আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আল মাহমুদ -----মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আল মাহমুদ -----মেহরাব রহমান

     

    আল মাহমুদ 
    কাব্যগ্রন্থ : আমি ক্রীতদাস 
    মেহরাব রহমান
    (৬ জানুয়ারি, ২০০৫, মূলধারা ইন্টারন্যাশনাল, ঢাকায় শীতকালীন কবিতা উৎসবে কবি আল মাহমুদের বক্তব্য থেকে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে) 

    মফস্বলের পথ ধরে হেলেদুলে চলেছে ছুটে যুবক। স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠে আসে কাঙ্ক্ষিত নগর রাজধানী ঢাকায়। হাতে ধরা, রং করা, জংধরা, গোলাপের ছবি আঁকা, দড়িদড়া দিয়ে বাঁধা টিনের স্যুটকেস। বীরদর্পে হেঁটে যায় শ্যামলবরন যুবক এক। কী তার নাম? নাম জেনে কী হবে? নাম তো ছড়ায়নি সুনাম। তবে অসীম রহস্যে ঘেরা এই টিনের বাক্স। কী আছে ওতে? কী সম্পদ বয়ে নিয়ে এসেছে সে? কবিতার পঙক্তির মতো সে হাঁটে। রিমঝিম কবিতার অক্ষরের মতো বোলচাল, চোখ তার উপমায় রোমাঞ্চিত, ঝরে পড়ে কবিতা, কবিতারা ঝরে পড়ে, দৃষ্টি প্রক্ষেপণে। অবিরত ঝরে; কবিতারা ঝরে পড়ে তার প্রতিটি উচ্চারিত শব্দে, হাসিতে, উল্লাসে, অচেতন গানে গানে। এই অচিন যুবক আপাদমস্তক কবিতার মোড়কে জড়ানো এবং আজন্ম কবি ছাড়া কিছু নয়। তাঁর সতীর্থ কবিগণ যখন  ফরাসি কিংবা ব্রিটিশ সিলেক্টেড পোয়েমস-এর বই বগলদাবা করে ঘুরে বেড়ায় শহরময়; ঠিক তখনই এই অবাক যুবক তার সেই রহস্যঘেরা টিনের বাক্স থেকে এক এক করে বের করে আনে বাংলাদেশের নদী, পাহাড়, পাখপাখালি, গ্রামবাংলার চলন্ত ছবি। জানা গেল, বাতাসে ছড়াল খবর। কত না সম্পদ ছিল ফুলতোলা টিনের বাক্সের ভেতর। কবিতার উপাদানে ঠাসা ছিল অফুরান ভান্ডার। কত, কত বেরিয়েছে অমিয় কবিতা; গড়িয়েছে অঝর কবিতার স্রোত। অনেক সময় পাড়ি দিতে দিতে, বড় হতে হতে আজকের এই কবির নামের সৌরভ দূর থেকে পাওয়া যায়। বহুদূর থেকে ছায়া দেখে চেনা যায়। এই কবির চোখ দুটো জ্বলন্ত কবিতা। চোখ থেকে অবিরত ঝরে পড়ে কবিতার পঙক্তিমালা। শুভ্র শ্মশ্র“ বাতাসে ওড়ায় কবিতা। নিলয় প্রকোষ্ঠের কোষে কোষে সঞ্চারিত কবিতা। প্রতিটি রক্তকণিকায় কবিতা। এই কবি আজকের, আমাদের সোনালী কাবিনের, মুকুটহীন কবিসম্রাট আল মাহমুদ

    http://www.alokrekha.com

    6 comments:

    1. ইমরান আহমেদAugust 23, 2025 at 7:36 PM

      আল মাহমুদ কাব্যগ্রন্থ : আমি ক্রীতদাস কবিতায় কবি মেহরাব রহমান অসাধারণ বর্ণনা দিয়েছেন আপনি—একজন কবির আত্মপ্রকাশ ও যাত্রার কাব্যময় চিত্র। আপনার লেখাটিকে কেন্দ্র করে আল মাহমুদের সাহিত্যিক গুরুত্ব ও শৈলী উঠে এসেছে । খুব ভাল লাগলো ।

      ReplyDelete
    2. মিতা কাদেরAugust 23, 2025 at 7:43 PM

      আল মাহমুদ গদ্য কবিতায় কবি মেহরাব রহমান অসাধারণ বর্ণনা দিয়েছেন যা পাঠক মনে দাগ কাটে । সুন্দর ভাবের আগমন কবিতাকে অন্য মাত্রা দান করেছে । একজন কবি আরেকজন কবির মহিমা তুলে ধরেছেন যা অতুলনীয় । শুভ কামনা কবি ।

      ReplyDelete
    3. কামরান করিমAugust 23, 2025 at 7:50 PM

      "আল মাহমুদ" গদ্য কবিতা কবি মেহরাব রহমানের অসাধারণ নিরিক্ষা ধর্মী একটা লেখা । আল মাহমুদের কবিতায় গ্রামীণ জীবনের সুখ–দুঃখ, মানুষ ও প্রকৃতির সহাবস্থান যেন এক অফুরন্ত উৎস। তাঁর কবিতার ভাণ্ডার থেকে ফুটে ওঠে নদী, খেত, মাঠ, জনপদ, পাখি—যা শহুরে কাব্যের ধারা থেকে আলাদা এবং স্বতন্ত্র জীবনদর্শনের প্রতিফলন। কবি অনবদ্য ভাবে তা অঙ্কিত করতে সক্ষম হয়েছেন । খুব ভাল লাগলো ভিন্নধর্মী কবিতা পেয়ে । অনেক অনেক শুভেচ্ছা !

      ReplyDelete
    4. ইশরাত শিল্পীAugust 23, 2025 at 8:00 PM

      " "আল মাহমুদ" গদ্য কবিতা কবি মেহরাব রহমানের অসাধারণ নিরিক্ষা ধর্মী একটা লেখা " আমি সহমত পোষণ করি।আলকরেখা সবসময় স্বতন্ত্র ও ভিন্নধর্মী লেখায় সমৃদ্ধ যা পাঠককে আকৃষ্ট করে । আলকরেখার উন্নতি ও সমৃদ্ধি কামনা করি ।

      ReplyDelete
    5. ডঃ অজিত রায়August 23, 2025 at 9:52 PM

      "আল মাহমুদ" লেখাটা কবি মেহরাব রহমানের অসাধারণ সৃজন । এখানে তিনি একজন কবিকে নিয়ে লিখেছেন । লিখেছেন টিনের বাক্স থেকে কবিতার মতো বাংলাদেশ বেরিয়ে আসার উপমা আল মাহমুদের কবিতার মৌলিক বৈশিষ্ট্য। তিনি দেশ, স্বাধীনতা, কৃষক, শ্রমজীবী, দরিদ্র মানুষের কথা যেমন লিখেছেন, তেমনি প্রকৃতির রূপ-সুষমাকে কবিতায় বুনেছেন—যা তাঁকে জনগণের কবি করে তুলেছে। অনন্য সুন্দর উপমা ব্যবহৃত হয়েছে ।খুব ভাল লাগলো !!!

      ReplyDelete
    6. মোহন সিরাজীAugust 23, 2025 at 9:57 PM

      "আল মাহমুদ" লেখাটা কবি মেহরাব রহমানের অনবদ্য লেখা । তাঁর কবিতা জটিল দার্শনিক ভাষায় নয়, বরং সরল অথচ গভীর বাংলা ভাষায় রচিত। তাই পাঠকের কাছে সহজে পৌঁছে যায়। তাঁর শব্দচয়ন অনাড়ম্বর অথচ অনন্য সৌন্দর্যমণ্ডিত—যা বাংলা কাব্যে স্বতন্ত্র ধারা গড়ে দিয়েছে। অনেক শুভ কামনা !

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ