আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এই রাতে ! - সুনিকেত চৌধুরী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এই রাতে ! - সুনিকেত চৌধুরী।

     
    এই রাতে !
    -   সুনিকেত চৌধুরী।
    নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা রাত গভীরে
    সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা
    এত কথা কেন বলে? 
    আমার তাকিয়ে দেখা নিরাভরণ তোমার পিঠে এলোমেলো চুল
    তোমার রোমকূপের গভীর থেকে উৎসারিত আমায় মাতাল করা মৌ
    কেন ফিরে ফিরে আসে এই রাতে,
    প্রতিরাতে?

    যাবার বেলায় হেলায় খেলায়
    চেয়েছিলে কেন পেছন ফিরে ?
    কেন বলেছিলে "ডাকলেনা কেন?"
    কেন বলেছিলে "আসলেনা কেন? "
    ফিরে  ফিরে আসে বারে বারে
    এই রাতে, প্রতিরাতে !

    http://www.alokrekha.com

    7 comments:

    1. কামরুজ্জামান হীরাJanuary 2, 2019 at 4:35 PM

      এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরী অপূর্ব ভাবের ও শব্দের সমন্বয়ে এক অমূল্য মালা গেঁথেছেন। আমার চেতনায় কোন কবিতা কোন কবিতার থেকে ভালো তা খুঁজে বার করা বিশেষভাবে কঠিন প্রতীয়মান হয়ে ওঠে। এই রাতে কবিতায় কবি নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা রাত গভীরে সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা তাকে এত কথা কেন বলে? এই প্রশ্ন করেছেন এই অনন্য কবিতার মাধ্যমে। অনেক ভালো লাগার একখানা কবিতা ,বিশেষ শুভেচ্ছা।

      ReplyDelete
    2. ডঃ অজিত গুহJanuary 2, 2019 at 4:42 PM

      এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর অপূর্ব হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো নিজেরই নিঃস্বাসের শব্দে জেগে ওঠা আবার কখনো সপ্তর্ষির চাঁদ গলে পড়া বিছানাটা
      এত কথা কেন বলে?.কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা অনেক শুভেচ্ছা কবি---

      ReplyDelete
    3. মেহতাব রহমানJanuary 2, 2019 at 5:06 PM

      এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    4. চারুলতা সেন গুপ্তাJanuary 2, 2019 at 5:22 PM

      এই রাতে !কবিতায় -কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।" আমার তাকিয়ে দেখা নিরাভরণ তোমার পিঠে এলোমেলো চুল
      তোমার রোমকূপের গভীর থেকে উৎসারিত আমায় মাতাল করা মৌ
      কেন ফিরে ফিরে আসে এই রাতে,
      প্রতিরাতে?" প্রেমের নৈর্ব্যক্তিক বর্ণনা। অনেক রোমান্টিক ভাব ধারণা। প্রিয়াকে ব্যক্ত করার অপরূপ রূপ সত্যি প্রশংসনীয়।
      অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    5. মৃন্ময়ীJanuary 2, 2019 at 5:30 PM

      এই রাতে ! আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।আমি অপেক্ষায় থাকি কখন কবি সুনিকেত চৌধুরীর লেখা প্রকাশিত হয়। আলোকরেখাকে অনেক ধন্যবাদ সুনিকেত চৌধুরীর নাম আলাদা একটা বিভাগ থাকায় বারবার তার লেখা পড়তে অনেক সুবিধা হয়। তার কবিতা অপরূপ রূপ সত্যি প্রশংসনীয়।
      অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!ভালোবাসা আমার প্রাণের কবিকে।

      ReplyDelete
    6. আমেনা কাজীJanuary 2, 2019 at 7:41 PM

      কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। "এই রাতে ! "-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    7. মিতা হকJanuary 2, 2019 at 7:49 PM

      কবি- সুনিকেত চৌধুরী "এই রাতে ! "-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই।! কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন।প্রেমের কবি সুনিকেত। তার কবিতায় আমরা প্রেম ও প্রেমিকার প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই ।কবি সুনিকেত চৌধুরীর অনবদ্য কবিতা।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ