আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু












    অনুর ভিতর পরমাণু
    মেহরাব রহমান

    অন্ধকার......................
    মন্দ বাতাস.........................
    বন্ধ খিড়কিতে কে কড়া নাড়ে?
    কী করুণ ভিজছি ভেজা বর্ষায়; চিমনির
    কালো ধোঁয়ায়
    ভাঙাভাঙা ভঙ্গুর গান বাজে l
    ভোরের যমুনায়
    ছেঁড়াপাল বিপন্ন নৌকো; ডুবন্ত
    মাঝির শেষ ক্রন্দন l

    এরপর পূর্ণিমার পূর্ণ প্লাবনে
    হয়তো আনন্দ ঝঙ্কার; সুখং সুন্দরম
    বাজনা বাজে l
    রহেনা------ থাকেনা কিছুই এইসব l
    উত্তর রমণীর জমার খাতায়,
    উত্তর পুরুষের বুক পকেটে
    থেকে যায় কিছুকিছু
    জলরং জলছবি l


    http://www.alokrekha.com

    8 comments:

    1. পাঠক সমাবেশ #পাঠক #আলোকরেখা #শাহবাগ #আজিজ মার্কেটMay 23, 2018 at 5:41 PM

      কবি-মেহরাব রহমান আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। অনুর ভিতর পরমাণু কবিতার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও আলোকরেখাকে সাধুবাদ জানাই এমন উচ্চ মার্গের কবির কবিতা পড়ার সুযোগ করে দেবার জন্য। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. কেরামত মাওলাMay 23, 2018 at 6:18 PM

      উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।

      ReplyDelete
    3. দিলরুবা ইয়াসমিনMay 23, 2018 at 7:04 PM

      অনুর ভিতর পরমাণু, মেহরাব রহমান ,চমত্কার ভাবনা,দারুন ভাষা ,সুন্দর কবিতা ,খুব ভালো লাগলো। কবিকে অনেক অভনন্দন ,সাধুবাদ ,শুভেচ্ছা আর ভালোবাসা। আলোকরেখাকেও জানাই অনেক ধন্নবাদ এমন গুণী কবিকে আমাদের মাঝে আনার জন্য

      ReplyDelete
    4. ইসমাইল হোসাইন সিরাজী ,বাংলা বিভাগ ,রাজশাহী বিশ্বিদ্যালয়May 23, 2018 at 7:21 PM

      অনুর ভিতর পরমাণু, অপূর্ব লাগলো কবিতাটি , কবি মেহরাব রহমানকে এক রাশ আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। অনেক ভাল থাকবেন আরো ভাল ভাল লেখা লিখে আমাদের পড়ার সুযোগ দেবেন এই কামনা করি। ”

      ReplyDelete
    5. শায়লা জামানMay 23, 2018 at 7:28 PM

      অনুর ভিতর পরমাণু। লেখাটি মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি , বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাব রোকমানকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

      ReplyDelete
    6. নিলোফার ইয়াসমিনMay 23, 2018 at 7:42 PM

      অনুর ভিতর পরমাণু, মেহরাব রহমান। অসাধারণ এক কবিতা। সুন্দর আমেজে মন ছুঁয়ে গেল। দারুন ভাবনার প্রতিফলন। অপরূপ ভাষা। অনিন্দ্য এক কবিতা। ভালো লাগলো । অনেক ভালোবাসা কবি।”

      ReplyDelete
    7. রুকসানা দেলোয়ার হোসাইনMay 23, 2018 at 7:55 PM

      অনুর ভিতর পরমাণু। অপূর্ব শব্দশৈলী চমত্কার অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমত্কার সৃষ্ট কাব্ব । কবিকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সামনে আরো এমন কবিতার আশায় রইলাম

      ReplyDelete
    8. ঋতু মীরMay 24, 2018 at 11:26 PM

      'ভাঙাভাঙা ভঙ্গুর গান বাজে
      ভোরের যমুনায়
      ছেঁড়াপাল বিপন্ন নৌকো; ডুবন্ত
      মাঝির শেষ ক্রন্দন' - কবিতার ভাব, ভাষা ছন্দ অনবদ্য । বিপন্ন মন, চেতনা, সময়ও এখন বিপন্নতার দুয়ারে । সুখ, আনন্দ ফুরায়, শুধু রেখে যায় সুখানুভুতির জলছবি। ভাবনার প্রতিফলনে বিষণ্ণতা আর বিদায়ের দীর্ঘশ্বাস ! ধন্যবাদ কবিকে!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ