আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু --------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু --------- মেহরাব রহমান












    অনুর ভিতর পরমাণু
    মেহরাব রহমান

    ভেঙে পড়ে নদীর
    পোড় খাওয়া
    দুঃখ দেয়াল l
    মিউজিয়ামে ইতিহাস 
    সময়ের মমি l
    মনে পড়ে
    সেই নদী ;
    যেখানে বাউন্ডেলে
    স্রোতের ভেতর নির্বাসিত
    শ্রাবন্তীর প্রেম, আধখোলা
    প্রবাল রঙা ব্লাউজ,
    জরিবুটি কারুকাজ
    লীলায়িত শাড়ি
     হায় ! খুলতে যেয়েও পিকাসোর তৈলরং
    চিত্র হয়ে থমকে দাঁড়ায় l

    নদী ভাঙে
    চাঁদ ভাঙে
    স্বপ্ন ভাঙে
    মধ্যিরাতে এখানেই যাপিত জীবন ;
    জীবনের দ্রুতলয় জলপ্রপাত l
    এখানে সুরের সাতরং খেলা
    খুব অবেলার পিয়ানোর বিনম্র  নকটার্ন  l

    ১৯ জুন, ২০১৮
    টরন্টো


     http://www.alokrekha.com

    5 comments:

    1. মিনহাজ রহমানJune 30, 2018 at 2:59 PM

      কবি মেহরাব রহমানের কবিতা হৃদয়ের অতলান্তিকে ভালো লাগার জোয়ার টানে। অনুর ভিতর পরমাণু 'র সব কয়টি কবিতা মনের মধ্যে দাগ কেটে আছে। আমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

      ReplyDelete
    2. মোহন সিরাজীJune 30, 2018 at 3:04 PM

      কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা আবার মধ্যিরাতে এখানেই যাপিত জীবন ;জীবনের দ্রুতলয় জলপ্রপাত lএখানে সুরের সাতরং খেলা খুব অবেলার পিয়ানোর বিনম্র নকটার্ন কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.

      ReplyDelete
    3. জেসমিন সুলতানাJune 30, 2018 at 8:46 PM

      "এখানে সুরের সাতরং খেলা
      খুব অবেলার পিয়ানোর বিনম্র নকটার্ন "
      কি সুন্দর কথা ,
      মেহরাব রহমানের কবিতা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি ,কবিতা বহু বার পড়তে ইচ্ছে করে। ! কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর অভিনন্দন

      ReplyDelete
    4. অনুর ভিতর পরমাণু
      মেহরাব রহমান।
      "ভেঙে পড়ে নদীর
      পোড় খাওয়া;
      দুঃখ দেয়াল l
      মিউজিয়ামে ইতিহাস
      সময়ের মমি ল"
      দারুন ভাব ,চমৎকার ভাষা
      আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

      ReplyDelete
    5. সুমন হাবীবJuly 1, 2018 at 12:50 PM

      কবি মেহরাব রহমানের অনুর ভিতর পরমাণু এক উচ্চ মার্গ কবিতা নয় জীবনের কাছাকাছি নিয়ে যায়। দেয় অন্য ধরণের এক অব্যক্ত অনুভূতি যা সকল কিছুই বয়ান করে। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ