আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবিতারা হারায় । ---- - হোসনে আরা জেমী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবিতারা হারায় । ---- - হোসনে আরা জেমী

    কবিতারা হারায় ।
    - হোসনে আরা জেমী

     আমার কখনো কবিতা পড়া হয়নি

    একটি ভালো কবিতা লিখতে গিয়ে

    একটি ভালো কবিতা লেখা হয়ে উঠলো না।

    আমার কবিতা পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে

    আমার কবিতার অক্ষরগুলো হারিয়ে যায়

    আমি তখন অক্ষর খুঁজতে থাকি

    দর্শক সারির দিকে তাঁকিয়ে আমি

    কবিতা খুঁজি,

    প্রতিটি চোঁখের দৃষ্টি থেকে

    আমি কবিতার শব্দ খুঁজে নিয়ে শব্দমালা তৈরী করে

    তোমকে আমার শ্রেষ্ঠ কবিতা উপহার দিতে চাই!

    তুমি যদি তা গ্রহন করে বলো বাহ্

    ঠিক তখনই আমার কবিতারা প্রান পায়। 

     http://www.alokrekha.com

    6 comments:

    1. কামরুজ্জামান হীরাSeptember 15, 2018 at 4:06 PM

      খুব সুন্দর একটা ছিমছাম কবিতা। কবির আত্মস্বীকৃত কবিতা।কবির ভালো একখানা কবিতা পড়তে বিড়ম্বনা। লিখতে গিয়ে শব্দের না পাওয়া -ভালো কবিতার অন্বেষণে ঝাপসা হয়ে যাওয়া চোখ। সবই প্রাণবন্ত হয়ে ওঠে সে যদি একবার গ্রহণ করে বলে ওঠে "বাহ্ " .ভালো লাগলো কবিতাটি পড়ে। শুভেচ্ছা কবিকে।

      ReplyDelete
      Replies
      1. অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

        Delete
      2. অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

        Delete
    2. ফারহানা হকSeptember 15, 2018 at 5:26 PM

      - হোসনে আরা জেমী'র "কবিতারা হারায় ।" কবি অনন্ত এক বার্তা দিয়েছেন কবিতা লেখার ব্যাপারে। কবিতা লিখতে গিয়ে শব্দগুলি ও কবিতার অক্ষরগুলো হারিয়ে যায়। কবিতা পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে। দর্শক সারির দিকে তাঁকিয়ে কবিতা খুঁজি আর তখনি কবিতা প্রাণ পে সে যদি একবার গ্রহণ করে বলে ওঠে "বাহ্ ".এটা বাস্তব চিত্র। .ভালো লাগলো কবিতাটি পড়ে। শুভেচ্ছা কবিকে।

      ReplyDelete
      Replies
      1. ধন্যবাদ আপু কবিতাটা পড়ার জন্য সেই সাথে সুন্দর মন্তব্য করার জন্য।

        Delete
    3. ধন্যবদ আপু কবিতাটি ড়ার জন্য সেই সাথে সুন্দর মন্তব্য করার জন্য।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ