আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কথা দিচ্ছি ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কথা দিচ্ছি !

    কথা দিচ্ছি !

    --আনিনা তাহিন নেভিলা 

    বৃক্ষ তুমি আরো কিছু সবুজ হয়ো
    আরো কিছু ছায়া দিও মানুষটাকে।
    কথা দিচ্ছি তারা হয়ে আকাশ থেকে,
    কিছু কিছু মেঘ পাঠাবো তোমার নামে।

    তাকে আমার দেওয়ার ছিলো -
    অনেক কিছুই এই জীবনে!
    তোমার কাছে দাবী রাখছি বাউলটাকে
    আগলে রেখো তোমার মায়ায়।


    আমি যখন ফিরতে গিয়েও পথ পাবোনা-
    বৃক্ষ, তুমি আরো খানিক দাঁড়িয়ে থেকো,
    হাতছানিতে ডাকবে তাকে,
    কিছু শীতল পরশ দিও পাগলটাকে।

    তোমার জন্য, কথা দিচ্ছি
    শিশিরসিক্ত সকাল হবো
    তোমায় আমি রোদের কাছে বিছিয়ে দিবো,
    চিরহরিৎ বন্ধু হবো তোমার ডালে।
    তুমি শুধু মানুষটাকে আঁকরে রেখো!
    তাকে কিছু সবুজ দিও রোজ সকালে!

    কথা দিচ্ছি, সত্যি দেখো-
    বৃষ্টিকন্যা তোমার জন্য কাঁদবে বসে,
    আমি যখন তোমার চিঠি তার হাতে পৌঁছে দিব।
    আহ্লাদী মেয়ে কান্না চোখে
    ভালবাসায় সিক্ত হয়ে -
    তোমার গায়ে পরবে এসে, কথা দিচ্ছি!

    তুমি কেবল ছায়া হয়ে থেকো সাথে,
    ক্ষ্যাপাটাকে ঝড়ের রাতে আগলে রেখো
    চৈত্র দিনের ভীষণ রোদে-
    তাকে তুমি বন্ধু হয়ে দু'হাত খুলে -
    পিঠ চাপরে কাছে নিও,
    মনভোলানো আবোলতাবোল গল্প দিও।

    কথা দিচ্ছি, সবুজ বৃক্ষ-
    তোমার জন্য তারা হয়ে রাত সাজাবো,
    তোমায় আমি সকল দেনা চুকিয়ে দেবো!

    মানুষটাকে একটু দেখো, এই জীবনে!

    http://www.alokrekha.com

    8 comments:

    1. সত্যি দারুন ! অনেকবার তোর কবিতা পড়েছি, কেঁদেছি, ভালোবেসেছি, প্রশংসাও লিখেছি। ভালোবাসার আরেক রূপ দেখলাম তোর এই কবিতায়। এ "ভালোবাসা" মমতাময়,ছায়াময়,"ভালোবাসা" কে বাঁচিয়ে রাখতে জীবনের সবটুকু বিলিয়ে দেবার। এমন লেখা কেবল আমার ক্ষেপা-টাই লিখতে পারে

      ReplyDelete
    2. অনবদ্য ! ভালোবাসার মানুষের জন্য এমন আকুতি রূপক একটি বৃক্ষের কাছে। এতো আধুনিক কবিতা ! সাধারণ দৈনন্দিন কথা ভীষণ হৃদয় গ্রাহী। অপূর্ব পড়তে ইচ্ছে করে বারংবার। পারবো কি আমরা ভালোবাসাকে এতো ভালোবাসতে? অনেক ভালোবাসা কবি ! আপনার লেখার আরো উন্নতি ও গভীরতা কামনা করি। অনেক ভালো থাকবেন ও লিখবেন আমাদের জন্য।

      ReplyDelete
    3. সেদিন একজনকে তার ভালোবাসার জনকে বলতে শুনেছি "আমি তো তোর মত বলতে বা লিখতে পারিনা, তুই বুঝে নিস্ !" নেভিলা কবিতা দিয়ে যেন সেইসব মানুষের মনের কথা মুখে এনে দেন! আমার প্রিয় একজন কবি নেভিলার কবিতা আমাদের অব্যক্ত মনের কথাগুলো এমন স্বাচ্ছন্দের সাথে লিখে ফেলেন যে মনে হয় যেন এটাই তো একমাত্র কথা, অন্য তো আর কোনো কথা নেই! আমাদের দৈনন্দিনের অনুভূতিগুলো কি চমৎকার ভাবে জীবন্ত ছবিতে পরিণত করে দিতে পারেন কবি! আর তার গভীর আবেগ প্রকাশে যে সাবলীলতা আমাদের মনের কোন তার টাতে যেন কাঁপন তোলে! আর তাই একটা ব্যাথার কথা, একটা দুঃখের কথা শুনেও আমরা বলে ফেলি "বাহ্, খুব সুন্দর তো!" সেইসাথে বাংলা ভাষাটা যে কত সুন্দর সেটা নেভিলার কবিতা যতবার পড়ি ততবার নতুন করে উপলব্ধি করি!

      ReplyDelete
    4. অনবদ্য ! ভালোবাসার মানুষের জন্য এমন আকুতি রূপক একটি বৃক্ষের কাছে। এতো আধুনিক কবিতা ! দুঃখের বিষয় আজও আমরা ওনার কবিতা আমাদের বিষয় হয়নি। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ !

      ReplyDelete
    5. ভারী মিষ্টি কবিতা
      ছন্দের মাঝে অন্যরকম দ্যোতনা আছে যা
      বুকের জমিনে ঝর্ণাধারা
      বেশ লাগলো
      তবে বানানের দিকে একটু মনোযোগী হতে হবে র আর ড় এর গন্ডগল

      ReplyDelete
    6. নেভিলার সব কবিতা মানুষের মনের কথা বলে ! আমার প্রিয় একজন কবি নেভিলার কবিতা অব্যক্ত মনের দৈনন্দিনের অনুভূতিগুলো স্বাচ্ছন্দে চমৎকার সাবলীল ভাবে লেখান। যেন ক্যানভাসে আঁকা কবি । নেভিলার কবিতা যতবার পড়ি ততবার নতুন করে উপলব্ধি করি! ফরহাদ মাজহার

      ReplyDelete
    7. দারুন ! ভালোবাসার মানুষের জন্য এমন আকুতি অনবদ্য । সত্যি এটা একটা আধুনিক কবিতা ! ভীষণ হৃদয় গ্রাহী। অপূর্ব এত ভালোবাসার অন্যরূপ। অনেক ভালোবাসা কবি ! আপনার লেখার আরো উন্নতি ও গভীরতা কামনা করি। অনেক ভালো থাকবেন ও লিখবেন আমাদের জন্য।

      ReplyDelete
    8. কথা দিচ্ছি ! ভীষণ হৃদয় গ্রাহী। অপূর্ব অব্যক্ত মনের ও অনুভূতিগুলো কথা বলে কবিতা নেভিলার সব কবিতা কত স্বাচ্ছন্দে চমৎকার সাবলীল ভাবে লেখেন।ভালোবাসা কবি ! উন্নতি কামনা করি!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ