আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও জাগতিক স্মৃতি. ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    জাগতিক স্মৃতি.

     

    জাগতিক স্মৃতি.

    আনিনা তাহিন নেভিলা


    বালিহাঁস-পালক কম্বলে ডুবে যায়- দেহ
    অলৌকিক ছায়ার জঠরে ঘুম।
    ঝঝকমারি রুপালি কোদাল এক
    তুলে নেয় দশটি আঙুল
    নিস্তব্ধ উন্মাদ নিজেকে খুঁড়ে দেখি-
    শুয়ে আছে এক মস্ত গোর।
    জাগতিক স্মৃতি নিয়ে কতো দূর হাঁটে
    ক্লান্তিহীন মস্তিষ্ক পারাবত?
    সমাধিফলক অবধি গিয়েই,
    দুহাত তুলে দাঁড়ায় যিশু নিনাদ-
    'আমার স্মৃতিকেও ক্রুশবিদ্ধ কোরো !"
    মুহাম্মদ! তোমাকে স্বপ্নে দেখতে গিয়ে
    ঘুমিয়ে যায় মসজিদ। মিনারের চোখ।
    অথচ- যাদের কোমর অবধি জল
    তাদের দাবী- কেবলমাত্র দণ্ডায়মান কবর।

    পৃথিবীর অতীত অবধি যায় না মৃত্যু,
    ফটকের বাইরে পায়চারি অহর্নিশি।
    পুরে যাওয়া রক্তের ঘ্রাণ যায় না,
    জীবন্ত চিতার উর্ধ্বে।
    তবুও পরমায়ু মহাতরঙ্গ ভেদে-

    এভাবেই কাঁধে কাঁধ রাখে অতীত বিস্মৃতি।

    জলজ ধমনীর কম্পনে সুস্পষ্ট বোঝাপড়া,
    শুয়ে শুয়ে শুঁয়োপোকা জীবন হবো তবুও-
    মৃত্যুর পর। অতঃপর বিশদ রসদ হোক,
    চোখে নিয়ে হেঁটে আসা জমাকৃত ভাবনা।
    একশত বছরের অগণিত কথোপকথন -
    প্রথম অক্ষরের মতো জীবন্ত, ফলবতী!
    গোরে নিয়ে যেতে দেওয়া হোক-
    যাবতীয় খুঁটিনাটি স্মৃতি!

    http://www.alokrekha.com


    11 comments:

    1. আলকরেখায় নতুন কবিকে স্বাগতম। দারুন লেগেছে পরতে ,শব্দের খেলা কবিতাকে দিয়েছে প্রান ।অনেক অনেক সুভেচ্ছা ! ভাল থাকবেন ও নতুন আরও কবিতার আশায় বইলাম

      ReplyDelete
    2. নেভিলা আমার আন্তরিক শুভাশিস জানাই। এত সুন্দর লেখা তাও আবার কবিতা ? দারুন !সব কবিতা্‌,কবিতা হয় না। শব্দ চয়নের সাথে বক্তব্যের মিল থাকতে হবে। আবার বক্তব্যে সাথে প্রাণ ছুঁতে হবে।বার বার পড়তে ভাল লাগে।এই সব গুন এই কবিতায় বিদ্যমান। আশীর্বাদ রইল আরো নতুন কবিতার অপেক্ষায় রইলাম

      ReplyDelete
    3. sokalei et bhalo ekta kobita pelam. monta vore gelo.emon kobita ajkal khub ekta pore hoy na.asha korbo niyomit ei kobiar prosaad pabo.onek onek shuveccha kobir jonno

      ReplyDelete
    4. দারুন!!!!!! আমাদের আজকের বিষয় এই কবিতা ।
      'গোরে নিয়ে যেতে দেওয়া হোক-যাবতীয় খুঁটিনাটি স্মৃতি"। এই নিয়েই চলবে আজকের আলোচনা ।কবিকে অনেক শুভেচ্ছা ।আগামী কবিতার অপক্ষায় রইলাম।

      ReplyDelete
    5. আলকরেখাকে অনেক অনেক ধন্যবাদ এমন একজন গুনি কবির কবিতা পোস্ট করার জন্য,সত্যি অনবদ্য কবিতা। অনেক শুভেচ্ছে। নতুন লেখার আশায় থাকলাম

      ReplyDelete
    6. সঞ্জিদা সবার জানা আমি আলোকরেখার একনিষ্ঠ পাঠক।এই কবিতাটা দারুন!আমি অভিভুত!নব জাগরনের কবি।শব্দের ও ভাষার ওপর কি দখল গো ।বড্ড ভাল!সমীরণ আমায় আবৃতি করে শোনাল। তোমায় খুব মিস করছিলাম। কবে কলকাতায় আসবে? আর শোন কবিকে অনেক প্রাণঢালা ভালবাশা। ভাল লিখুন!ভাল থাকুন!নতুন নতুন কবিতা দিয়ে আমাদের সমৃদ্ধ করুন...

      ReplyDelete
    7. অনেক ভাল লাগলো কবিতাতা পরে, দারুন শব্দের সৌন্দর্য। আভিতুত! ভাল থাকবেন ।আশাকরি নিয়মিত কবিতা পাবো

      ReplyDelete
    8. অসাধারণ চিত্রকল্প
      শব্দ কারণে মুন্সিয়ানা এবং
      বহুমাত্রিকতা নিয়ে নিজস্ব পথ নির্মাণ
      কবিতাকে ভিন্ন মাত্রা দিয়েছে
      সাধুবাদ কবি

      ReplyDelete
    9. সকলকে প্রাণ হতে ধন্যবাদ কবিতাটি পড়ে ভালবেসে মন্তব্য করার জন্য। সবাই ভালো থাকুন...দেখা হোক কবিতায়।

      ReplyDelete
    10. “সকলকে প্রাণ হতে ধন্যবাদ কবিতাটি পড়ে ভালবেসে মন্তব্য করার জন্য। সবাই ভালো থাকুন...দেখা হোক কবিতায়।”

      -নেভিলা

      ReplyDelete
    11. আমারা ভালবেসে কবিদের কবিতা পড়ি।সিঞ্চিত করি তাদের প্রশংসায় ধন্যবাদে ও মহিমায়। কোন প্রত্যুত্তর আশা করিনা। কিন্তু এই প্রথম কবি আনিনা তাহিন নেভিলা সকলকে প্রাণ হতে ধন্যবাদ দিয়েছেন।। এটা পাঠকদের অনেক বড় পাওয়া। আমাদের ভাল লাগলো আমাদের উৎসাহ অনেক গুন বেড়ে গেল।। আপনার কবিতার আশায় রইলাম ।ভাল থাকবেন!!!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ