আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও একটি বিকেলের গল্প। - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    একটি বিকেলের গল্প। - সুনিকেত চৌধুরী

     একটি বিকেলের গল্প।
    - সুনিকেত চৌধুরী

    বিকল্প বিনোদন হলুদাভ বিবর্ণতায় ম্রিয়মান
    সম্মুখ সমুদ্র সৈকত সহসা অদৃশ্য অরুণাচলে
    ভগবদ গীতা উচ্চারিত অনুচ্ছেদে ব্যাকরণ খোঁজার মত দুর্বুদ্ধি
    হয় যদি কস্মিনকালে
    আদ্যান্ত সমর্পণ তখন একমাত্র সহায়,
    একমাত্র বিধান !
     http://www.alokrekha.com

    8 comments:

    1. মিতা রায়July 15, 2025 at 2:35 PM

      এই কবিতাটি—“একটি বিকেলের গল্প”—নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এক ধরণের বোধগম্যতার চেয়ে অনুভবনির্ভর মনস্তাত্ত্বিক যাত্রা তৈরি করে। আপনার লেখাটি গীতিময়, বিমূর্ত এবং দার্শনিক। এটি ব্যাখ্যা বা বিশ্লেষণের দাবিও রাখে। অনেক অনেক শুভেচ্ছা কবি সুনিকেত ।ভালবাসা রইল

      ReplyDelete
    2. মোহন সিরাজিJuly 15, 2025 at 2:49 PM

      বহুদিন পর আলোক রেখায় কোন নতুন লেখা পেলাম। তাও আমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতা।এই কবিতায় বিকেল যেন এক প্রতীক—বিষণ্নতা, অন্তর্দ্বন্দ্ব ও প্রজ্ঞার সন্ধিক্ষণের। “বিকল্প বিনোদন হলুদাভ বিবর্ণতায় ম্রিয়মান” বিকেলের বিষণ্নতা বা ক্লান্তি যেন এক রঙহীন বিকল্প বিনোদনের প্রতিচ্ছবি। জীবনের অতৃপ্তি বা রুটিনবদ্ধ একঘেয়েমি এখানে ছায়ার মতো জড়িয়ে আছে। আলোক রেখাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা কবি ।

      ReplyDelete
    3. পাভেল রহমানJuly 15, 2025 at 2:55 PM

      “সম্মুখ সমুদ্র সৈকত সহসা অদৃশ্য অরুণাচলে” হয়তো চোখের সামনে মুক্তির বা স্বপ্নের দৃশ্য ছিল—সমুদ্র সৈকতের মতো বিস্তৃত কিন্তু হঠাৎ করেই তা হারিয়ে যায় দূরবর্তী, অজানা কোনো জায়গায়—অরুণাচলের মতো। এখানে বাস্তবতার সঙ্গে দূরাগত আশার সংঘর্ষ রয়েছে।অপূর্ব নিপুনতার সাথে মনের ভাব প্রকাশিত করেছেন কবি ।খুব ভাল লাগলো। ভাল থাকবেন ।

      ReplyDelete
    4. মৃন্ময়ীJuly 15, 2025 at 3:11 PM

      কি যে ভাল লাগছে কবিতাটা পেয়ে। আমিতো আশাহত হয়ে গেছিলাম যে আর কোন দিন আলোক রেখায় কিছু প্রকাশিত হবে না । এখন দেখলাম আমি ভুল । আলোক রেখা আমাদেরকে নিরাশ না করে আমার অনেক অনেক অনেক প্রিয় কবি সুনিকেতের কবিতা প্রকাশ করেছে । সুন্দর কবিতা কিন্তু বিসাদের ছায়া।এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে সবসময় সবকিছু বুঝে ফেলা সম্ভব না। কিছু জিনিস মেনে নিতে হয়। অনেক অনেক ভাল বাসা কবি ।আবারতো হারিয়ে যাবেন না ?

      ReplyDelete
    5. মিতালি মুখার্জিJuly 15, 2025 at 3:22 PM

      এই কবিতা ‘বিকেল’ শব্দটিকে সময় নয়, এক অন্তর্দশার প্রতীক হিসেবে ব্যবহার করে।এখানে বিকেল মানে দিনের শেষাংশ নয়, বরং এক অন্তর্বেদনার সময়কাল। এই সময়টায় মানুষ আত্মসমীক্ষায় যায়, ক্লান্ত হয়ে পড়ে। বিকেল যেন প্রতীক হয়ে ওঠে জীবন-যাপন ও আত্মসমর্পণের সন্ধিক্ষণের। এক কথায় অনন্য ।খুব ভাল লাগ্ল।ধন্যবাদ আলোক রেখা ।

      ReplyDelete
    6. রুপকুমার বর্ধনJuly 15, 2025 at 3:27 PM

      একটি বিকেলের গল্প। -কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য এক কবিতা ‘সমর্পণ’ এখানে ধর্মীয় নয়, অস্তিত্ববাদী নিরুপায়তা থেকে উৎসারিত এক সিদ্ধান্ত।
      শেষের পঙক্তিগুলো—“আদ্যান্ত সমর্পণ তখন একমাত্র সহায়, একমাত্র বিধান”—পাঠককে থমকে দেয়। এটি আত্মসমর্পণ নয়, আত্মউন্মোচনের রূপ, যেখানে বুদ্ধি, বিশ্লেষণ ও উপলব্ধির শেষে একমাত্র মুক্তি হয় নিজেকে সঁপে দেওয়া।কি দারুন অভিব্যক্তি। শুভ কামনা।

      ReplyDelete
    7. তাজিন মুরশেদJuly 15, 2025 at 3:34 PM

      একটি বিকেলের গল্প। -কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য এক কবিতা পড়ে খুব ভাল লাগলো ।স্বল্প কথায় জীবনের যে রুপ ফুটিয়ে তুলেছেন তা প্রশংসার দাবিদার । এই কবিতাটি বোধগম্য হওয়ার জন্য নয়, অনুভবের জন্য লেখা।এটি সেই ধরণের লেখা যেটি বর্ণনা বা ব্যাখ্যায় নয়, বরং পাঠকের নিজের অনুভব দিয়ে বুঝতে হয়। প্রতিটি চিত্র, প্রতিটি রূপক খোলা রেখে দেওয়া হয়েছে নিজস্ব ব্যাখ্যার জন্য। অনন্য ।

      ReplyDelete
    8. অসীম গোস্বামীJuly 15, 2025 at 4:52 PM

      একটি বিকেলের গল্প। -কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য এক কবিতা পড়ে খুব ভাল লাগলো । একটি ভাবগম্ভীর, বিমূর্ত অথচ গভীর তাৎপর্যময় কবিতা। কবিতার শুরুতে “বিকল্প বিনোদন হলুদাভ বিবর্ণতায় ম্রিয়মান”— এই চিত্রকল্পটি একটি বিষণ্ণ বিকেলের মানসিক দৃশ্যপট তুলে ধরে। এখানে ‘বিকল্প বিনোদন’ বলতে আধুনিক জীবনের অবসরে পাওয়া কৃত্রিম আনন্দ বা অসারতাকে বোঝানো হতে পারে, যা ধীরে ধীরে তার প্রাণ হারাচ্ছে। অতি নিপুনতার সাথে জীবন সায়াহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন স্বভাব জাত কবি সুনিকেত ।এটাই কবির সফলতা। ভাল থাকবেন কবি । আলোকরেখাকে আন্তরিক অভিনন্দন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ