আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যে আমায় ভালোবাসতে দেয় না । -- হোসনে আরা জেমী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যে আমায় ভালোবাসতে দেয় না । -- হোসনে আরা জেমী

    যে আমায় ভালোবাসতে দেয় না ।
    --  হোসনে আরা জেমী

    অগ্রাহায়ণে সবুজ প্রান্তর জোড়া ধান ক্ষেত
    সোনালী ধান উপহার দেবে
    তাই সে মহা ব্যস্ত মঞ্জরি বিলাতে।
    আজ আকাশের মন ভালো নেই
    কাঁশবনে শরৎ মেঘে কাঁশফুল খুঁজে পায় না
    সর্ষে ফুলের মাতাল গন্ধ আর তেমন পাগল করে না
    বাঁশ বনের শণ শণ শব্দ বলেছে,
    আমি মঞ্জরি ফোটাবো না
    এতে দুঃখ, মহামারী বেড়ে যাবে।

    পদ্ম দীঘি বলছে, ভালোবাসা হাসছে না
    তাই আমি ফুটবো না।
    তাল গাছটার উঁচু চূড়ায় বাবুই তার ভালোবাসা পাবার আশায়
    ঘর বুনছে নতুন উদ্যমে।
    গভীর রাতে ছাতিম ফুলের মৌ মৌ গন্ধে
    ভালোবাসা হাসে না
    স্রোতস্বিনী করতোয়া ম্রিয়মাণ হয়ে গেছে
    শহুরে আগ্রাসনের বেড়াজালে।
    শীর্ণকায় করতোয়াকে আর
    আগের মত ভালোবাসা যায় না।
    এইসব কষ্টগুলো আমাকে
    ভালোবাসাহীন করে দিতে চাইছে বলে
    আমি আরও বেশি বেশি করে পেতে চাই
    ভালোবাসাহীনতায় ভালোবাসা।

     http://www.alokrekha.com

    5 comments:

    1. কামরুজ্জামান হীরাJuly 30, 2018 at 5:09 PM

      চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি ভালো থাকুন আরো লিখুন.

      ReplyDelete
    2. ভাল লাগলো। ভালোবাসা ও প্রকৃতি মিলেমিশে এক অনন্য কবিতায় পরিণত হয়েছে।

      ReplyDelete
    3. ঋতু মীরAugust 8, 2018 at 3:41 PM

      'যে আমায় ভালবাসতে দেয়না' -এক সহজ সরল অভিব্যাক্তির প্রকাশ। প্রকৃতির অসামঞ্জস্যতা মানব মনে ভালবাসাহীন অনুভূতির জন্ম দেয় । আকাশের মন ভাল না থাকার মত আমাদেরও মন মেঘে ছেয়ে থাকে, ভালবাসতে দেয়না । সাধারণ উপমা থেকে অসাধারণ কাব্যিক প্রকাশে হোসনে আরা জেমি অনন্য! ধন্যবাদ কবিকে!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ