মুজিব  আমার অহংকার!
সানজিদা রুমি  
আমি বাংলাদেশ! মুজিব আমার জন্মের আধার।
মানচিত্রে দিয়েছো ঠাঁই  ! মুজিব  আমার অহংকার!
তুমি নও  কোন দিবসের -নও  বাঁধা বন্দি কালের যাত্রায়-
আদি থেকে অন্ত নিত্যকালের চিরন্তন তুমি অক্ষয়তায়।
অদম্য অক্লান্ত সম্পূর্ণ তুমি  ! নও  পাত্র কৃপা-অনুকম্পার-
তোমায়  বেঁধে রাখে সাধ্যি নেই  বিধাতার।
তুমি  মধুসূদনের মেঘনাদবধ অমর কাব্য !
কবি নজরুলের" বিদ্রোহী " কবিতা ! শিখর হিমাদ্রির!
 "মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ উন্নত তব  শির-
তুমি  মৃন্ময়, তুমি  চিন্ময়, অজর অমর অক্ষয়, তুমি  অব্যয়
বিশ্বের  চির-দুর্জয়, তুমি মানব দানব দেবতার ভয় "। 
চির-বিস্ময়! তুমি  অপরিজ্ঞাত, দুর্বোধ্য, রহস্যময় বিশ্ববিধাতার 
তব হৃদয়ে দীপ্ত নিগূঢ় অতিপ্রাকৃত রূপ নৈসর্গিক ভালোবাসার।
 ঈশান-কোনের রুদ্র ঝঁঝা বৈশাখের দাহন খরা
 নদীর কুলু কুলু ধ্বনি অঝর শ্রাবনের ধারা।    
মানো  নাই প্রণালীবদ্ধ নিয়মনিষ্ঠ দলিত নিয়ম শৃঙ্খল
 শাসকেরে করি ভস্ম! নির্ভীক দুর্দম অটল
বজ্র, বহ্ণি, স্ফুলিঙ্গ স্পর্ধিত তেজস্বী দাবানল।


লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







সানজিদা রুমির "মুজিব আমার অহংকার!" উচ্চ মানের কবিতা। এখানে জাতির পিতাকে যে ভাবে উপস্থাপন তা প্রশংসনীয়। খুব ভালো লাগলো। জয় বঙ্গবন্ধু।
ReplyDeleteসানজিদা রুমির "মুজিব আমার অহংকার!" কবিতাটা অসাধারণ।বাংলাদেশ মানেই শেখ মুজিব। তিনিই বাংলাদেশের জন্মের আধার। তাঁর জন্যই পৃথিবীর বুকে ঠাঁই পেয়েছে এক মানচিত্র। খুব ভালো লাগলো। সুস্বাগতম কবিকে।
ReplyDeleteসানজিদা রুমির "মুজিব আমার অহংকার!" কবিতাটা অসাধারণ সুন্দর । "তুমি নও কোন দিবসের -নও বাঁধা বন্দি কালের যাত্রায়-আদি থেকে অন্ত নিত্যকালের চিরন্তন তুমি অক্ষয়তায়। অদম্য অক্লান্ত সম্পূর্ণ তুমি ! নও পাত্র কৃপা অনুকম্পার-তোমায় বেঁধে রাখে সাধ্যি নেই বিধাতার।" এত সত্যি কথাগুলো প্রাণের ভেতরে যেয়ে লেগেছে। খুবই ভালো লাগলো পড়ে।
ReplyDeleteকবে নতুন লেখা পাবো ? কতদিন আর পুরানো লেখা পড়ে কাটাবো । আলোকরেখা কি বন্ধ হয়ে গেল ? দয়া করে নতুন কিছু প্রকাশ করুন ।আলোক রেখা আমাদের খুব প্রিয় প্রকাশনা
ReplyDeleteবাহ। অসাধারণ সুন্দর
ReplyDeleteদারুন শক্তিশালি কবিতা | খুব ভালো লাগলো | কবিকে অনেক অনেক শুভেচ্ছা |
ReplyDeleteখুব ভালো লাগার একটি কবিতা
ReplyDeleteসানজিদা রুমির "মুজিব আমার অহংকার!" কবিতাটা অসাধারণ।বাংলাদেশ মানেই শেখ মুজিব। তিনিই বাংলাদেশের জন্মের আধার। তাঁর জন্যই পৃথিবীর বুকে ঠাঁই পেয়েছে এক মানচিত্র। খুব ভালো লাগলো। সুস্বাগতম কবিকে।
ReplyDeleteমুজিব একটি ইতিহাস। জাতির অহংকার।
ReplyDelete