আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সংসার সমুদ্র--জীবনের সমীকরণ !সানজিদা রুমি ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সংসার সমুদ্র--জীবনের সমীকরণ !সানজিদা রুমি

    জীবনের সমীকরণ !

    সানজিদা রুমি 








    জীবনের অঙ্ক  কি মেলে ?
    মেলে,শুধু জীবনের অঙ্কই মেলে
    এখানেই দুই আর দুই চার: 
    যখনি চার না হয়ে পাঁচ হয় 
    তখনই ক্ষয়
    বুকের মধ্যেখানে মন যেখানে বসত করে
    সেখানেই যত গন্ডগোল
    যে রক্ত কণিকা প্রবাহিত হয় ধমনীতে
    হৃৎপিণ্ড হতে -
    বয়ে নিয়ে চলে তোমার অস্তিত্ব !
    কে তুমি ?
    তুমিতো আমার জীবন সমীকরণের কোন সঙ্গা নও
    কিংবা যোগ -বিয়োগের ফর্মুলা!
    সুতরাং: তোমার সাথে-
    প্রথমেইতো ভুল নিয়মে অঙ্ক শুরু,
    ফলাফল মিলবে কোন ধারা মতে?
    জীবনের যে অঙ্ক কষেছি বিধিবদ্ধ সংখ্যায় 
    মিলেছে সব ফলাফল নিয়ম অনুসার
    তকতকে সাজানো  সুন্দর  সংসার !
    পদে পদে মিলেছে সরল সমীকরণের সমাধান
    কম্পিউটারের যুগে চলে না শুভঙ্করের ফাঁকি
    মনের সান্তনা কেবল গোজামেল
    তোমার সাথে মৈত্রী' সঙ্গমে 
    যোগ বিয়োগের পদে -
    একটু  ভুল হতেই সামলে নিয়েছি।
    নইলে গোটা অঙ্কটাই ভুল হত
    মিলতো না ফলাফল
    প্রতিটি লাইন পরীক্ষক খুঁটিয়ে দেখে না
    সময় কোথা এত ?
    প্রথম  শেষ দেখলেই চলে
    মাঝে যাই হোক-লঘুজ্ঞান
    ফলাফল মিললেই হল -
    ওটাই আসল, জীবনের সমীকরণ !

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    16 comments:

    1. জীবনের সমীকরণ !সানজিদা রুমি। বাহ্ , চমত্কার ,এ লেখা পড়ে আমিও বসে গেলাম আমার জীবনের অংক মেলাতে , কিন্তু মিললো না। সানজিদা রুমিকে জানাই ধন্যবাদ আর অভিনন্দন। শুভেচ্ছা রইলো

      ReplyDelete
      Replies
      1. মেনকা রাখীSeptember 3, 2017 at 2:36 PM

        জীবনের অংক মেলাতে-জীবনের সমীকরণ !সানজিদা রুমি লিখেছেন এই কবিতা লিখেছেন। সত্যি জিবনের অংক মেলে কিন্তু মনের সংখ্যা কিছিতেই মেলে না।ভারি সুন্দর কবিতা!

        Delete
    2. মানসী বড়ুয়াSeptember 3, 2017 at 2:44 PM

      রুমি দি দারুন লিখেছ গো !তুমি যেমন সুন্দর মিষ্টি তোমায় দেখে বঝার উপায় নেই তুমি এত জীবন বোধের কাছাকাছি। তোমার লেখার প্রশংশা করার ক্ষমতা নেই । শুধু বলব দারুন হয়েছে!

      ReplyDelete
    3. সিরাজ সালেহSeptember 3, 2017 at 2:49 PM

      সানজিদা রুমি--জীবনের সমীকরণ কবিতাটার প্রতিটি কথা জীবনের প্রতিচ্ছবি।বাস্তবতা। অনেক ভালো লাগলো কবিতাটা। সানজিদা রুমি কে অনেক ধন্যবাদ এমন একটা কবিতার জন্য।

      ReplyDelete
    4. বেলাল সিরাজিSeptember 3, 2017 at 2:55 PM

      সংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা। সানজিদা রুমির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত কঠিন সত্যের প্রতিফলিত বিরল কবিতা । জীবনের হাল-চিত্র খুব অপূর্ব ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো কবিতা। শুভেচ্ছা কবি সানজিদা রুমিকে।

      ReplyDelete
    5. Motahar Hossain SiddiqueSeptember 3, 2017 at 2:56 PM

      "জীবনের অঙ্ক কি মেলে ?
      মেলে,শুধু জীবনের অঙ্কই মেলে
      এখানেই দুই আর দুই চার:
      যখনি চার না হয়ে পাঁচ হয়
      তখনই ক্ষয়।"
      জানি না জীবনের অংক মেলে কি না ,
      তবে লেখাটি চমত্কার। মানুষের মানি
      অনেক প্রশ্নো জাগায়, ভাবতে গেলে
      অবাক লাগে। সানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    6. পাব্লো, পাঠক সমাবেশSeptember 3, 2017 at 2:59 PM

      "ফলাফল মিললেই হল -ওটাই আসল, জীবনের সমীকরণ !" এই একটি বাক্যে সানজিদা সমস্ত কবিতার ব্যাখ্যা করেছেন। এই বাক্যে কবিতা শৈলী শব্দ চয়ন কবিতার সব গুনগত মানকে চাপিয়ে গেছে। দারুন একটা কবিতা। অনেক শুভাশীষ ধন্যবাদ সানজিদা রুমি !

      ReplyDelete
    7. Raidurlob Mukherji, New JalpaiguriSeptember 3, 2017 at 3:37 PM


      সংসার সমুদ্র--জীবনের সমীকরণ !সানজি রুমি।
      প্রথম ও শেষ দেখলেই চলে
      মাঝে যাই হোক-লঘুজ্ঞান
      ফলাফল মিললেই হল -
      তাই কি ?
      অপরূপ লেখা , কবিকে অনেক অভনন্দন
      আর শুভেচ্ছা

      ReplyDelete
    8. রেহানা সুলতানাSeptember 3, 2017 at 3:55 PM

      দারুন জীবনবোধের কবিতা "জীবনের সমীকরণ! আসলেও জীবনটা একটা অংক!হিসেবের সমীকরণ! জীবনের চলাতে এমন কি ধর্ম কৰ্ম পালনেও হিসেব ! আল্লাহকে ডাকা তার নাম জপ করাও হিসেবের গন্ডিতে বাঁধা! সানজীদা রুমীর এই জীবন বোধ সত্যতার দলিল! দারুণ ডাল লাগলো!

      ReplyDelete
    9. জীবনের অংকের সাথে তুলনা কবির অসাধারণ চিন্তা চেতনা। সানজিদা রুমির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত বাস্তব সত্যের প্রতিফলিত অসাধারণ কবিতা । জীবনের হাল-চিত্র খুব চমত্কার ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো কবিতা। শুভেচ্ছা আর অভিনন্দন জানাই সানজিদা রুমিকে। আরো এমন
      লেখার অপেক্ষায় রইলাম

      ReplyDelete
    10. প্রতিটি লাইন পরীক্ষক খুঁটিয়ে দেখে নাসময় কোথা এত ?প্রথম ও শেষ দেখলেই চলেমাঝে যাই হোক-লঘুজ্ঞানফলাফল মিললেই হল -ওটাই আসল, জীবনের সমীকরণ !এ কথাটা কত যে সত্যি আমি তা রন্ধ্রে রন্ধ্রে জানি! এ আমার জীবনের ঘটনা! জানতে চায়না আমার মন কোথায়? দখলে থাকলেই হলো! ফলাফল মিললেই অংক ঠিক!

      ReplyDelete
    11. এনামূল কবিরSeptember 3, 2017 at 4:46 PM

      আলোকবেখ়া ও সানজীদা রুমীর যত প্রশংসা করি যথেষ্ট নয়!"জীবনের সমীকরণ" তার উৎকৃষ্ট প্রমাণ! জীবনের বাস্তব চিত্ৰকে দারুন ও অনবদ্য ভাবে অংকন করেছেন সানজীদা রুমী যা প্রকাশের ভাষা আমার নেই! তার প্রতিটি লেখা ও কবিতা আমাদের অত্যন্ত প্রিয়! আলোকরেখার যাত্রা সুন্দর হোক!অনেক ভালবাসা সানজীদা রুমী আপনাকে !

      ReplyDelete
    12. সানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা ”"জীবনের সমীকরণ! আসলেও কি জীবনটা একটা অংক! হিসেবের সমীকরণ! সংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা। কবির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত কঠিন সত্যের প্রতিফলিত বিরল কবিতা । জীবনের হাল-চিত্র খুব অসাধারণ ভাবে তুলে ধরেছেন। শুভেচ্ছা কবি সানজিদা রুমিকে।”

      ReplyDelete
    13. সানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা ”"জীবনের সমীকরণ! আসলেও কি জীবনটা একটা অংক! হিসেবের সমীকরণ! সংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা।

      ReplyDelete
    14. মেহতাব রহমানSeptember 18, 2017 at 4:56 PM

      আমি একমত -জীবনের অংক মেলাতে-জীবনের সমীকরণ !সানজিদা রুমি লিখেছেন এই কবিতা লিখেছেন। ভারি সুন্দর কবিতা!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ