাকে পাঠকদের প্রজ্ঞা ও মননের সন্তুষ্টি। আমাদের কোন একটা লেখা বা প্রয়াস যদি একজন পাঠককে আনন্দ দেন করে তাতেই আমরা কৃতার্থ। অনেক অনেক অভিনন্দন ও অনেক ভালোবাসা।
Delete