আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আবার এসো তুমি ....... হাফিজ ইফতেখার ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আবার এসো তুমি ....... হাফিজ ইফতেখার

    আবার এসো তুমি
    হাফিজ ইফতেখার

    আবার এসো তুমি
    বহু যুগ পর --
    যেমনটি এসেছিলে সেদিন
    আধো আলো-আধেক আঁধারে
    সেই তিথিতে -
    তুমিই ছিলে একমাত্র অতিথি,
    বাতাসে তোমার হৃদয়ের উষ্ণতা
    আর রজনীগন্ধার সুবাস মাখা
    শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায়
    সেদিন তুমি ছিলে পাশে।

    আর ছিল
    ধু ধু মাঠ-ধানক্ষেত-কাশফুল-বুনোহাস-
    বালুকার চর জোনাকির ঝাঁক।
    সেদিন তোমার সমস্ত প্রাণ ভরা ছিল
    চাতকের মত প্রচন্ড আবেগে।
    তোমাকে নিয়ে
    আমার ভাবনা গুলো
    শালিকের ছানার মতো
    বুকের উপর
    কোমল ডানা মেলে
    নেচে বেড়ায়।

    ঘড়ির সময়ে, অথবা মহাকালে
    যেখানেই রাখি   হৃদয়,
    আজও তোমার
    এঁকে দেয়া চিহ্ন 
    রয়েছে উজ্জল , সুস্পষ্ট ।

     http://www.alokrekha.com

    7 comments:

    1. মৃণাল কান্তি দেJuly 11, 2018 at 8:34 PM

      "আবার এসো তুমি" কবিতায় কবি হাফিজ ইফতেখার প্রিয়ার আগমনের বার্তার সাথে সাথে অপেক্ষার প্রহর অংকিত করেছে। অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    2. জালাল মহিউদ্দিনJuly 11, 2018 at 8:39 PM

      কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় প্রেমের অপূর্ব ভাববোধ ! অনন্য উপমা সহকারে দারুন অনুভবের কবিতা - অনেক সুন্দর কবিতা! ভালোবাসা ও শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    3. কবিতা রায়July 11, 2018 at 8:43 PM

      কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কবি বর্ণনা করেছেন প্রিয়ার আগমন
      আধো আলো-আধেক আঁধারে সেই তিথিতে - ছিল একমাত্র অতিথি,বাতাসে তোমার হৃদয়ের উষ্ণতাআর রজনীগন্ধার সুবাস মাখা শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায় সেদিন ছিল পাশে। খুব ভাল লাগলো কবিতাটা পড়ে ।শুভেচ্ছা

      ReplyDelete
    4. তমা কর্মকারJuly 11, 2018 at 8:46 PM

      অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
      উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য

      ReplyDelete
    5. কেরামত মাওলাJuly 11, 2018 at 10:05 PM

      কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কবি স্মৃতি রোমন্থন করেছেন তাঁর প্রেয়সী যেদিন ছিল। বাতাসে হৃদয়ের উষ্ণতা আর রজনীগন্ধার সুবাস মাখা শ্রাবনের সেই বৃষ্টি ভেজা সন্ধায় সেদিন ছিল পাশে। ভালোবাসা কবি

      ReplyDelete
    6. কামরুজ্জামান হীরাJuly 11, 2018 at 10:09 PM

      কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় কি দারুন সব উপমা অলংকরণ করেছেন। প্রেমের ভাবাবেগ ও প্রতীক্ষায় কবিতা আরো অনবদ্য হয়েছে।

      ReplyDelete
    7. মোহন সিরাজীJuly 11, 2018 at 10:38 PM

      কবি হাফিজ ইফতেখার "আবার এসো তুমি" কবিতায় যেদিন ছিল পাশে।সেদিন ছিল
      ধু ধু মাঠ-ধানক্ষেত-কাশফুল-বুনোহাস- ঝাঁক বেঁধে বালুকার চর জোনাকি।সেদিন সমস্ত প্রাণ ভরা ছিল চাতকের মত প্রচন্ড আবেগে।তাকেই নিয়ে ছিল কবির ভাবনা গুলো শালিকের ছানার মতো বুকের উপর কোমল ডানা মেলে নেচে বেড়ায়। কি দারুন সব উপমা অলংকরণ করেছেন। প্রেমের ভাবাবেগ ও প্রতীক্ষায় কবিতা আরো অনবদ্য হয়েছে।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ