সেদিনের সেই সন্ধ্যায় l
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
সেদিনের সন্ধ্যায় ছিলোনা কোনো অতীত আমাদের সাথে,
ছিলোনাতো ভবিষ্যত l
শুধু ছিলো নিরবিচ্ছিন্ন বর্তমানl
ছিলো নিখাঁদ নির্ভরতা, ছিলো সমর্পন,
ছিলো আবেশ আপ্লুত বিহ্ববলতা!
ছিলো ধ্যানমগ্ন তন্ময়তা!
ছিলোনা কোনো প্রশ্ন,
অপেক্ষা ছিলোনা কোনো উত্তরের।
এক চাওয়া শেষে আরেক চাওয়া শুরুর
মধ্যিখানের বিন্দুর নাম যদি " সুখ " হয়
সুখ তবে জেনেছি আমরা সেদিনের সেই সন্ধ্যায়।
এখন শুধু সঞ্চয়ের পালা
এক বিন্দু, দুই বিন্দু, তিন বিন্দু
তারপরে আর নেই যাওয়া
চাওয়া থেকে চাওয়ায়
শুধুই অবগাহন তখন সুখের সাগরে !
তারও পরে, অনেক অনেক পরে
ভগবান সমাসীন আমাদের গৃহে !
http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 






কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবির কবিতায়।আজকের এই কবিতা পড়ে মনটা ভরিয়ে গেল ।সেদিনের সন্ধ্যায় ছিলোনা কোনো অতীত কবির সাথে,ছিলোনাতো ভবিষ্যত lশুধু ছিলো নিরবিচ্ছিন্ন বর্তমানl ছিলো নিখাঁদ নির্ভরতা, ছিলো সমর্পন,ছিলো আবেশ আপ্লুত বিহ্ববলতা!ছিলো ধ্যানমগ্ন তন্ময়তা! ছিলোনা কোনো প্রশ্ন,অপেক্ষা ছিলোনা কোনো উত্তরের। এক চাওয়া শেষে আরেক চাওয়া শুরুর মধ্যিখানের বিন্দুর নাম যদি " সুখ " হয় সুখ তবে জেনেছি আমরা সেদিনের সেই সন্ধ্যায়। কবির চেতনায়। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete"অপেক্ষা ছিলোনা কোনো উত্তরের।
ReplyDeleteএক চাওয়া শেষে আরেক চাওয়া শুরুর
মধ্যিখানের বিন্দুর নাম যদি " সুখ " হয়
সুখ তবে জেনেছি আমরা সেদিনের সেই সন্ধ্যায়।"
কি সুন্দর কথা ,কি গভীর ভাব।
কবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
” অনেক ভালোবাসা আর প্রার্থনা কবির জন্য।
”আলোকখার চলার পথ সুগম হোক এই কামনা করি।
অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ।
ReplyDeleteউত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা।
বহু দিন পর এমন একটা উচ্চ মানের অসাধারণ কবিতা পড়লাম।
যত প্রশংসা করি , কম হবে। কবিকে অনেক শুভেচ্ছা।
আরো এমন কবিতার অপেক্ষায় রইলাম। ”
সেদিনের সেই সন্ধ্যায় l
ReplyDelete- সুনিকেত চৌধুরী।
এমন গভীর ভাবনা, প্রতিফলন ও অভিব্যক্তির প্রকাশ।
যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। ভীষণ ভালো লাগলো । ইচ্ছে হয় বার বার পড়ি।
কবিকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
"সেদিনের সেই সন্ধ্যায় "কবিতায় কবি সুনিকেত চৌধুরী অতি আধুনিক চিন্তাধারা চিত্রিত করেছেন। অতীতের জটাজাল ভবিষ্যতের টানাপোড়ন নয় শুধু বর্তমান নিয়ে যে সুখটুকু তাতেই স্বর্গসুধা। এই যে উপলব্ধ ভাব কবিতাতেই আপন মহিমায় উদ্ভাসিত। আর আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর সার্থকতা।
ReplyDeleteআমার বোধগম্য হয় না আলোকরেখায় অনেক অনেক নামি প্রতিষ্ঠিত কবির লেখা প্রকাশিত হয় অথচ কুনিকেত চৌধুরীর লেখা প্রকাশিত হলে সবাই হুমড়ি খেয়ে পড়ে। মন্তব্যের উপর মন্তব্য। তেমন বিশেষ কিছু কি তিনি লেখেন ?
ReplyDeleteআমি এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি। প্রথমত কারো নামের শুদ্ধ বানান লেখা উচিত। কবি সুনিকেত চৌধুরীর কবিতা আমাদের এত প্রিয় কারণ শুধু কঠিন কতগুলো শব্দের ভারে ভারাক্রান্ত নয় মনের কথা আমাদের আটপৌড়ে কথা বলে। আপনি বোধ করি ভালো করে খেয়াল করেননি কবি সুনিকেতের জনপ্ৰিয়তা কেন ?
Deleteআমিও কবিতা রায়ের সাথে একমত।
ReplyDeleteআমিও এই Anonymous কমেন্টের
কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
উনার নিজের নাম প্রকাশ করার সৎ
থাকা উচিত ছিল। সুনিকেত চৌধুরী
সমন্ধে এমন ভাষায় কথা বলা
নিচু রুচির পরিচয়।
থাকে , রুমানা আপা , যেতে দিন
ReplyDeleteএই ধরণের অপদার্থ হিংসুক, নিন্দুকেরা
নিজেরা ভালো কিছু লেখার ক্ষমতা রাখে না।
IT IS BEST TO IGNORE THEM .
পৃথিবীতে এমন অনেক পাগল আছে,
আল্লাহ ওদের সুস্থ করুন
"সেদিনেaর সেই সন্ধ্যায় "
ReplyDeleteসুনিকেত চৌধুরী।
আবারো অসাধারণ একটি কবিতা।
উত্কৃষ্ট ও চমৎকার ভাষা ও ভাব।
পড়ে মনটা ভোরে গেল।
আরো এমন কবিতার অপেক্ষায় রইলাম।
কবিকে অনেক অনেক শুভেচ্ছা
নিরবিচ্ছিন্ন বর্তমান খোলা। বন্ধনের আঁটসাঁট থাকে না থাকেনা চাওয়া পাওয়ার সম্পর্ক। শুধু ততটুকু সময়ের জন্য থাকে নিখাঁদ নির্ভরতা সমর্পন,আর আবেশ আপ্লুত বিহ্ববলতা! কবি সুনিকেতের কবিতায় আমার কাছে প্রতিভাত হয়েছে এই সময়ের ধ্যানমগ্ন তন্ময়তা! কোন প্রশ্ন নেই সেইতো সুখের বিন্দু।শুধুই অবগাহন তখন সুখের সাগরে !তারও পরে, অনেক অনেক পরে ভগবানকে সমাসীন পাওয়া গৃহে অন্তরে বাহিরে।
ReplyDeleteবেশ ভালো লাগলো সহজিয়া কবিতাটি
ReplyDeleteঅভিনন্দন কবি
আলোকরেখাকে ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য
সুনিকেত চৌধুরীর এমন চমৎকার
ReplyDeleteএকটা কবিতা নিয়ে Anonymous কমেন্ট ধারীকে
বলছি , আমার একটাই কথা , আপনার ক্ষমতা বা মেধা থাকলে ,
কাপুরুষের মতো পেছন থেকে
নিন্দা না করে আপনি একটা লিখে দেখান ??????
আমি রিজওয়ানা কবিরের সাথে একমত
ReplyDeleteআমরা ভাবতে অবাক লাগছে ,
ReplyDeleteসুনিকেত চৌধুরী একজন কবি
উনি একটা কবিতা লিখেছেন ,
তা এই Anonymous ব্যাক্তিটির
ভালো নাও লাগতে পারে ,কিন্তু
পাঠকরা অনেক কমেন্ট করলে
উনার অসুবিধাটা কোথায় ?
জনাব Anonymous !!!
একটু বুঝিয়ে বলবেন কি ?