আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও ভগবানের গ্রীষ্মকালীন ছুটি ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    ভগবানের গ্রীষ্মকালীন ছুটি !


    ভগবানের গ্রীষ্মকালীন ছুটি !

    আশরাফ আলী  

     মানুষের সাথে মানুষের যুদ্ধ যখন দেখি, 
    অনাহারী মা'কে আমার কাঁদতে যখন দেখি 
    পাঁজর দেখানো মা'য়ের কোলে ড্যাবড্যাব চোখে 
    দেব শিশুটির ঠোঁটের কোণায় মাছি যখন দেখি্‌
    তাবৎ দেশের তাবৎ নেতার হেঁড়ে গলার গান যখন শুনি 
    কষ্ট করে রাত-বিরেতে টক-শো যখন শুনি 
    মিনটু মামার মজ্জাগত ময়লা যখন দেখি্‌ 
    হলুদ খবর সবুজ বলে বিকোতে যখন দেখি 
    আয়না দেখে পায়না সময় অন্য কিছুর 
    সেলফি নিয়ে ব্যস্ত মদন গর্ব যখন করে 
    আকাশ যখন মেঘে ঢাকে বোমার বিস্ফোরণে 
    সাদা যখন সাতরং ভুলে শ্রেষ্ঠত্বের দাবী তোল
    পণ্য করে "আমার মা" কে বেচতে যখন দেখি 
    পুড়িয়ে গ্রামের সব বাড়ী-ঘর সব জমিনের মালিক বনে 
    দেশের সেবায় নিজের জীবন দেবে যখন শুনি 
    দেশোদ্ধারের কথা বলে নিজের হিসেব খাতায় লিখে 
    যুদ্ধ জয়ের নীল নকশা আকঁতে যখন দেখি
    মনে হয় আমার তখন, ভগবানের এখন বোধ হয় 
    গ্রীষ্মকালীন ছুটি !
    http://www.alokrekha.com

    6 comments:

    1. এই লেখাটা আগেও পরেছি ।আবারো পরলাম আবার ভাল লাগলো । ভাল থাকবেন আশরাফ ভাই ,শুভ কামনা

      ReplyDelete
    2. ঘুমাতে যাওয়ার আগে আলকরেখায় নতুন কবির নতউন কবিতার সংযোজন ।খুব ভালকবিতা। আলক্রেখায় এই নতুন নতুন সংযজনে পাঠক আকৃষ্ট হবে।

      ReplyDelete
    3. ভগবানের গ্রীষ্মকালীন ছুটি কবিতাটা একেবারে অন্য রকম।গতানুগতিক নয় বরং নতুন ব্যঞ্জনের আবির্ভাব। আমার খুব ভাল লেখেছে । ভাল থাকবেন। আশা করবো আপনার লেখা নিয়মিত পাবো

      ReplyDelete
    4. আশরাফ আলী যে কবিতা লেখেন তা জানতাম না ।খুব ভাও লাগলো কবিতাটা পড়ে । আর অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    5. অপূর্ব লেখনি !আমার মতে যে কবিতা যদি বার বার পড়তে ইচ্ছে করে এবং পড়া শেষে সেই কবিতাটা বেশ কিচ্ছুক্ষন ভাবায় সেটাই ভাল কবিতা। আশরাফ আলীর কবিতায় তা বিদ্যমান। শুভ কামনা কবি আর আলোকরেখার একজন ভক্ত নিয়মিত পাঠক হিসাবে নতুন একজন কবিকে আমাদের কাছে পরিচিত করবার জন্য ধন্যবাদ।

      ReplyDelete
    6. আমার প্রিয়জন আশরাফ আপনার লেখাটি
      অনেক ভালো লাগলো
      ভগবান মানুষ সৃষ্টি করে, প্রকৃতি সৃষ্টি করে
      সব কিছু স্বয়ংক্রিয় করে দিয়েছেন
      এখন সব আপন খেয়ালে চলে
      এতসব অনাচার দেখে তিনিও ক্লান্ত হয়ে পড়েন
      তাঁর তখন হয়তো প্রয়োজন হয় গ্রীষ্মকালীন ছুটির

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ