আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও মিতালী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    মিতালী


    মিতালী 
    সুনিকেত চৌধুরী।  

    আকাশের সাথে জলের মিতালী হয়নাতো কোনোদিন 
    প্রতিচ্ছবিই শুধু বুকে নিতে পারে জল আকাশটাকে নয় !
    আকাশের মাঝে খেলা করে যত মেঘ-বিদ্যুত আর পায়রার দল 
    ছুঁতে গিয়ে আকাশটাকে দিক হারায় নিশিদিন
    জল তবে অবিচল আকাশের ভালোবাসা ধরে রাখে বুকে প্রতিদিন।  
    এইভাবে দিন গিয়ে রাত শেষে সকাল যখন হলো একদিন 
    আকাশের সব ক'টা ছবি সবটুকু ভালোবাসা করে নিতে আপনার 
    কাঁচ-স্বচ্ছ শীতলতায় ঝাঁপ দিলো জল অমরত্ব পাবার আশায় !
    বুকে বাঁধা আশা  হিমাঙ্কের অনেক নীচের এই শীতলতা 
    বুকে ধরা এই আকাশটাকে রেখে দেবে বুকের কাছেই - অনন্তকাল!

     http://www.alokrekha.com

    4 comments:

    1. মাধবী ফিরোজJanuary 22, 2018 at 9:25 PM

      "আকাশের সাথে জলের মিতালী হয়নাতো কোনোদিন" দারুন বাস্তবতাকে তুলে ধরেছেন আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরী। কত সহজেই কবিতায় বন্দি করেন আমাদের মনের কথা। তাইতো এতো ভাল লাগে তার কবিতা।

      ReplyDelete
    2. মমতা নাসরিনJanuary 22, 2018 at 10:33 PM

      সকালে উঠে আলোকরেখা খুলতেই প্রিয় কবির কবিতা। অনেক ভালো লাগলো। জীবনের নিগূঢ় সত্য কবিতার পাতায় আসার সঞ্চার করা এখানেই কবি সুনিকেতের প্রতিভা প্রতিভাত হয়।অনেক ধন্যবাদ আলোকরেখাকে আবার নতুন করে কবির লেখা প্রকাশ করার জন্য। অনেক ভালবাসা কবি।

      ReplyDelete
    3. আকাশ আর জলের ব্যবধানের মিতালী, ‘ভালবাসা’ ছুঁতে না পারার অন্তহীন কষ্ট- সুনিকেত চৌধুরীর ‘মিতালী’ কবিতায় সুন্দর, সচ্ছতায় প্রতিফলিত। ‘কাঁচ-স্বচ্ছ শীতলতায় ঝাঁপ দিলো জল... ‘- কবিতা জুড়ে এমন নিটোল বর্ণনায় চোখে বৃষ্টি নামে, মনের আকাশও এক উদাসীন শূন্যতায় হারায়। ভালবাসার কবি সুনিকেত! পাওয়া এবং না পাওয়ার গভীর কষ্টের উত্তাপে যে ‘ভালবাসা' তা প্রকাশে কবি তাই অনবদ্য! এখানেই কবির সার্থকতা! ধন্যবাদ কবি এবং আলোকরেখা!

      ReplyDelete
      Replies
      1. আপনারা আলকরেখা পড়েন এবং মন্তব্য করেন। আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। আপনাদের ভালবাসায় এত অল্প সময়ে এত পাঠক সংখ্যা ও জনপ্রিয়তা পেয়েছে।

        Delete

    অনেক অনেক ধন্যবাদ